Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পাখি তালিকা – PDF

List of State Bird of Different States of India

রতের বিভিন্ন রাজ্যের রাজ্য পাখির তালিকা – PDF

আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পাখি তালিকা ( List of State Birds of Different States of India ) নিয়ে। কোন রাজ্যের রাজ্য পাখি বা রাজ্য পক্ষী কোনটি তার একটি সম্যক ধারণা তোমরা এক পোস্টে পেয়ে যাবে। সাথে প্রতিটি রাজ্যপশুর বিজ্ঞানসম্মত নামও দেওয়া রইলো ।

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য প্রাণীর তালিকা – PDF

বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য পাখির নামসমূহ

নংরাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলপাখিবিজ্ঞানসম্মত নাম
অন্ধ্রপ্রদেশনীলকণ্ঠ পাখিCoracias benghalensis
অরুণাচল প্রদেশরাজ ধনেশBuceros bicornis
আসামবাদি হাঁসCairina scutulata
উত্তরপ্রদেশসারসGrus antigone
উত্তরাখণ্ডহিমালয়ের মোনালLophophorus impejanus
ওড়িশানীলকণ্ঠ পাখিCoracias benghalensis
কর্ণাটকনীলকণ্ঠ পাখিCoracias benghalensis
কেরলরাজ ধনেশBuceros bicornis
গুজরাতফ্লেমিঙ্গোPhoenicopterus roseus
১০গোয়াপাইকনোনোটাসPycnonotus gularis
১১ছত্তীসগড়পাতি ময়নাGracula religiosa
১২জম্মু ও কাশ্মীরকালোঘাড় সারসGrus nigricollis
১৩ঝাড়খণ্ডকোয়েলEudynamys scolopacea
১৪তামিলনাড়ুসবুজ ঘুঘুChalcophaps indica
১৫দিল্লিচড়ুইPasser domesticus
১৬নাগাল্যান্ডব্লাইদের ট্রাগোপ্যানTragopan blythii
১৭পশ্চিমবঙ্গসাদাগলা মাছরাঙাHalcyon smyrnensis
১৮পাঞ্জাবঘোষোকAccipiter gentilis
১৯পুদুচেরিকোয়েলEudynamys scolopaceus
২০বিহারচড়ুইPasser domesticus
২১মণিপুরকাঠমৌরSyrmaticus humiae
২২মধ্যপ্রদেশশাহ-বুলবুলTerpsiphone paradisi
২৩মহারাষ্ট্রসবুজ ঘুঘুTreron phoenicoptera
২৪মিজোরামকাঠমৌরSyrmaticus humiae
২৫মেঘালয়পাতি ময়নাGracula religiosa
২৬রাজস্থানগ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডArdeotis nigriceps
২৭লক্ষদ্বীপসুটি টার্নOnychoprion fuscata
২৮সিক্কিমরক্তমৌরIthaginis cruentus
২৯হরিয়াণাকালো তিতিরFrancolinus francolinus
৩০হিমাচল প্রদেশব্লাইদের ট্রাগোপ্যানTragopan melanocephalus
List of State Birds of Different States of India

রাজ্যপাখি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হল সাদা গলাযুক্ত মাছরাঙা।

বিহারের রাজ্য পাখির নাম কি ?
বিহারের রাজ্য পাখি চড়ুই।

হরিয়ানার রাজ্য পাখির নাম কি ?
হরিয়ানার রাজ্য পাখি কালো তিতির।

Download Section

  • File Name : ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পাখির নামের তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size : 1.3 MB
  • No. of Pages : 02
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : West Bengal Geography

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পাখি তালিকা, rajyo pakhi talika, ভারতের রাজ্য পাখিসমূহের তালিকা

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button