NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা – PDF
Folk Arts of Different States of India
ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা
“নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান ” – ভারত এক বৈচিত্রময় দেশ। পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের বিভিন্ন প্রান্তে সংস্কৃতির বিভিন্ন ছোঁয়া দেখতে পাওয়া যায়। কিন্তু এই বৈচিত্র শুধুমাত্র ভাষা ও পরিধানেই সীমিত নয়। ভারতের বিভিন্ন রাজ্যে দেখা যায় বিভিন্ন ধরণের চিত্রশৈলী বা চিত্র কলা। শিল্পীর মনের ভাব ফুটে ওদের তাদের প্রাদেশিক চিত্রশৈলীতে, লোকশিল্পে । আজকে আমাদের আলোচ্য বিষয় “ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা – লোকশিল্প তালিকা” (Folk Arts of Different States of India ) ।
বিভিন্ন রাজ্যের লোকশিল্প তালিকা
নং | অবস্থান | চিত্র শৈলী |
---|---|---|
১ | লেহ, লাদাখ | তিবেতিয়ান ও থাংকা |
২ | সিকিম | থাংকা |
৩ | পাঞ্জাব | শিখ স্কুল আর্ট, মুদওয়াল |
৪ | অরুণাচল প্রদেশ | থাংকা |
৫ | হরিয়ানা | রাজপূত স্কুল অফ আর্ট, কলায়ত, কৈথাল, রোহতাক |
৬ | নাগাল্যান্ড | নাগাল্যান্ড ক্লথ পেইন্টিংস |
৭ | গোয়া | গোয়া ফক আর্ট |
৮ | কর্ণাটক | চিত্তারা, গন্জীফা, মাইশোর স্টাইল, সমাবশরণ |
৯ | আসাম | অসমীয়া স্ক্রল পেইন্টিং, আসাম লোক পেইন্টিং |
১০ | জম্মু ও কাশ্মীর | কাগজের মাচা, বাশোলী |
১১ | মহারাষ্ট্র | ওয়ারলী, পিঙ্গুলী চিত্রকাঠি |
১২ | তামিলনাড়ু | তাঞ্জোর, মাইকা, ম্যুরাল পেইন্টিং |
১৩ | উত্তর প্রদেশ | সাঁঝি, আইপান, মিনিয়েচার আর্ট |
১৪ | হিমাচল প্রদেশ | কাংড়া, চাম্বা |
১৫ | উত্তরাখন্ড | গাড়ওয়াল স্কুল অফ আর্ট, আইপান, পীঠ |
১৬ | কেরালা | কেরেলা ম্যুরাল, কথাকলি বডি পেইন্টিং, থেয়্যাম, কালামেঝুথু |
১৭ | দাদরা নগর হাভেলি ও দমন দিউ | ওয়ারলী |
১৮ | লক্ষদ্বীপ | লক্ষদ্বীপ শেল ক্রাফট |
১৯ | মনিপুর | মণিপুর পাথরের কালো মৃৎপাত্র, কাঠ খোদাই |
২০ | মেঘালয় | মেঘালয় কার্ট এবং বাঁশের কারুকাজ |
২১ | পুদুচেরি | পুদুচেরি বোমাই |
২২ | অন্ধ্রপ্রদেশ | কলমকারি, লেদার পাপেট্রি, তিরুপতি স্কুল অফ পেইন্টিং, আদিবাসী কোলাম পেইন্টিং |
২৩ | তেলেঙ্গানা | চেরিয়াল স্ক্রলস, নির্মল আর্টস, ডেক্কানি পেইন্টিংস, কলমকারি |
২৪ | ওড়িশা | পট্টচিত্র, চিত্রপোথি, ম্যুরাল পেইন্টিং, সৌরা, সাঁওতাল |
২৫ | বিহার | বিহার মধুবনী, মাইকা, সাঁওতাল, মঞ্জুষা পাটনা কালাম |
২৬ | ছত্তিশগড় | ডোকরা, পিথোরা, গোধনা |
২৭ | গুজরাট | মাতা নি পাচেদি, গুজরাট লোকচিত্র , রাথওয়া, রোগান, পিথোরা |
২৮ | মধ্যপ্রদেশ | গোন্ড, ভীল, মান্দানা, সাঁঝি, থাপা, পিথোরা |
২৯ | পশ্চিমবঙ্গ | পটুয়া, চাকসুদন, পোড়ামাটির প্লেট ওয়ার্ক, মেদিনীপুরের লোকচিত্র, কালীঘাট চিত্রকর্ম, বেঙ্গল স্ক্রল |
৩০ | ঝাড়খণ্ড | ধোকরা আর্ট, পাইটকার, জাদোপাতিয়া পেইন্টিংস, সোহরাই আর্ট, কোহভার আর্ট, গাঞ্জু আর্ট, রানা, তেলি এবং প্রজাপতি আর্ট, কুর্মি আর্ট, মুন্ডাস আর্ট, তুরি আর্ট, বিরহর এবং ভুইয়া আর্ট, ঘাটওয়াল আর্ট |
৩১ | রাজস্থান | রাজস্থান মিনিয়েচার আর্ট, ফাড, পিচওয়াই, মীনাকারি, জয়পুর আর্ট, মারওয়ার আর্ট, মেওয়ার আর্ট, বিকানের আর্ট, বুন্দি এবং কোটা, কৃষ্ণগড়, ধেনু, কাভাদ, মোলেলা যোগী |
আরও দেখে নাও :
ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India
Download Section
- File Name : ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী
- File Size : 231 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here