NotesGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম – কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয় – PDF
Which Organ is Called by What Name
বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম
দেওয়া রইলো প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম তালিকা । কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয় (Which Organ is called by what name ) তার একটি তালিকা দেওয়া রইলো ।
কোন অঙ্গানুকে কি বলে ডাকা হয়
নং | অঙ্গাণু | বিশেষ নাম |
---|---|---|
১ | কোষ | দেহের গঠনগত ও কার্যগত একক |
২ | মাইটোকন্ড্রিয়া | কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস |
৩ | লাইসোজোম | কোষের আত্মঘাতী থলি |
৪ | রাইবোজোম | কোষের প্রোটিন তৈরির কারখানা |
৫ | গলগি বডি | কোষের ট্রাফিক পুলিশ |
৬ | নিউক্লিয়াস | কোষের – প্রাণকেন্দ্র / কন্ট্রোল সেন্টার / ব্রেন |
৭ | এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম | কোষের পরিবহনতন্ত্র |
৮ | হরমোন | কেমিক্যাল মেসেঞ্জার |
৯ | যকৃৎ | দেশের ল্যাবরেটরি |
১০ | বৃক্ক | মানবদেহের ছাঁকনি |
১১ | পিট্যুইটারি | মাস্টার গ্লান্ড |
১২ | হাইপোথ্যালামাস | মাস্টার অফ মাস্টার গ্লান্ড |
১৩ | থাইরয়েড গ্রন্থি | এডামস আপেল |
১৪ | ক্রোমোজোম | বংশগতির ধারক ও বাহক |
১৫ | ক্লোরোপ্লাস্ট | কোষের রান্না ঘর |
১৬ | অ্যামাইনো অ্যাসিড | প্রোটিন তৈরির কাঁচামাল |
১৭ | হিমোগ্লোবিন | শরীরের রবিনহুড |
১৮ | RNA | প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট |
১৯ | প্লীহা | লোহিত রক্তকণিকার কবরস্থান |
২০ | শ্বেত রক্তকণিকা | দেহের আণুবীক্ষণিক সৈনিক |
২১ | ক্ল্যাভিকল | কলার বোন / বিউটি বোন |
২২ | কাফ পেশী ( Calf Muscles ) | দ্বিতীয় হৃদপিন্ড |
২৩ | পাকস্থলী | দ্বিতীয় ব্রেন |
আরও দেখে নাও :
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ তালিকা । Excretory Organs of Animals – PDF
Download Section :
- File Name : বিভিন্ন অঙ্গাণুর বিশেষ নাম
- File Size : 238 KB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Subject : Life Science, Biology
To check our latest Posts - Click Here