250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK
Assam Gk Question Answer in Bengali
Assam GK Questions and Answers 2021
৩১. ভারতের রাজ্যগুলির মধ্যে সাক্ষরতার দিক থেকে আসামের স্থান কত ?
(A) নবম
(B) দ্বাদশ
(C) ১৬তম
(D) ২৬তম
৩২. আসাম অঞ্চলকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে “উত্তর-পূর্ব সীমান্ত” হিসাবে বিচ্ছিন্ন করা হয়েছিল কত সালে ?
(A) ১৮৭৪
(B) ১৮৮৯
(C) ১৮৬১
(D) ১৮২৬
৩৩. মধ্যযুগীয় অসমীয়া গ্রন্থ “হস্তিবিদ্যার্নব” এর চিত্রায়নের কাজটি করেছিলেন কে ?
(A) সূর্যখড়ি দাবাইগ্যা
(B) সুকুমার বোরকাইথ
(C) দিবার ও দোসাই
(D) রাম সরস্বতী
৩৪. গোহাইন কামাল আলী সড়কটি নির্মিত হয় কার শাসনামলে ?
(A) নর নারায়ণ
(B) পরীক্ষিত নারায়ণ
(C) বিশ্ব সিংহ
(D) রঘু দেব
৩৫. প্রথম কোন আহোম রাজা হিন্দু উপাধি “স্বর্গনারায়ণ” ধারণ করেছিলেন ?
(A) শিব সিংহ
(B) প্রতাপ সিংহ
(C) জয়ধ্বজ সিংহ
(D) সুহুংমুং
৩৬. ১৮২৮ সালে আসামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের নেতৃত্ব দেন কে ?
(A) পিয়ালী ফুকন
(B) মণিরাম দেওয়ান
(C) গোমধর নোয়ার
(D) পিয়ালী বড়ুয়া
৩৭. “India against Itself ” বইটির লেখক কে ছিলেন?
(A) ডাঃ হীরেন গোহাইন
(B) ডাঃ মামণি রায়সম গোস্বামী
(C) হোমেন বোরগোহাইন
(D) ডাঃ সঞ্জীব বড়ুয়া
৩৮. ‘ধোদর আলী’ (The Dhodar Ali ) কার আমলে নির্মিত হয় ?
(A) রুদ্র সিংহ
(B) গদাধর সিংহ
(C) প্রমত্ত সিংহ
(D) শিব সিংহ
৩৯. নিচের কোন রাজার আমলে জয়সাগর ট্যাঙ্ক-টি খনন করা হয়েছিল ?
(A) রুদ্র সিংহ
(B) গদাধর সিংহ
(C) শিব সিংহ
(D) রাজেশ্বর সিংহ
৪০. ১৯৪৭ সালে আসাম থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তানে দেওয়া জেলা ছিল কোনটি ?
(A) খুলনা
(B) সিলেট
(C) চট্টগ্রাম
(D) ষোলশহর
৪১. আসামে, গরম জলের ঝর্ণার উৎস অবস্থিত কোথায়?
(A) নাম্বর সংরক্ষিত বন
(B) পরশুরাম কুণ্ড
(C) ওরাং বন্যপ্রাণী অভয়ারণ্য
(D) মানস জাতীয় উদ্যান
৪২. কামাখ্যা মন্দির পুনর্নির্মাণ করেছিলেন নিম্নলিখিত কোন ‘কোচ রাজা’ ?
(A) বিশ্ব সিংহ
(B) রঘু দেব
(C) নরনারায়ণ
(D) প্রাণনারায়ণ
৪৩. কনকলতা বড়ুয়া কোন জাতীয় আন্দোলনের একজন শহীদ ?
(A) অসহযোগ আন্দোলন
(B) ভারত ছাড়ো আন্দোলন
(C) আইন অমান্য আন্দোলন
(D) স্বদেশী আন্দোলন
৪৪. পাটকাই বাম রেঞ্জ এর মধ্যে সীমানা তৈরি করে কোন দুই দেশ?
(A) ভারত ও ভুটান
(B) ভারত ও চীন
(C) ভারত ও বাংলাদেশ
(D) ভারত ও বার্মা
৪৫. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হিন্দু, মুসলিম এবং বৌদ্ধদের জন্য তিনটি অত্যন্ত সম্মানিত তীর্থস্থানের সঙ্গম?
(A) পরশুরাম কুণ্ড
(B) ডেকিয়াখোয়া নামঘর
(C) হাজো
(D) বরপেটা
To check our latest Posts - Click Here