Mixed MCQ

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Assam Gk Question Answer in Bengali

Assam questions and answers & General Knowledge Gk Quiz

৪৬. সিয়াং, লোহিত এবং দিবাং মিলিত হয়ে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি তৈরি করে ?

(A) জিয়া ভরালী
(B) ডিখো
(C) সুবানসিরি
(D) ব্রহ্মপুত্র

উত্তর
(D) ব্রহ্মপুত্র

৪৭. 2011 সালের আদমশুমারি অনুসারে আসামের সাক্ষরতার হার কত ?

(A) ৭২.১৯%
(B) ৭২.৫৮%
(C) ৭৩.১২%
(D) ৭৩.৯৮%

উত্তর
(A) ৭২.১৯%

৪৮. কবে পাথরুঘাটের বিদ্রোহ হয়েছিল ?

(A) ১৮৫৭
(B) ১৮৬৪
(C) ১৮৮৯
(D) ১৮৯৪

উত্তর
(D) ১৮৯৪

৪৯. কে স্বাধীনতা আন্দোলনের সময় আসামে স্বরাজ পার্টির সভাপতি ছিলেন ?

(A) বিষ্ণুরাম মেধী
(B) গোপীনাথ বর্দোলোই
(C) তরুণ রাম ফুকান
(D) মণিরাম দেওয়ান

উত্তর
(C) তরুণ রাম ফুকান

৫০. কোথায় টেরাকোটা শিল্প অবস্থিত ?

(A) ধুবড়ি
(B) করিমগঞ্জ
(C) গোয়ালপাড়া
(D) ধেমাজি

উত্তর
(A) ধুবড়ি

৫১. আহোম সাম্রাজ্য স্থাপিত হয় কত সালে ?

(A) ১২১৬
(B) ১২২৮
(C) ১২৫৬
(D) ১২৭২

উত্তর
(B) ১২২৮

৫২. কার রাজত্বকালে শিব দোল নির্মিত হয় ?

(A) প্রমত্ত সিংহ
(B) রুদ্র সিংহ
(C) পুরন্দর সিংহ
(D) সিবা সিংহ

উত্তর
(D) সিবা সিংহ

৫৩. ক্ষমতা প্রয়োগের জন্য আসাম পাবলিক সার্ভিস কমিশন (APSC) রেগুলেশন জারি করা হয়েছিল কত সালে ?

(A) ১৯৪৭
(B) ১৯৫০
(C) ১৯৫১
(D) ১৯৬০

উত্তর
(C) ১৯৫১

৫৪. আসামের প্রথম স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল কোথায় ?

(A) জোড়হাট
(B) গোলাঘাট
(C) শিবসাগর
(D) ধেমাজি

উত্তর
(A) জোড়হাট

৫৫. সাদিয়া খোয়া গোহাইন নিচের মধ্যে কোনটি ছিলেন ?

(A) জমিদার
(B) রাজা
(C) ফ্রন্টিয়ার অফিসার
(D) নৌ-অধিনায়ক

উত্তর
(D) নৌ-অধিনায়ক

৫৬. ‘প্রাচ্য শসনাবলী’ কে সম্পাদনা করেছেন ?

(A) ডঃ মহেশ্বর নেওগ
(B) ডঃ বিরিঞ্চি কুমার বড়ুয়া
(C) ডঃ সূর্য কুমার ভূঁইয়া
(D) আলেকজান্ডার ম্যাকেঞ্জি

উত্তর
(A) ডঃ মহেশ্বর নেওগ

৫৭. কোন রাজাকে ভাগরাজ নামেও ডাকা হয় ?

(A) সুতিয়ামফা
(B) সুতমলা
(C) সুরম্ফা
(D) সুনয়তফা

উত্তর
(C) সুরম্ফা

৫৮. স্বাধীনতা সংগ্রামের সময় “মৃত্যুবাহিনী” গঠন করেন কে ?

(A) চন্দ্রপ্রভা সাইকিয়ানি
(B) পুষ্পলতা দাস
(C) রানী গাইডিনলিউ
(D) কনকলতা বড়ুয়া

উত্তর
(B) পুষ্পলতা দাস

৫৯. কার শাসনামলে ‘রং ঘর’ নির্মিত হয় ?

(A) রুদ্র সিংহ
(B) রাজেশ্বর সিংহ
(C) প্রমত্ত সিংহ
(D) শিব সিংহ

উত্তর
(C) প্রমত্ত সিংহ

৬০. আসাম প্রাদেশিক কংগ্রেস কমিটি কবে গঠিত হয় ?

(A) ১৯২০
(B) ১৯২১
(C) ১৯২২
(D) ১৯২৩

উত্তর
(B) ১৯২১

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button