Pedagogy MCQ

১০০টি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর PDF

Child Study and Child Psychology PDF in Bengali

Child Psychology Important Question Answer For Tet

৪১. I.Q.U সুত্রটি হল –

(A) Mental age /Chronogical
(B) Mental age/ Choronological 100
(C) Chronological /Mental Age 100
(D) None of these

উত্তর
(C) Chronological /Mental Age 100


৪২. IQ 80 -90 বলতে বোঝায় –

(A) শিশুটি ভোগাস
(B) শিশুটি অবুঝ
(C) শিশুটি বুদ্ধিদীপ্ত
(D) শিশুটি বোকাটে

উত্তর
(D) শিশুটি বোকাটে


৪৩. কোন শিশুর বুদ্ধাঙ্ক ১৪০ এর উপর হলে শিশুটি –

(A) শিশুটি প্রখর বুদ্ধি সম্পন্ন
(B) খুব ভালো বুদ্ধি সম্পন্ন
(C) মাঝারি বুদ্ধি সম্পন্ন
(D) কোনটিই নয়

উত্তর
(A) শিশুটি প্রখর বুদ্ধি সম্পন্ন


৪৪. ভালো বুদ্ধাঙ্ক অভিক্ষার নিচে কোন গুনটি যুক্ত নয় ?

(A) উদ্দেশ্য
(B) ভবিষ্যৎমুখিতা
(C) স্থায়িত্ব
(D) সফলতা ও ব্যর্থতা

উত্তর
(D) সফলতা ও ব্যর্থতা


৪৫. ট্যারম্যানের শ্রেনী বিভাগ অনুযায়ী শিশুর বুদ্ধাঙ্কের মাত্রা –

(A) ৪ ভাগে বিভক্ত
(B) ৯ ভাগে বিভক্ত
(C) ১০ ভাগে বিভক্ত
(D) কোনটিই নয়

উত্তর
(C) ১০ ভাগে বিভক্ত


৪৬. শিশু আধো আধো স্বরে কথা বলে –

(A) ২ মাস
(B) ৪ – ৬ মাস
(C) ৪ মাস
(D) ১২ মাস

উত্তর
(B) ৪ – ৬ মাস


৪৭. শিশু ছোট ছোট বাক্যে কথা বলতে শেখে –

(A) ২-৩ বছর বয়সে
(B) ১৮ বছর বয়সে
(C) ২ বছর বয়সে
(D) ৬ – ৮ বছর বয়সে

উত্তর
(A) ২-৩ বছর বয়সে


৪৮. শিশুর ভাষার বিকাশের সূচনা হয় –

(A) জন্মাবার অব্যবহিত পরে
(B) ২ – ৪ মাস বয়সে
(C) ১২ বছর বয়সে
(D) ৪-৬ মাস বয়সে

উত্তর
(D) ৪-৬ মাস বয়সে


৪৯. প্রকৃত ভাষার ব্যবহার করতে শেখে শিশু –

(A) ১/২ বছর বয়সে
(B) ১ বছর বয়সে
(C) ২ বছর বয়সে
(D) ৪ বছর বয়সে

উত্তর
(A) ১/২ বছর বয়সে


৫০. শিশুর চিন্তন নির্ভর করে –

(A) বিমূর্ত সংকেত নিয়ে আলোচনা করার উপর
(B) মূর্ত সংকেত নিয়ে আলোচনা করার উপর
(C) উভয় সংকেত নিয়ে আলোচনা করার উপর
(D) কোনটিই নয়

উত্তর
(A) বিমূর্ত সংকেত নিয়ে আলোচনা করার উপর


৫১. শিশু চিন্তা করতে পারে না কারন –

(A) শিশুদের যুক্তির ক্ষমতা থাকে না
(B) শিশুদের বুদ্ধি থাকে না।
(C) শিশুরা কৌতুহলি প্রবন
(D) কোনটিই নয়

উত্তর
(A) শিশুদের যুক্তির ক্ষমতা থাকে না


৫২. শিশুর চিন্তার বিকাশের স্তর গুলি হল –

(A) তিন ভাগে বিভক্ত
(B) দুই ভাগে বিভক্ত
(C) চার ভাগে বিভক্ত
(D) পাঁচ ভাগে বিভক্ত

উত্তর
(A) তিন ভাগে বিভক্ত


৫৩. শিশুর চিন্তন ক্ষমতা বৃদ্ধি পেলে –

(A) সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়
(B) অনেক দ্রুত কথাবার্তা বলতে পারে
(C) বুদ্ধির বিকাশ হয়
(D) কোনটিই নয়

উত্তর
(A) সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়


৫৪. নিচের কোন বিষয়টি দ্বারা সমাজে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় ?

(A) শ্রমবিভাজন
(B) সৌন্দর্য
(C) বর্ন
(D) কোনটিই নয়

উত্তর
(A) শ্রমবিভাজন


৫৫. নারীদের ভূমিকার উপর নিচের কোন প্রতিষ্ঠান প্রাধান্য বিস্তার করে না ?

(A) পরিবার
(B) সম্প্রদায়
(C) সমাজ
(D) কোনটিই নয়

উত্তর
(D) কোনটিই নয়


৫৬. নিচের কোন বিষয়টি সমাজ গঠনে নারীর ভূমিকা স্বীকার করে না ?

(A) মেয়েদের দ্বারা রাজনীতি সম্ভব নয়
(B) মেয়েরা ছেলেদের মতাে সব কাজেই সমান পারদর্শী
(C) মেয়েরা সকল সমস্যা সমাধান করে
(D) কোনটিই নয় ।

উত্তর
(B) মেয়েরা ছেলেদের মতাে সব কাজেই সমান পারদর্শী


৫৭. বর্তমান সমাজ ব্যবস্থা মেয়েদের প্রতি অনেক বেশি –

(A) নমনীয়
(B) কঠোর
(C) দুটোই নমনীয় ও কঠোর
(D) কোনটিই নয়

উত্তর
(A) নমনীয়


৫৮. বর্তমান সমাজে রাজনীতিতে মেয়েরা সক্রিয় ভুমিকা –

(A) পালন করে
(B) মধ্যপন্থা অবলম্বন করে
(C) নিক্রিয় থাকে
(D) কোনটিই নয়

উত্তর
(A) পালন করে


৫৯. অতীতে শিক্ষাক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে –

(A) বেশি সুযোগ সুবিধা ভোগ করত
(B) তুলনা মূলক কম সুযোগ সুবিধা ভোগ করত
(C) সমান সুযোগ সুবিধা ভোগ করত
(D) কোনটিই নয়

উত্তর
(B) তুলনা মূলক কম সুযোগ সুবিধা ভোগ করত


৬০. শিশুর মধ্যে একক পার্থক্য নিচের কোন বিষয়টির সাথে যুক্ত নয় ?

(A) সৃজনশীলতা ও চিন্তা করা
(B) সামাজিক ভয়
(C) বৃদ্ধি
(D) কথা বলার অক্ষমতা

উত্তর
(A) সৃজনশীলতা ও চিন্তা করা


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button