Mixed MCQ

250+ Assam General Knowledge Question and Answer in Bengali – PDF | আসাম GK

Assam Gk Question Answer in Bengali

GK Question about Assam

১৩৬. কোন সালে অসমীয়া পত্রিকা ‘জোনাকি’ প্রথম প্রকাশিত হয় ?

(A) ১৮৮৭
(B) ১৮৮৯
(C) ১৮৯০
(D) ১৮৯৬

উত্তর
(B) ১৮৮৯

১৩৭. কে ‘বিহোগী কবি’ নামেও পরিচিত ?

(A) ডিম্বেশ্বর নেওগ
(B) নলিনীধর ভট্টাচার্য
(C) রঘুনাথ চৌধুরী
(D) নীলমনি ফুকন

উত্তর
(C) রঘুনাথ চৌধুরী

১৩৮. প্রথম অসমীয়া রোমান্টিক কবিতা ‘বন কুনওরি’ লিখেছেন কে ?

(A) ডিম্বেশ্বর নেওগ
(B) চন্দ্র কুমার আগরওয়ালা
(C) মহেন্দ্রনাথ ডেকাফুকন
(D) বেণুধর রাজখোয়া

উত্তর
(B) চন্দ্র কুমার আগরওয়ালা

১৩৯. অক্সোমিয়া ভাক্সা উন্নয়ন ক্ষধিনী সভা-এর প্রথম সচিব কে ছিলেন ?

(A) বেণুধর রাজখোয়া
(B) শিবরাম সরমা বর্দোলোই
(C) লক্ষীপ্রসাদ চালিহা
(D) লক্ষেশ্বর শর্মা

উত্তর
(B) শিবরাম সরমা বর্দোলোই

১৪০. তেজপুরে প্রথম আধুনিক অসমীয়া থিয়েটার ‘বান থিয়েটার’ কবে স্থাপিত হয় ?

(A) ১৮৯৯
(B) ১৯০৩
(C) ১৯০৬
(D) ১৯০৯

উত্তর
(C) ১৯০৬

১৪১. কোন অসমীয়া লেখক ‘বকুলবনর কবি’ নামেও পরিচিত ?

(A) বিষ্ণুরাম মেধী
(B) বিনন্দ চন্দ্র বড়ুয়া
(C) আনন্দরাম ঢেকিয়াল ফুকন
(D) আনন্দ চন্দ্র বড়ুয়া

উত্তর
(D) আনন্দ চন্দ্র বড়ুয়া

১৪২. ‘প্রহ্লাদচরিত্র’ নামে গ্রন্থটি কে লিখেছেন?

(A) হেমা সরস্বতী
(B) হরিভরা বিপ্র
(C) মাধব কন্দলী
(D) কবিরত্ন সরবতী

উত্তর
(A) হেমা সরস্বতী

১৪৩. কোন অসমীয়া কবি বাল্মীকি রামায়ণকে অসমীয়া শ্লোক ‘সপ্তকাণ্ড রামায়ণ’-এ অনুবাদ করেছিলেন?

(A) অনন্ত কান্দালি
(B) মাধব কন্দলী
(C) শঙ্করদেব
(D) কবিরত্ন সরবতী

উত্তর
(B) মাধব কন্দলী

১৪৪. আসাম রেশম শিল্প প্রধানত কেন্দ্রিক কোথায় ?

(A) হাজো
(B) রঙ্গিয়া
(C) বটদ্রাব
(D) সুয়ালকুচি

উত্তর
(D) সুয়ালকুচি

১৪৫. শঙ্করদেব প্রথম নামঘর প্রতিষ্ঠা করেছিলেন কোথায় ?

(A) নারায়ণপুর
(B) পাটবৈশি
(C) বোরদোয়া
(D) মাজুলি

উত্তর
(C) বোরদোয়া

১৪৬. বারপেটায় ‘বারপেটা সাতরা’ প্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) শঙ্করদেব
(B) মাধবদেব
(C) দামোদরদেব
(D) গোপাল আতা

উত্তর
(B) মাধবদেব

১৪৭. আসামে বর্মণ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কে ?

(A) পুষ্য বর্মণ
(B) সমুদ্র বর্মণ
(C) মহেন্দ্র বর্মণ
(D) ভুতি বর্মণ

উত্তর
(A) পুষ্য বর্মণ

১৪৮. কোন স্বর্গদেও আহোম রাজ্যের রাজধানী গড়গাঁও থেকে রংপুরে স্থানান্তরিত করেন ?

(A) গদাধর সিংহ
(B) সুখরাংফা
(C) শিব সিংহ
(D) রুদ্র সিংহ

উত্তর
(D) রুদ্র সিংহ

১৪৯. কোন আহোম রাজা ‘বামুনি কনওয়ার’ নামেও পরিচিত ?

(A) সুতুফা
(B) সুদাংফা
(C) সুসেনফা
(D) সুফাকফা

উত্তর
(B) সুদাংফা

১৫০. কে ১৮২৩ সালে আসামে চায়ের গাছ আবিষ্কার করেছিলেন ?

(A) রেমন্ড W. ব্যাভার
(B) নাথান ব্রাউন
(C) অলিভার টমাস কাটার
(D) রবার্ট ব্রুস

উত্তর
(D) রবার্ট ব্রুস

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10 11Next page
Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button