Christmas Quiz Questions and Answers in Bengali – ক্রিস্টমাস কুইজ
১. জাপানে Hoteiosho, হাঙ্গেরিতে Mikulás, ফ্রান্সে Père Noël এবং ব্রাজিলে Papai Noel নামে পরিচিত চরিত্রটি আমাদের কাছে সাধারণত কী নামে পরিচিত ?
২. কথিত আছে যে যীশু খ্রীষ্টের জন্মদিন পালনের জন্য ২৫শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা হয়, কিন্তু বাইবেল বা কোথাও ঐ দিন যীশু খ্রীষ্টের জন্মের কথা উল্লেখ নেই। ভিন্ন মত অনুসারে একটি পৌত্তলিক উৎসবের সাথে সাথ রাখার জন্য ২৫শে ডিসেম্বর দিনটিকে ক্রিসমাস হিসেবে বেছে নেওয়া হয় । কোন উৎসব ?
আরও দেখে নাও : কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz
৩. ক্রিসমাসে বহুল প্রচলিত একটি গান অন্য একটি কারণে গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়ে নিয়েছে । কারণ এটি হল মহাকাশে চালানো প্রথম গান । কোন গান ?
৪. X-Mas এ X এর অর্থ কী?
আরও দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ । Quiz on Durga Puja
৫. ক্রিসমাস বললেই আমাদের মনে আসে সান্তা ক্লজের কথা । সান্তা ক্লজ চরিত্রটির উৎপত্তি কার জীবনের ওপর ভিত্তি করে ?
৬. প্রচলিত মত অনুসারে যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করার জন্য ২৫ শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করা হয়। যীশু খ্রীষ্ট কত সালে জন্মগ্রহণ করেন?
আরও দেখে নাও : ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
৭. ক্রিসমাসের আরো একটি আকর্ষণীয় জিনিস হল ক্রিসমাস ট্রি । আধুনিক খ্রিস্টমাস ট্রীর প্রচলন প্রথম কোন দেশে শুরু হয় ?
৮. সান্তা ক্লজ গ্রাম কোন দেশে অবস্থিত ?
৯. ক্রিস্টমাসের সময় শিশুদের মধ্যে সান্তা কে উদ্দেশ্য করে চিঠি লেখার প্রচলন আছে । এই জন্য কানাডা তে সান্তা ক্লজের নামে একটি ভিন্ন পোস্টাল ঠিকানা তৈরি করা হয়েছে । এর পোস্টাল কোড কী?
১০. বর্তমানে ক্রিসমাস বহুল প্রচলিত হলেও, পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিসমাস পালন বেআইনি ছিল । ১৯০৭ সালে কোন মার্কিন রাজ্য শেষ রাজ্য হিসেবে ক্রিসমাস কে আইনি তরজা দেয় ?
To check our latest Posts - Click Here