Exam Answer Key

WBP SI Preliminary 2021 Question Paper PDF with Answer Key

West Bengal Police SI Question Paper

WBP SI Preliminary 2021 Question Paper PDF with Answer Key

WBP SI Preliminary 2021 Question Paper PDF with Answer Key দেওয়া রইলো |
WBP SI প্রশ্নপত্র নিচের লিংক থেকে ডাউনলোড করে নাও ।

  • File Name : WBP Si Preliminary Question Paper
  • File Size : 22 MB
  • No. of Pages : 22
  • Format : PDF
  • Language : Bengali / English

Click Here to Download PDF

West Bengal Sub-Inspector 2021 – GK Answer Key

১. সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে “Absolute Zero তাপমাত্রা বলে বোঝানো হয় ?

(A) -237.15°C
(B) -373.15°C
(C) 0°C
(D) -273.15°C

উত্তর
(D) -273.15°C


২. ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়?

(A) অন্ধ্রপ্রদেশ
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

উত্তর
(D) কর্ণাটক


৩. হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি (National Police Academy) কার নামে নামাঙ্কিত?

(A) লালবাহাদুর শাস্ত্রী
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধী
(D) পণ্ডিত জওহরলাল নেহরু

উত্তর


৪. অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম की।

(A) মাইকোসিস
(B) মাইটোসিস
(C) মায়োসিস
(D) অ্যামাইটোসিস

উত্তর
(B) মাইটোসিস


৫. Torr কীসের Unit ?

(A) ভরবেগ (Momentum)
(B) কার্য (Work)
(C) বল (Force)
(D) চাপ (Pressure)

উত্তর
(D) চাপ (Pressure)


৬. ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

(A) NH 60
(B) NH 44
(C) NH 10
(D) NH 17

উত্তর
(B) NH 44


৭. কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়?

(A) লর্ড বেন্টিঙ্ক
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) লর্ড রিপন
(D) লর্ড কর্নওয়ালিস

উত্তর
(D) লর্ড কর্নওয়ালিস


৮. ‘Fire Ice’ বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়?

(A) প্রোপেন হাইডেট
(B) মিথিলিন হাইড্রেট
(C) ইথেন হাইড্রেট
(D) মিথেন হাইড্রেট

উত্তর
(D) মিথেন হাইড্রেট


৯. কার জীবনীর নাম ‘Romancing with life’?

(A) অমিতাভ বচ্চন
(B) রাজ কাপুর
(C) দেব আনন্দ
(D) দিলীপ কুমার

উত্তর
(C) দেব আনন্দ


১০. 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী (Provisional) সরকার গঠন করেন ?

(A) বার্লিন
(B) ব্যাঙ্কক
(C) সিঙ্গাপুর
(D) রেঙ্গুন

উত্তর
(C) সিঙ্গাপুর


১১. কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে ‘দেশনায়ক দিবস’ রূপে ঘোষণা করা হয়েছে?

(A) ঝাড়খণ্ড
(B) উড়িষ্যা
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার

উত্তর
(D) বিহার


১২. নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়?

(A) নিউমােনিয়া
(B) ইনফ্লুয়েঞ্জা
(C) ডিপথেরিয়া
(D) টাইফয়েড

উত্তর
(B) ইনফ্লুয়েঞ্জা


১৩. 29. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম ‘Green Hydrogen’ প্লান্টটি কোথায় স্থাপিত হবে ?

(A) পারাদ্বীপ তৈলশােধনাগার
(B) জামনগর তৈলশােধনাগার
(C) হলদিয়া তৈলশােধনাগার
(D) মথুরা তৈলশােধনাগার

উত্তর


১৪. 4 ঘটিকার বৃষ্টি (4o’clock rain) নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় ?

(A) ইয়াংসে অববাহিকায়
(B) হােয়াংহাে অববাহিকায়
(C) নীলনদের অববাহিকায়
(D) অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়

উত্তর
(D) অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়


১৫. বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’কোন লিপিতে লেখা হয়েছিল?

(A) সংস্কৃত
(B) হিন্দি
(C) বাংলা
(D) পালি

উত্তর


১৬. 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনাগর পুরস্কার লাভ করেছেন?

(A) প্রফেসর সূর্যেন্দু দত্ত
(B) প্রফেসর রজতশুভ্র হাজরা
(C) প্রফেসর জ্যোতির্ময়ী দাস
(D) প্রফেসর সুরজিত ধারা

উত্তর
(C) প্রফেসর জ্যোতির্ময়ী দাস


১৭. ‘ধূমকেতু’কার ছদ্মনাম ছিল?

(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সত্যজিৎ রায়
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) কাজি নজরুল ইসলাম

উত্তর
(D) কাজি নজরুল ইসলাম


১৮. ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কী বলা হয়?

(A) Stalking
(B) E-bombing
(C) Phishing
(D) Bullying

উত্তর


১৯. মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না ?

(A) কৈশিক
(B) মস্তিষ্ক
(C) শিরা
(D) ধমনী

উত্তর
(D) ধমনী


২০. সম্প্রতি বিশ্বের এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) টেবিল টেনিস
(B) কুস্তি
(C) কবাডি
(D) তিরন্দাজি

উত্তর
(D) তিরন্দাজি


২১. সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকনমিক ফোরামে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ লাভ করেছেন?

(A) করিনা কাপুর
(B) অনুষ্কা শর্মা
(C) দীপিকা পাড়ুকোন
(D) প্রিয়াঙ্কা চোপড়া

উত্তর
(C) দীপিকা পাড়ুকোন


২২. ‘মুদ্রারাক্ষস’ নাটকটির রচয়িতা কে?

(A) বিশাখদত্ত
(B) কলহন
(C) কালিদাস
(D) শূদ্রক

উত্তর
(A) বিশাখদত্ত


২৩. ‘সানরাইজ ইন্ডাস্ট্রি ‘ বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় ?

(A) পরিবহণ শিল্প
(B) নির্মাণ শিল্প
(C) কম্পিউটার শিল্প
(D) পেট্রোকেমিক্যাল শিল্প

উত্তর
(D) পেট্রোকেমিক্যাল শিল্প


২৪. ভারতে সঞ্চিত কয়লার ৪০% কোথায় সঞ্চিত আছে?

(A) মহানদী অববাহিকায়
(B) গােদাবরী অববাহিকায়
(C) শােন অববাহিকায়
(D) দামােদর অববাহিকায়

উত্তর


২৫. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী?

(A) গােদাবরী নদী
(B) কাবেরী নদী
(C) ব্রহ্মপুত্র নদ
(D) কৃষ্ণা নদী

উত্তর
(D) কৃষ্ণা নদী


২৬. নিম্নোক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয় ?

(A) যকৃৎ
(B) অগ্ন্যাশয়
(C) পিটুইটারি
(D) থাইরয়েড

উত্তর
(B) অগ্ন্যাশয়


২৭. কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করা হয় ?

(A) 1969
(B) 1989
(C) 1979
(D) 1999

উত্তর
(B) 1989


২৮. তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন?

(A) সতীশ চন্দ্র সামন্ত
(B) বীরেন শাসমল
(C) সুশীল ধারা
(D) অজয় মুখার্জী

উত্তর
(A) সতীশ চন্দ্র সামন্ত


২৯. বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত?

(A) 6 বছর
(B) 5 বছর
(C) 2 বছর
(D) 3 বছর

উত্তর
(A) 6 বছর


৩০. ‘INDRA 2021’সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা?

(A) জাপান
(B) সিঙ্গাপুর
(C) ভারত
(D) রাশিয়া

উত্তর
(D) রাশিয়া


৩১. নিম্নোক্ত কোনটি একটি বামনগ্রহ’ নয়?

(A) সিরেস
(B) ইরিস
(C) নেপচুন
(D) প্লুটো

উত্তর
(C) নেপচুন


৩২. মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত?

(A) সুবর্ণরেখা
(B) তুঙ্গভদ্রা
(C) কংসাবতী
(D) মহানদী.

উত্তর
(A) সুবর্ণরেখা


৩৩. নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি ?

(A) অসলো
(B) আক্রা
(C) দামাস্কাস
(D) ক্যানবেরা

উত্তর
(C) দামাস্কাস


৩৪. ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?

(A) নাগাল্যান্ড
(B) মধ্যপ্রদেশ
(C) মেঘালয়
(D) মিজোরাম

উত্তর
(D) মিজোরাম


৩৫. প্রথম ‘পদ্মবিভূষণ’ পুরস্কারের প্রাপক কে ছিলেন?

(A) ডঃ বীরভান ভাটিয়া
(B) পণ্ডিত জওহরলাল নেহরু
(C) সত্যেন্দ্রনাথ বোস
(D) নন্দলাল বোস

উত্তর
(C) সত্যেন্দ্রনাথ বোস


৩৬. ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইনবিষয়ক কর্মকর্তা কে?

(A) সলিসিটর জেনারেল
(B) আইন বিভাগের সেক্রেটারি জেনারেল
(C) অ্যাটর্নি জেনারেল
(D) অ্যাডভােকেট জেনারেল

উত্তর
(D) অ্যাডভােকেট জেনারেল


৩৭. সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে?

(A) হরিয়ানা
(B) তামিলনাড়
(C) গুজরাট
(D) মধ্যপ্রদেশ

উত্তর
(B) তামিলনাড়


৩৮. যদি ব্যারােমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয়, তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়?

(A) রৌদ্রকরােজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা
(B) পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা
(C) বৃষ্টির সম্ভাবনা
(D) ঝড়ের সম্ভাবনা

উত্তর
(D) ঝড়ের সম্ভাবনা


৩৯. ‘পম্পাস’ তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় ?

(A) উত্তর আমেরিকা
(B) দক্ষিণ আমেরিকা
(C) আফ্রিকা
(D) এশিয়া

উত্তর
(B) দক্ষিণ আমেরিকা


৪০. কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন?

(A) সাইখােম মীরাবাই চানু
(B) লভলীনা বড়গোঁহাই
(C) পি.ভি. সিন্ধু
(D) পি.টি, ঊষা

উত্তর
(C) পি.ভি. সিন্ধু


৪১. নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর?

(A) মুম্বাই
(B) কোচিন
(C) হলদিয়া
(D) কান্ডালা

উত্তর
(D) কান্ডালা


৪২. নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ‘জগৎ শেঠ’ নামাঙ্কিত হয়েছিলেন?

(A) খােজা ওয়াজিদ
(B) উমিচাদ
(C) ফটিকাদ
(D) মানিকচঁাদ

উত্তর


৪৩. নিম্নলিখিত কোন Browser টির সাহায্যে Dark web access করা যায় ?

(A) আই ও এস
(B) টর
(C) লিন্যাক্স
(D) গুগল ক্রোম

উত্তর
(B) টর


৪৪. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত?

(A) তেলেঙ্গানা
(B) মহারাষ্ট্র
(C) উড়িষ্যা
(D) মধ্যপ্রদেশ

উত্তর
(B) মহারাষ্ট্র


৪৫. কলকাতাকে ‘আলিনগর’ নামকরণ কে করেছিলেন?

(A) মীরকাশিম
(B) বাহাদুর শাহ আলম
(C) মীরজাফর
(D) সিরাজ উদ দৌল্লা

উত্তর
(D) সিরাজ উদ দৌল্লা


৪৬. সাম্প্রতিককালে ফোনে আড়িপাতার জন্য ‘পেগাসাস’ নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযােগ উঠেছে, সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) কানাডা
(D) ইজরায়েল

উত্তর
(D) ইজরায়েল


৪৭. নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী ?

(A) ব্রহ্মপুত্র
(B) গােদাবরী
(C) সিন্ধু
(D) গঙ্গা

উত্তর
(A) ব্রহ্মপুত্র


৪৮. পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) টেবল টেনিস
(B) ক্রিকেট
(C) লন টেনিস
(D) ব্যাডমিন্টন

উত্তর
(A) টেবল টেনিস


৪৯. তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত?

(A) রবি
(B) ইছামতী
(C) ইরাবতী
(D) গঙ্গা

উত্তর
(D) গঙ্গা


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button