General Knowledge Notes in BengaliNotes

UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা

United Nations Educational, Scientific and Cultural Organization

UNESCO – ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা

মন সব সময় তোমাদের বিভিন্ন বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য বিচলিত হয়ে থাকে। তাই বন্ধুরা, আজ আবার চলে এলাম UNESCO এর সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে।  ( UNESCO ইউনেস্কো – জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা )

UNESCO এর পরিচয় :

  • UNESCO হল জাতীয় সংঘের (United Nations ) অধীনে একটি বিশেষ সংস্থা। 
  • এর পুরো নাম ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ যার অর্থ হল ‘জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা’। 
  • শিক্ষা, কলা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসার ও উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ও নিরাপত্তার প্রচারই এই সংস্থার লক্ষ।

প্রতিষ্ঠাকাল : সংস্থাটি ১৯৪৫ সালের ১৬ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। 

সদর দফতর : ফ্রান্সের প্যারিস। 

ওয়েবসাইট : UNESCO

প্রথম ডিরেক্টর জেনারেল : ডাঃ জুলিয়ান হাক্সলি

বর্তমান ডিরেক্টর জেনারেল : অড্রে আজৌলে (২০১৭ থেকে বর্তমান- ২০২১) 

সদস্য : এখনও পর্যন্ত UNESCO-এর মোট সদস্য রাষ্ট্র ১৯৫টি (২০২১ এর বিচারে), যার মধ্যে সর্বশেষ ১৯৫তম সদস্য হিসাবে যুক্ত হয়েছে ফিলিস্তিন। 

দেখে নাও : ভারতের ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থানগুলির সম্পূর্ণ তালিকা

UNESCO-এর ইতিহাস :

  • ১৯৪২ সালের শুরুর দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি এবং তার মিত্রদের মোকাবেলা করা ইউরোপীয় দেশগুলির সরকার যুক্তরাজ্যে Conference of Allied Ministers of Education-এর (CAME) জন্য মিলিত হয়েছিল। 
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, তবুও সেসমস্ত ইউরোপীয় দেশগুলি শান্তি পুনরুদ্ধার করার পরে তাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উপায় খুঁজছিল।
  • প্রকল্পটি দ্রুত গতি লাভ করে এবং শীঘ্রই একটি সর্বজনীন চরিত্র অর্জন করে। 
  • মার্কিন যুক্তরাষ্ট্র সহ নতুন সরকারগুলি এতে যোগদানের সিদ্ধান্ত নেয়। 
  • ইতিমধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর। 
  • CAME-এর প্রস্তাবে, ১ থেকে ১৬ই নভেম্বর ১৯৪৫ সালে লন্ডনে একটি শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা (ECO/CONF) প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের একটি সম্মেলন আহ্বান করা হয়। 
  • সম্মেলনটি আয়োজনের সময়কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে মাত্র শেষ হয়েছিল।
  • সম্মেলনটি চল্লিশটি দেশের প্রতিনিধিদের একত্রিত করেছিল যারা অবশেষে সিদ্ধান্ত নিয়েছিল প্রকৃত শান্তির সংস্কৃতি মূর্তকারী একটি সংগঠন তৈরি করার।
  • এই সমস্ত প্রতিনিধিদের প্রচেষ্টায় “মানবজাতির বুদ্ধিবৃত্তিক ও নৈতিক সংহতি” প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে পরবর্তী অন্যকোনো বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব রোধ করার উদ্দেশ্যে এই নতুন সংগঠন UNESCO প্রতিষ্ঠিত হয়।

২০২১ সালে UNESCO এর “Intangible Cultural Heritage” লিস্টে স্থান পেয়েছে কলকাতার দুর্গাপুজো।
ধর্ম ও শিল্পের মেলবন্ধনের জন্য এই সম্মান পেয়েছে আমাদের সবার প্রিয় দূর্গাপুজো।

UNESCO-এর ডিরেক্টর জেনারেলের তালিকা :

নামদেশমেয়াদকাল
জুলিয়ান হাস্কলেযুক্তরাজ্য১৯৪৬ – ১৯৪৮
জৈমি তোরেস বোদেতমেক্সিকো১৯৪৮ – ১৯৫২
জন উইলকিন্সন টেলরযুক্তরাষ্ট্র১৯৫২ – ১৯৫৩
লুথার ইভান্সযুক্তরাষ্ট্র১৯৫৩ – ১৯৫৮
ভিত্তোরিনো ভেরোনেসেইতালি১৯৫৮ – ১৯৬১
রেনে মাহেউফ্রান্স১৯৬১ – ১৯৭৪
আমাদৌ-মাহতার এম’বোসেনেগাল১৯৭৪ – ১৯৮৭
ফেদেরিকো মেয়রজারাগোজাস্পেন১৯৮৭ – ১৯৯৯
কোইচিরো মাতসুরাজাপান১৯৯৯ – ২০০৯
ইরিনা বোকোভাবুলগেরিয়া২০০৯ – ২০১৭
আদ্রে আজুলেফ্রান্স২০১৭- বর্তমান(২০২১)
ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল

আরও দেখে নাও :

রাষ্ট্রপুঞ্জ | জাতিসংঘ | সম্মিলিত জাতিপুঞ্জ | United Nation

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও প্রতিষ্ঠা সাল

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button