NotesGeneral Knowledge Notes in Bengali

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা (১৯৬৫ – ২০২৩ )

List of Gyanpeeth Award Winners

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা

আজকে আমরা আলোচনা করবো জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা ( List of Gyanpeeth Award Winners ) নিয়ে । তবে সেই তালিকায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য নিয়ে।

জ্ঞানপীঠ পুরস্কার কি ?

জ্ঞানপীঠ হল ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান।

জ্ঞানপীঠ কথাটির অর্থ কি ?

সংস্কৃতে জ্ঞানপীঠ কথাটির অর্থ “জ্ঞানের বেদি”।

জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কোন সালে দেওয়া হয় ?

জ্ঞানপীঠ পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯৬৫ সালে।

প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান ?

প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান মালায়ালম সাহিত্যিক জি শঙ্কর কুরুপ ১৯৬৫ সালে।

২০২১ সালে ৫৭তম জ্ঞানপীঠ পুরস্কার কে পান ?

কোঙ্কনি ভাষার লেখক দামোদর মৌজো ২০২১ সালে ৫৭তম জ্ঞানপীঠ পুরস্কার পান ।

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

সালপুরস্কার প্রাপকভাষা
১৯৬৫জি শঙ্কর কুরুপমালয়ালম
১৯৬৬তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলা
১৯৬৭কুপ্পল্লি ভেঙ্কটপ্পাগৌড়া পুত্তপ্পাকন্নড়
১৯৬৭উমাশঙ্কর যোশীগুজরাতি
১৯৬৮সুমিত্রানন্দন পন্তহিন্দি
১৯৬৯ফিরাক গোরখপুরীউর্দু
১৯৭০বিশ্বনাথ সত্যনারায়ণতেলুগু
১৯৭১বিষ্ণু দেবাংলা
১৯৭২রামধারী সিং ‘দিনকর’হিন্দি
১৯৭৩দত্তাত্রেয় রামচন্দ্র বেন্দ্রেকন্নড়
১৯৭৩গোপীনাথ মোহান্তিওড়িয়া
১৯৭৪বিষ্ণু সখারাম খান্দেকরমারাঠি
১৯৭৫আকিলানতামিল
১৯৭৬আশাপূর্ণা দেবীবাংলা
১৯৭৭কে শিবরাম করন্থকন্নড়
১৯৭৮সচ্চিদানন্দ হীরানন্দ বাৎস্যায়ন ‘অজ্ঞেয়’হিন্দি
১৯৭৯বীরেন্দ্র কুমার ভট্টাচার্যঅসমীয়া
১৯৮০এস কে পোট্টেক্কাটমালয়ালম
১৯৮১অমৃতা প্রীতমপাঞ্জাবি
১৯৮২মহাদেবী বর্মাহিন্দি
১৯৮৩মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গারকন্নড়
১৯৮৪তকাজি শিবশঙ্কর পিল্লাইমালয়ালম
১৯৮৫পান্নালাল প্যাটেলগুজরাতি
১৯৮৬সচ্চিদানন্দ রাউত রায়ওড়িয়া
১৯৮৭বিষ্ণু বামন শিরওয়াদকর (কুসুমাগ্রজ)মারাঠি
১৯৮৮সি নারায়ণ রেড্ডিতেলুগু
১৯৮৯কুরাতুলেইন হায়দারউর্দু
১৯৯০বিনায়ক কৃষ্ণ গোকককন্নড়
১৯৯১সুভাষ মুখোপাধ্যায়বাংলা
১৯৯২নরেশ মেহতাহিন্দি
১৯৯৩সীতাকান্ত মহাপাত্রওড়িয়া
১৯৯৪ইউ আর আনন্দমূর্তিকন্নড়
১৯৯৫এম টি বাসুদেবন নায়ারমালয়ালম
১৯৯৬মহাশ্বেতা দেবীবাংলা
১৯৯৭আলি সর্দার জাফরিউর্দু
১৯৯৮গিরিশ কারণাডকন্নড়
১৯৯৯নির্মল বর্মাহিন্দি
১৯৯৯গুরদয়াল সিংপাঞ্জাবি
২০০০ইন্দিরা গোস্বামীঅসমীয়া
২০০১রাজেন্দ্র কেশবলাল শাহগুজরাতি
২০০২ডি জয়কান্থনতামিল
২০০৩বিন্দা করন্ডিকরমারাঠি
২০০৪রহমান রাহিকাশ্মীরি
২০০৫কুঁয়ার নারায়ণহিন্দি
২০০৬রবীন্দ্র কেলেকরকোঙ্কণি
২০০৬সত্যব্রত শাস্ত্রীসংস্কৃত
২০০৭ও এন ভি কুরুপমালয়ালম
২০০৮আখলাক মহম্মদ খানউর্দু
২০০৯অমর কন্টহিন্দি
২০০৯শ্রীলাল শুক্লাহিন্দি
২০১০চন্দ্রশেখর কম্বরকন্নড়
২০১১প্রতিভা রায়ওড়িয়া
২০১২রভুরি ভরদ্বাজতেলুগু
২০১৩কেদারনাথ সিংহিন্দি
২০১৪ভালচন্দ্র নেমাডেমারাঠি
২০১৫রঘুবীর চৌধুরীগুজরাতি
২০১৬শঙ্খ ঘোষবাংলা
২০১৮অমিতাভ ঘোষইংরাজি
২০১৯আক্কিথাম অছুতাম নাম্বুথিরিমালয়ালম
২০২০নীলমনি ফোকানঅসমীয়া
২০২১দামোদর মৌজোকোঙ্কনি 
List of Gyanpeeth Award Winners

২০২১ সালের জন্য সর্বশেষ জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ২০২৩ সালে ।

আরও দেখে নাও :

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী তালিকা – PDF

বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF

জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২১ PDF | National Sports Awards 2021

Download Section

  • File Name : জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকদের তালিকা
  • File Size : 1570 KB
  • No. of Pages : 04
  • Format : PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button