Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় সংবিধান দিবস । Constitution Day of India

Constitution Day of India

ভারতীয় সংবিধান দিবস

আজ ২৬শে নভেম্বর । ভারতীয় সংবিধান দিবস । আজকের দিনেই ১৯৪৯ সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটিকে স্মরণে রেখে ২০১৫ সালের ১৯শে নভেম্বর কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি দিয়ে ২৬শে নভেম্বর দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে।

আসুন সংবিধান দিবসে দেখে নিয়ে ভারতের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।

১. ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছিলো ২ বছর ১১ মাস ১৭দিন । খরচ হয়েছিল প্রায় ৬৪ লক্ষ ভারতীয় মুদ্রা ।

২. ভারতের মূল সংবিধান লেখা হয়েছিল হিন্দি ও ইংরেজি ভাষায়। এই দুটি ভাষার লিখিত সংবিধান দুটিতে স্বাক্ষর করেছিল গণপরিষদের সকল সদস্য।

৩. ভারতীয় সংবিধানকে অনেক সময় ‘bag of borrowings’ বলা হয়ে থাকে কারণ বিভিন্ন দেশের সংবিধান অনুসরণ করে এই সংবিধানটি লেখা হয়েছিল ।

দেখে নাও : ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF । Sources of Indian Constitution

৪. ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। উল্লেখ্য যে মোনাকোর সংবিধান হল বিশ্বের ক্ষুদ্রতম লিখিত সংবিধান এবং ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই ।

৫. ভারতের সংবিধানের জনক ড: বি আর আম্বেদকর নিজেই ভারতীয় সংবিধান জ্বালিয়ে দেবার কথা বলেন। তিনি বলেছিলেন “I am quite prepared to say that I shall be the first person to burn it out. I do not want it.”

৬. ভারতীয় মূল সংবিধানটি ছিল সম্পূর্ণ হাতে লেখা। এটি লিখেছিলেন প্রেম বিহারি নারায়ণ রাইজাদা

৭. মূল সংবিধানের প্রতিটি পাতার নকশা করেছিলেন শান্তিনিকেতনের শিল্পীরা। আর এই শিল্পীদের দলের দায়িত্বে ছিলেন নন্দলাল বসু।

৮. ভারতের আসল সংবিধানটি সংসদ ভবনে হিলিয়াম গ্যাস পূর্ণ একটি পাত্রে রাখা রয়েছে যাতে সেটি নষ্ট হয়ে না যেতে পারে।

৯. ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল ২৬শে জানুয়ারী ১৯৫০ সাল থেকে।

১০. সংবিধান গৃহীত হওয়ার সময় সংবিধানে ছিল ২২টি পার্ট, ৩৯৫টি আর্টিকেল, ৮টি তফসিল।

দেওয়া রইলো ভারতীয় সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পোস্ট :

ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী তালিকা – PDF

ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল – PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download

ভারতীয় সংবিধানের ১২টি তফসিল (Schedule ) ও তার আলোচ্য বিষয় – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button