NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা – PDF

Folk Arts of Different States of India

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা তালিকা

নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান ” – ভারত এক বৈচিত্রময় দেশ। পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতের বিভিন্ন প্রান্তে সংস্কৃতির বিভিন্ন ছোঁয়া দেখতে পাওয়া যায়। কিন্তু এই বৈচিত্র শুধুমাত্র ভাষা ও পরিধানেই সীমিত নয়। ভারতের বিভিন্ন রাজ্যে দেখা যায় বিভিন্ন ধরণের চিত্রশৈলী বা চিত্র কলা। শিল্পীর মনের ভাব ফুটে ওদের তাদের প্রাদেশিক চিত্রশৈলীতে, লোকশিল্পে । আজকে আমাদের আলোচ্য বিষয় “ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী – চিত্রকলা – লোকশিল্প তালিকা” (Folk Arts of Different States of India ) ।

বিভিন্ন রাজ্যের লোকশিল্প তালিকা

নংঅবস্থানচিত্র শৈলী
লেহ, লাদাখতিবেতিয়ান ও থাংকা
সিকিম থাংকা
পাঞ্জাবশিখ স্কুল আর্ট, মুদওয়াল
অরুণাচল প্রদেশ থাংকা
হরিয়ানারাজপূত স্কুল অফ আর্ট, কলায়ত, কৈথাল, রোহতাক
নাগাল্যান্ডনাগাল্যান্ড ক্লথ পেইন্টিংস
গোয়াগোয়া ফক আর্ট
কর্ণাটকচিত্তারা, গন্জীফা, মাইশোর স্টাইল, সমাবশরণ
আসামঅসমীয়া স্ক্রল পেইন্টিং, আসাম লোক পেইন্টিং
১০জম্মু ও কাশ্মীরকাগজের মাচা, বাশোলী
১১মহারাষ্ট্রওয়ারলী, পিঙ্গুলী চিত্রকাঠি
১২তামিলনাড়ুতাঞ্জোর, মাইকা, ম্যুরাল পেইন্টিং
১৩উত্তর প্রদেশসাঁঝি, আইপান, মিনিয়েচার আর্ট
১৪হিমাচল প্রদেশকাংড়া, চাম্বা
১৫উত্তরাখন্ডগাড়ওয়াল স্কুল অফ আর্ট, আইপান, পীঠ
১৬কেরালাকেরেলা ম্যুরাল, কথাকলি বডি পেইন্টিং, থেয়্যাম, কালামেঝুথু
১৭দাদরা নগর হাভেলি ও দমন দিউ ওয়ারলী
১৮লক্ষদ্বীপলক্ষদ্বীপ শেল ক্রাফট
১৯মনিপুরমণিপুর পাথরের কালো মৃৎপাত্র, কাঠ খোদাই
২০মেঘালয়মেঘালয় কার্ট এবং বাঁশের কারুকাজ
২১পুদুচেরিপুদুচেরি বোমাই
২২অন্ধ্রপ্রদেশকলমকারি, লেদার পাপেট্রি, তিরুপতি স্কুল অফ পেইন্টিং, আদিবাসী কোলাম পেইন্টিং
২৩তেলেঙ্গানাচেরিয়াল স্ক্রলস, নির্মল আর্টস, ডেক্কানি পেইন্টিংস, কলমকারি
২৪ওড়িশাপট্টচিত্র, চিত্রপোথি, ম্যুরাল পেইন্টিং, সৌরা, সাঁওতাল
২৫বিহারবিহার মধুবনী, মাইকা, সাঁওতাল, মঞ্জুষা পাটনা কালাম
২৬ছত্তিশগড়ডোকরা, পিথোরা, গোধনা
২৭গুজরাটমাতা নি পাচেদি, গুজরাট লোকচিত্র , রাথওয়া, রোগান, পিথোরা
২৮মধ্যপ্রদেশগোন্ড, ভীল, মান্দানা, সাঁঝি, থাপা, পিথোরা
২৯পশ্চিমবঙ্গপটুয়া, চাকসুদন, পোড়ামাটির প্লেট ওয়ার্ক, মেদিনীপুরের লোকচিত্র, কালীঘাট চিত্রকর্ম, বেঙ্গল স্ক্রল
৩০ঝাড়খণ্ডধোকরা আর্ট, পাইটকার, জাদোপাতিয়া পেইন্টিংস, সোহরাই আর্ট, কোহভার আর্ট, গাঞ্জু আর্ট, রানা, তেলি এবং প্রজাপতি আর্ট, কুর্মি আর্ট, মুন্ডাস আর্ট, তুরি আর্ট, বিরহর এবং ভুইয়া আর্ট, ঘাটওয়াল আর্ট
৩১রাজস্থানরাজস্থান মিনিয়েচার আর্ট, ফাড, পিচওয়াই, মীনাকারি, জয়পুর আর্ট, মারওয়ার আর্ট, মেওয়ার আর্ট, বিকানের আর্ট, বুন্দি এবং কোটা, কৃষ্ণগড়, ধেনু, কাভাদ, মোলেলা যোগী
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পকর্ম তালিকা

আরও দেখে নাও :

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য তালিকা – PDF

বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎসব তালিকা – PDF

ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ

ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

Download Section

  • File Name : ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী
  • File Size : 231 KB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button