বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ১০টি বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর (Riddles in Bengali , Bangla Dhadha Question with Answer ) । মজার মজার এই ধরণের ধাঁধার প্রশ্ন ও উত্তরগুলি পড়তে কার না ভালো লাগে !
১. LLAC এটি দিয়ে কারোর সাথে যোগাযোগ করবেন কী ভাবে ?
২. পরপর তিন দিন ব্যাঙ্ক স্ট্রাইক এর জন্য বন্ধ থাকার পর, যেদিন ব্যাঙ্ক খুললো সেদিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক কোটি টাকা জমা করে আসলেন। এই ঘটনার এক মাস পরও ঐ ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি,এর কারণ কী ?
৩. কাক এর সাথে আকার যোগ করলে কাকা হয়।
কী বিয়োগ করলে গরু হয়?
৪. Double Chin কমানোর জন্য একজন দেশী খেলোয়াড় চারটি একজন বিদেশী খেলোয়াড় পাঁচটি chewing gum খান ,একজন মডেল কখনো ৩ টি কখনো ৬ টি chewing gum খান। তাহলে কে সব থেকে বেশি chewing gum খান?
৫. শুনলে রংহীন কিন্তু দেখলে প্রচুর রং,কী?
৬. রঞ্জিত বাবু রোজ সকালে এবং বিকেলে দাড়ি কাটেন । তবু রাত্রে ঘুমনোর সময় তার একগাল দাড়ি থাকে কেন ?
৭. পদবী আবার বনে থাকে,দলের মাথাও বলে তাকে। কী?
৮. ২৭ এর সাথে ৬০ ছাড়া আর কী যোগ করলে ৮৭ হয় ?
৯. বাংলা Dictionary শুরু হয় অ বর্ণ দিয়ে , শেষ হয় কোন বর্ণ দিয়ে ?
১০. ধরুন আপনি একজন জ্যোতিষ, তাহলে কোন দুটি রাশির যোগফল ১৬৭?
আরো দেখে নাও : Googly Quiz – Set 1 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
দাদাগিরি গুগলি কোশ্চেন । Googly Quiz – Set 4।গুগলি ধাঁধা ।
বাংলা কুইজ -সেট ১৩৬ – ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন
দাদাগিরি গুগলি । Googly Quiz – Set 3 ।গুগলি ধাঁধা ।
Googly Quiz । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
To check our latest Posts - Click Here