SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
South Asian Association for Regional Cooperation
SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা
আজকে আমরা আলোচনা করবো SAARC – সার্ক – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা – নিয়ে ।
সার্ক ( SAARC ) সম্পর্কিত কিছু তথ্য
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দ্বারা সার্কের পথ চলা শুরু হয়েছিল।
- পুরো নাম : South Asian Association for Regional Cooperation ( দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা )
- প্রতিষ্ঠা : ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর ঢাকাতে গঠিত হয়েছিল।
- সদরদপ্তর : নেপালের কাঠমান্ডু। ১৯৮৭ সালের ১৬ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর জনক : বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।
আরও দেখে নাও : UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা
প্রশ্নোত্তরে সার্ক
সার্ক এর পূর্ণরূপ কি ?
SAARC-এর পূর্ণরূপ : South Asian Association for Regional Co-operation ।
সার্ক এর প্রতিষ্ঠাতা কে ?
সার্ক এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত ?
সার্ক সচিবালয় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ।
সার্ক গঠিত হয় কত সালে ?
সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর।
সার্কের সদর দপ্তর কবে এবং কে উদ্বোধন করেন?
১৯৮৭ সালের ১৬ই জানুয়ারী নেপালের প্রখ্যাত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব সার্কের সদর দপ্তর উদ্বোধন করেন।
সার্ক এর সদর দপ্তর কোথায় ?
নেপালের কাঠমান্ডুতে ।
সার্কের সদস্য সংখ্যা কত ?
সার্কের সদস্য সংখ্যা ৮টি ।
সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি ?
সার্কের সর্বশেষ বা অষ্টম সদস্য দেশ – আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)
আরও দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল
সার্ক গঠনের উদ্দেশ্য
- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন।
- অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা স্থাপন।
সার্কের সদস্য দেশ
বর্তমানে সার্কের মোট সদস্য দেশের সংখ্যা ৮টি । এগুলি হল –
নং | দেশ |
---|---|
১ | বাংলাদেশ |
২ | পাকিস্তান |
৩ | ভারত |
৪ | শ্রীলংকা |
৫ | মালদ্বীপ |
৬ | নেপাল |
৭ | ভুটান |
৮ | আফগানিস্তান |
Note : সার্কের সর্বশেষ সদস্য দেশ হল আফগানিস্তান । ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় ।
আরও দেখে নাও : কোন সংস্থা কোন রিপোর্ট প্রকাশ করে তার তালিকা – PDF
সার্কের সম্মেলন সমূহ
সার্কের কোন শীর্ষ সম্মেলন কোথায় ও কোন সালে হয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া রইলো।
নং | সাল | স্বাগতিক দেশ | স্থান | সভাপতি |
---|---|---|---|---|
১ | ১৯৮৫ | বাংলাদেশ | ঢাকা | আতাউর রহমান খান |
২ | ১৯৮৬ | ভারত | বেঙ্গালুরু | রাজীব গান্ধী |
৩ | ১৯৮৭ | নেপাল | কাঠমান্ডু | মারীচ মান সিং শ্রেষ্ঠা |
৪ | ১৯৮৮ | পাকিস্তান | ইসলামাবাদ | বেনজীর ভুট্টো |
৫ | ১৯৯০ | মালদ্বীপ | মালে | মাওমুন আবদুল গাইয়ূম |
৬ | ১৯৯১ | শ্রীলঙ্কা | কলম্বো | দীনগিরী বান্দা বিজেতুঙ্গে |
৭ | ১৯৯৩ | বাংলাদেশ | ঢাকা | খালেদা জিয়া |
৮ | ১৯৯৫ | ভারত | নতুন দিল্লি | পি. ভি. নরসিমা রাও |
৯ | ১৯৯৭ | মালদ্বীপ | মালে | মাওমুন আবদুল গাইয়ূম |
১০ | ১৯৯৮ | শ্রীলঙ্কা | কলম্বো | শ্রীমাভো রাতওয়াতে ডায়াস বন্দরনায়েকে |
১১ | ২০০২ | নেপাল | কাঠমান্ডু | শের বাহাদুর দেউবা |
১২ | ২০০৪ | পাকিস্তান | ইসলামাবাদ | জাফরুল্লাহ খান জামালী |
১৩ | ২০০৫ | বাংলাদেশ | ঢাকা | খালেদা জিয়া |
১৪ | ২০০৭ | ভারত | নতুন দিল্লি | মনমোহন সিং |
১৫ | ২০০৮ | শ্রীলঙ্কা | কলম্বো | রত্নাসিরি বিক্রমানায়েকে |
১৬ | ২০১০ | ভুটান | থিম্ফু | জিগমে থিনলে |
১৭ | ২০১১ | মালদ্বীপ | আদ্দু | মোহামেদ নাশিদ |
১৮ | ২০১৪ | নেপাল | কাঠমান্ডু | সুশীল কৈরালা |
১৯ | ২০১৬ | পাকিস্তান | ইসলামাবাদ | নওয়াজ শরীফ |
সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ
সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহের তালিকা নিচে দেওয়া রইলো।
কেন্দ্র্রর নাম | সংক্ষিপ্ত নাম | অবস্থান |
---|---|---|
সার্ক কৃষিবিষয়ক কেন্দ্র | SAC | ঢাকা, বাংলাদেশ |
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র | STAC | কাঠমান্ডু, নেপাল |
সার্ক নথিপত্রকরণ কেন্দ্র | SDC | নয়া দিল্লি, ভারত |
সার্ক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র | SHRDC | ইসলামাবাদ, পাকিস্তান |
সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র | SVZMC | মালদ্বীপ |
সার্ক তথ্য কেন্দ্র | SIC | নেপাল |
সার্ক শক্তি কেন্দ্র | SEC | পাকিস্তান |
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র | ADMC | গুজরাট, গান্ধীনগর ভারত |
সার্ক বন গবেষণা কেন্দ্র | FFC | থিম্পু, ভুটান |
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র | SCC | শ্রীলঙ্কা |
To check our latest Posts - Click Here