Mixed MCQ

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Assam Gk Question Answer in Bengali

General Knowledge On Assam For Assam Civil Service

৬১. “অসমিয়া সাহিত্য বুরাঞ্জি” এর লেখক কে ?

(A) নাথান ব্রাউন
(B) যতীন্দ্রনাথ দুয়ারা
(C) দেবেন্দ্রনাথ বেজবড়ুয়া
(D) গুণভীরাম বড়ুয়া

উত্তর
(C) দেবেন্দ্রনাথ বেজবড়ুয়া

৬২. কোন সালে আসামে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় ?

(A) ২০০২
(B) ২০০৪
(C) ২০০৫
(D) ২০০৭

উত্তর
(D) ২০০৭

৬৩. জিবন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

(A) চিরং
(B) ডিব্রুগড়
(C) কোকরাঝাড়
(D) জোড়হাট

উত্তর
(D) জোড়হাট

৬৪. গুয়াহাটি চা নিলাম কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে ?

(A) ১৯৭০
(B) ১৯৭২
(C) ১৯৭৫
(D) ১৯৭৭

উত্তর
(A) ১৯৭০

৬৫. কোন শহরটি আসামের ম্যানচেস্টার নামেও পরিচিত ?

(A) জোড়হাট
(B) সুয়ালকুচি
(C) দিফু
(D) ডিগবোই

উত্তর
(B) সুয়ালকুচি

৬৬. ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত ?

(A) মাকুম
(B) মারিয়ানি
(C) লেপেটকাটা
(D) নগাঁও

উত্তর
(C) লেপেটকাটা

৬৭. গুয়াহাটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে ?

(A) ১৯৩৫
(B) ১৯৪২
(C) ১৯৪৮
(D) ১৯৫০

উত্তর
(C) ১৯৪৮

৬৮. কে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ?

(A) কৃষ্ণ কান্ত হান্দিক
(B) হেমচন্দ্র গোস্বামী
(C) পদ্মনাথ গোহাইন বড়ুয়া
(D) রজনীকান্ত বর্দোলোই

উত্তর
(A) কৃষ্ণ কান্ত হান্দিক

৬৯. আসামে সংসদীয় আসনের মোট সংখ্যা কত ?

(A) ১২
(B) ১৩
(C) ১৪
(D) ১৬

উত্তর
(C) ১৪

৭০. লক্ষ্মীনাথ বেজবড়োয়া আসাম সাহিত্য সভা কর্তৃক ‘রসরাজ’ সম্মানে সম্মানিত হন কবে ?

(A) ১৯১৭
(B) ১৯২২
(C) ১৯২৮
(D) ১৯৩১

উত্তর
(D) ১৯৩১

৭১. নামঘোষা কে লিখেছেন ?

(A) শঙ্করদেব
(B) মাধবদেব
(C) মাধব কান্দালি
(D) উপরের কোনটি নয়

উত্তর
(B) মাধবদেব

৭২. “হলোধিয়া চোরায়ে বোঝান খাই” বছরের সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে কত সালে ?

(A) ১৯৮৫
(B) ১৯৮৮
(C) ১৯৯০
(D) ১৯৯১

উত্তর
(B) ১৯৮৮

৭৩. ‘হলোধিয়া চোরায়ে বোঝান খাই’ ছবিটি পরিচালনা করেন কে ?

(A) ভবেন্দ্র নাথ সাইকিয়া
(B) জাহ্নু বড়ুয়া
(C) ভূপেন হাজারিকা
(D) মঞ্জু বোরাহ

উত্তর
(B) জাহ্নু বড়ুয়া

৭৪. ভারতীয় ভূখণ্ডের কত শতাংশ আসাম রাজ্য দ্বারা আচ্ছাদিত ?

(A) ৩.৩৯%
(B) ২.৩৯%
(C) ৪.৩৯%
(D) ২.৯৩%

উত্তর
(B) ২.৩৯%

৭৫. শঙ্করদেব বোরগেট লিখতে কোন ভাষা ব্যবহার করেছেন ?

(A) অসমীয়া
(B) সংস্কৃত
(C) বাংলা
(D) ব্রজবলী

উত্তর
(D) ব্রজবলী

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button