Pedagogy MCQ

১০০টি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর PDF

Child Study and Child Psychology PDF in Bengali

প্রাইমারি টেট শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

২১. শিশুর ক্রমবিকাশের হার সব সময়-

(A) একই থাকে না
(B) একই থাকে
(C) যেকোন সময় হ্রাস বা বৃদ্ধি ঘটে
(D) কোনটিই নয়

উত্তর
(C) যেকোন সময় হ্রাস বা বৃদ্ধি ঘটে


২২. নিচের কোন বিষয়টি শিশুর ক্রমবিকাশের অন্তর্গত নয় ?

(A) ভবিষ্যৎ মুখীতা
(B) পৃথক পাথ্যর্কী করন
(C) বংশগতি ও পরিবেশের প্রভাব
(D) ক্রমবিকাশ হবে একমুখী

উত্তর
(D) ক্রমবিকাশ হবে একমুখী


২৩. শিশুর বিকাশের অগ্রসরতা –

(A) কেন্দ্র থেকে পরিধির দিকে
(B) পরিধি থেকে কেন্দ্রের দিকে
(C) ক ও খ
(D) কোনটিই নয়

উত্তর
(A) কেন্দ্র থেকে পরিধির দিকে


২৪. ৪ থেকে ৬ মাস বয়সে শিশুর ওজন থাকে –

(A) ৪ থেকে ৫ কেজি
(B) ৪.০ কেজি
(C) ৬.৭ কেজি
(D) ৭.৪ কেজি

উত্তর
(C) ৬.৭ কেজি


২৫. শিশুর বিকাশ হয়না –

(A) বার্ধক্য স্তরে
(B) প্রসবের সময়
(C) প্রাক জন্ম
(D) কোনটিই নয়

উত্তর
(B) প্রসবের সময়


২৬. শিশু যখন পৃথিবীতে আসে –

(A) তখন সে সামাজিক
(B) অসামাজিক
(C) না সামাজিক না অসামাজিক
(D) কোনটিই নয়

উত্তর
(B) অসামাজিক


২৭. শিশুর সামাজিক বিকাশ হয় –

(A) সামাজিকী করনের মাধ্যমে
(B) সামাজিক পরিনমনের
(C) সাধারন বিকাশের নিয়মে
(D) কোনটিই নয়

উত্তর
(A) সামাজিকী করনের মাধ্যমে


২৮. নিচর কোনটি শিশুর সামজিকীকরনের মাধ্যম ?

(A) পরিবার
(B) সহপাঠী
(C) বিদ্যালয়
(D) পরামর্শ

উত্তর
(A) পরিবার


২৯. শিশুর সামাজিক স্তর বিকাশে যে বিষয়টি সবচেয়ে বেশী ভূমিকা পালন করে –

(A) পরিবার
(B) সহপাঠী
(C) সামাজিক পরিবেশ
(D) বিদ্যালয়

উত্তর
(D) বিদ্যালয়


৩০. জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের জনক হলেন –

(A) পিয়াজে
(B) স্কিনার
(C) রাউডি
(D) কেউ নন

উত্তর
(C) রাউডি


৩১. পিয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরটি বিভক্ত –

(A) চারটি
(B) পাঁচটি
(C) ছয়টি
(D) সাতটি

উত্তর
(B) পাঁচটি


৩২. পিয়াজের বাস্তব অভিজ্ঞতার স্তর কোন স্তরে বিভক্ত ?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) চতুর্থ
(D) কোনটিই নয়

উত্তর
(A) প্রথম


৩৩. বিভিন্ন আবর্ত ক্রিয়ার মধ্যে সমন্বয় ঘটিয়ে নতুন নতুন আচরন সম্পাদনের ক্ষমতা অর্জন –

(A) ৮ – ১২ মাস বয়সে
(B) ১২ – ১৮ মাস বয়সে
(C) ৫ – ৮ মাস বয়সে
(D) কোনটি নয়

উত্তর
(A) ৮ – ১২ মাস বয়সে


৩৪. কোহলবার্গের তত্ত্বটি শিশুর যে বিকাশের সঙ্গে যুক্ত সেটি হল –

(A) মানসিক বিকাশ
(B) জ্ঞানমূলক বিকাশ
(C) নৈতিক বিকাশ
(D) কোনটিই নয়

উত্তর
(C) নৈতিক বিকাশ


৩৫. পিয়াজের নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর কোন স্তরের অন্তর্গত ?

(A) প্রথম
(B) চতুর্থ
(C) তৃতীয়
(D) দ্বিতীয় স্তর

উত্তর
(A) প্রথম


৩৬. ‘শিখন ক্ষমতা ও অভিজ্ঞতা মূলক আচরন অর্জনের সুবিধা গ্রহনের ক্ষমতা হল বুদ্ধি’- উক্তিটি কার?

(A) কেলভিন এর
(B) ডিয়ার বোন এর
(C) এডোয়ার্ড
(D) কোনটিই নয়

উত্তর
(B) ডিয়ার বোন এর


৩৭. বুদ্ধির ‘দ্বি উপাদন তত্ত্বের’ প্রবক্তা হলেন –

(A) থর্নডাইক
(B) চালর্স ম্পিয়ার ম্যান
(C) চোহান বার্গ
(D) থমসন

উত্তর
(B) চালর্স ম্পিয়ার ম্যান


৩৮. বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তা হলেন –

(A) থমসন
(B) স্পিয়ারম্যান
(C) কোহলবার্গ
(D) থর্নডাইক

উত্তর
(A) থমসন


৩৯. বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি যুক্ত নয় ?

(A) বিনে – সাইমনের অভিক্ষা
(B) স্ট্যানফোর্ড সংস্করন অভীক্ষা
(C) কোহালবার্গের অভীক্ষা
(D) কোনটিই নয়

উত্তর
(C) কোহালবার্গের অভীক্ষা


৪০. “Intelligance is the ability to think in terms of abstruct ideas” উক্তিটি কার ?

(A) টার্মেন এর
(B) বার্ট এর
(C) ডেভিড এর
(D) কোনটিই নয়

উত্তর
(A) টার্মেন এর


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5Next page
Telegram

Related Articles

Back to top button