250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK
Assam Gk Question Answer in Bengali
Assam GK Quiz
১২১. আসাম গ্যাস ক্র্যাকার প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল কবে ?
(A) জানুয়ারী ২০০১
(B) এপ্রিল ২০০৬
(C) মার্চ ২০০৮
(D) জানুয়ারী ২০১০
১২২. শহীদ দিবস পালিত হয় কবে ?
(A) ২রা সেপ্টেম্বর
(B) ৩০শে অক্টোবর
(C) ১৪ই নভেম্বর
(D) ১০ ই ডিসেম্বর
১২৩. সৈনিক স্কুল কোন জেলায় অবস্থিত ?
(A) গোলাঘাট
(B) গোয়ালপাড়া
(C) ধুবুরি
(D) ডিব্রুগড়
১২৪. কে একমাত্র অসমিয়া যিনি ১৯৩০ সালে লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন?
(A) চন্দ্রধর বড়ুয়া
(B) তরুণ রাম ফুকন
(C) গোপীনাথ বর্দোলোই
(D) কৃষ্ণ নাথ সরমাহ
১২৫. আসামের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় “অসম ওমেন’স ইউনিভার্সিটি”- কোথায় অবস্থিত ?
(A) ডিব্রুগড়
(B) জোড়হাট
(C) নগাঁও
(D) শিলচর
১২৬. আসামের একমাত্র ফিশারি কলেজ “কলেজ অফ ফিশারিজ সায়েন্স”- কোথায় অবস্থিত ?
(A) মরিগাঁও
(B) রাহা
(C) নগাঁও
(D) জোড়হাট
১২৭. ধোলা-সাদিয়া সেতুটি কোন নদীর উপর নির্মিত ?
(A) ব্রহ্মপুত্র
(B) লোহিত
(C) দিবাং
(D) সিয়াং
১২৮. আসামের ভ্রাম্যমান বা মোবাইল থিয়েটারের জনক হিসেবে কে পরিচিত ?
(A) জ্যোতি প্রসাদ আগরওয়ালা
(B) অচ্যুত লহকার
(C) রতন লহকার
(D) বিষ্ণু প্রসাদ রাভা
১২৯. কোন গায়ক “বিহুর রাজা” নামেও পরিচিত?
(A) ভূপেন হাজারিকা
(B) খগেন মহন্ত
(C) জুবিন গর্গ
(D) জয়ন্ত হাজারিকা
১৩০. কোনটি প্রথম চলচ্চিত্র যেখানে ভূপেন হাজারিকা প্লেব্যাক গায়ক হিসেবে গান গেয়েছেন ?
(A) জ্যোতিমতি
(B) সিরাজ
(C) ইন্দ্রমালতী
(D) পিওলি ফুকন
১৩১. অসম রত্ন পুরস্কার এর প্রথম প্রাপক কে ?
(A) ভূপেন হাজারিকা
(B) মামনি রইসম গোস্বামী
(C) জিতেন্দ্র নাথ গোস্বামী
(D) হীরেন ভট্টাচার্য
১৩২. কোন অসমীয়া কবি “প্রেম অরু রোদালির কবি” নামেও পরিচিত ?
(A) ডিম্বেশ্বর নেওগ
(B) অমূল্য বড়ুয়া
(C) নবকান্ত বড়ুয়া
(D) হীরেন ভট্টাচার্য
১৩৩. কোন বছরে মামনি রইসম গোস্বামী জ্ঞানপীঠ পুরস্কার পান ?
(A) ১৯৯৮
(B) ২০০০
(C) ২০০১
(D) ২০০২
১৩৪. ‘অলকানন্দ’ কাব্যসংকলন কে লিখেছেন?
(A) নলিনী বালা দেবী
(B) রঘুনাথ চৌধুরী
(C) নীলমণি ফুকন
(D) হেম বড়ুয়া
১৩৫. অসমীয়া পত্রিকা ‘জোনাকি’র প্রথম সম্পাদক কে ছিলেন?
(A) লক্ষ্মীনাথ বেজবড়োয়া
(B) চন্দ্র কুমার আগরওয়ালা
(C) সত্যনাথ বোরা
(D) আনন্দ চন্দ্র আগরওয়ালা
To check our latest Posts - Click Here