Geography NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা PDF

Complete List of Which Country Named Which Cyclone

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা নিয়ে। কোন দেশ কোন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সেটির তথ্য আজকের এই পোস্টে পেয়ে যাবে। তবে তার আগে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় সম্পর্কিত কিছু তথ্য।

ঘূর্ণিঝড় কাকে বলে ?

ঘূর্ণিঝড় হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বজ্র ও প্রচন্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্ন-চাপ প্রক্রিয়া যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে এর নামকরণ হয়েছে ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের ঘূর্ণন কোন গোলার্ধে কিরূপ ?

ঘূর্ণিঝড়ের ঘূর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে।

ঘূর্ণিঝড়ের নামকরণ কে করে ?

ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অরগানাইজেশন (World Meteorological Organisation (WMO)) এবং ইউনাইডেট নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক(United Nations Economic and Social Comission for Asia and the Pacific) এর সদস্য দেশগুলি ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। ঘূর্ণিঝড়ের এই নামকরন প্রথা শুরু হয়েছে ২০০০ সাল থেকে।

ঘূর্ণিঝড়কে কোন অঞ্চলে কি বলে ডাকা হয়ে থাকে ?

চীন ও জাপান উপকূলে – টাইফুন
আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশে – টর্নেডো
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে – কালবৈশাখী
অস্ট্রেলিয়ায় – উইলি উইলি
ক্যারিবিয়ান উপসাগরে ও উত্তর আটলান্টিক মহাসাগরে – টর্নেডো

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত – সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ
বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ( PDF + MCQ ) | বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর
গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু তালিকা |  Famous Local Winds of the World । PDF

২০২০ সালে ১৩টি দেশ প্রত্যেকে ১৩টি করে নাম জমা দিয়ে মোট ১৬৯টি ঝড়ের নামকরণ করা করে। এই ১৩টি দেশ হল – ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন ।

২০২০ সালের পরবর্তী যে ১৬৯ টি ঝড়ের নামকরণ করা হয়েছে তার তালিকা দেওয়া রইলো ।

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ কারী দেশের তালিকা

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ কারী দেশের তালিকা নিচে দেওয়া রইলো।

নংঝড়ের নাম নামকরণকারী দেশ 
নিসর্গ (Nisarga)বাংলাদেশ
গতি (Gati)ভারত
নিভার (Nivar)ইরান
বুরেভি (Burevi )মালদ্বীপ
তাউকতে / তাঊতে (Tauktae/Tau’Te )মায়ানমার
ইয়াস (Yaas )ওমান
গুলাব (Gulab )পাকিস্তান
শাহীন (Shaheen)কাতার
জাওয়াদ (Jawad )সৌদি আরব
১০অশনী/আসানি (Asani )শ্রীলংকা
১১সিত্রাং (Sitrang )থাইল্যান্ড
১২মানডুস (Mandous)সংযুক্ত আরব আমিরশাহী
১৩মোচা/মোখা (Mocha/ Mokha )ইয়েমেন
১৪বিপর্যয় (Biparjoy )বাংলাদেশ
১৫তেজ (Tej )ভারত
১৬হামুন (Hamoon)ইরান
১৭মিধিলি (Midhili )মালদ্বীপ
১৮মিকাউং/ মিগজাউম (Michaung /Migjaum )মায়ানমার
১৯রেমাল (Remal )ওমান
২০আসনা (Asna)পাকিস্তান
২১দানা (Dana )কাতার
২২ফেঙ্গাল/ ফেঞ্জাল (Fengal /Feinjal )সৌদি আরব
২৩শক্তি (Shakhti )শ্রীলংকা
২৪মনথা (Montha )থাইল্যান্ড
২৫সেনইয়ার (Senyar)সংযুক্ত আরব আমিরশাহী
২৬দিত্বা (Ditwah)ইয়েমেন
২৭অর্ণব (Arnab)বাংলাদেশ
২৮মুরাসু (Murasu)ভারত
২৯আকভান (Akvan )ইরান
৩০কানি (Kaani)মালদ্বীপ
৩১গামান (Ngamann)মায়ানমার
৩২সাইল (Sail )ওমান
৩৩সাহাব (Sahab )পাকিস্তান
৩৪লুলূ (Lulu )কাতার
৩৫গাজীর/রাজীর (Ghazeer/Razeer)সৌদি আরব
৩৬গিগুম/গিগাম (Gigum )শ্রীলংকা
৩৭থিয়ানয়ৎ (Thianyot)থাইল্যান্ড
৩৮আফুর (Afoor )সংযুক্ত আরব আমিরশাহী
৩৯দিকসাম (Diksam)ইয়েমেন
৪০ঊপকূল (Upakul )বাংলাদেশ
৪১আগ (Aag )ভারত
৪২সেপাণ্ড/সেপান্দ (Sepand)ইরান
৪৩ওডী/ ওদি (Odi )মালদ্বীপ
৪৪কেয়ারথিৎ/জাথি (Kyarthit /Kjathi )মায়ানমার
৪৫নাসিম (Naseem )ওমান
৪৬আফসান (Afshan)পাকিস্তান
৪৭মৌজ (Mouj )কাতার
৪৮আসিফ (Asif)সৌদি আরব
৪৯গগন (Gagana )শ্রীলংকা
৫০বুলান (Bulan )থাইল্যান্ড
৫১নাহাম (Nahhaam )সংযুক্ত আরব আমিরশাহী
৫২সিরা (Sira )ইয়েমেন
৫৩বর্ষণ (Barshon )বাংলাদেশ
৫৪ব্যোম (Vyom )ভারত
৫৫বুরান (Booran)ইরান
৫৬কেনাউ (Kenau)মালদ্বীপ
৫৭জাবাগজি/ সাপাকইয়ি (Zabagji / Sapakyee)মায়ানমার
৫৮মুজ্ন (Muzn)ওমান
৫৯মানাহিল (Manahil)পাকিস্তান
৬০সুহেল/ ঈশাইল (Suhail/ Es’hail )কাতার
৬১সিদ্রাহ/সাদ্রাহ (Sidrah/ Sadrah)সৌদি আরব
৬২ভেরাম্ভা (Verambha)শ্রীলংকা
৬৩ফুটালা (Phutala)থাইল্যান্ড
৬৪কুফাল (Quffal)সংযুক্ত আরব আমিরশাহী
৬৫বাখুর (Bakhur)ইয়েমেন
৬৬রজনী (Rajani )বাংলাদেশ
৬৭ঝড় (Jhar)ভারত
৬৮অনাহিতা (Anahita)ইরান
৬৯এন্ধেরি (Endheri )মালদ্বীপ
৭০বেয়ুম (We’wum /Wetwun)মায়ানমার
৭১সাদিম (Sadeem )ওমান
৭২সুজানা (Shujana)পাকিস্তান
৭৩সাদাফ (Sadaf)কাতার
৭৪হারীদ (Hareed )সৌদি আরব
৭৫গর্জন (Garjana )শ্রীলংকা
৭৬আইয়ারা (Aiyara )থাইল্যান্ড
৭৭দামান (Daaman)সংযুক্ত আরব আমিরশাহী
৭৮গাজী (Ghwyzi )ইয়েমেন
৭৯নিশীথ (Nishith)বাংলাদেশ
৮০প্রবাহ (Probaho )ভারত
৮১আজার (Azar)ইরান
৮২রিয়াউ (Riyau )মালদ্বীপ
৮৩ময়েইহউ (Mwei’hau/ Mwaihout)মায়ানমার
৮৪ডিমা (Dima)ওমান
৮৫পারওয়াজ(Parwaz)পাকিস্তান
৮৬রিম (Reem)কাতার
৮৭ফায়েদ (Faid )সৌদি আরব
৮৮নিবা (Neeba)শ্রীলংকা
৮৯সামিং (Saming)থাইল্যান্ড
৯০ডীম (Deem )সংযুক্ত আরব আমিরশাহী
৯১হফ (Hawf)ইয়েমেন
৯২ঊর্মি (Urmi)বাংলাদেশ
৯৩নীর (Neer)ভারত
৯৪পুয়ান (Pooyan)ইরান
৯৫গুরুভা (Guruva)মালদ্বীপ
৯৬জোয়ে/ইওয়ে (Kywe/Kjwe)মায়ানমার
৯৭মঞ্জুর (Manjour)ওমান
৯৮জান্নাতা (Zannata)পাকিস্তান
৯৯রায়হান (Rayhan)কাতার
১০০কাসীর (Kaseer/Kusaer)সৌদি আরব
১০১নিন্নদা (Ninnada)শ্রীলংকা
১০২ক্রাইসন (Kraison)থাইল্যান্ড
১০৩গারগুর (Gargoor)সংযুক্ত আরব আমিরশাহী
১০৪বলহাফ (Balhaf)ইয়েমেন
১০৫মেঘলা (Meghala)বাংলাদেশ
১০৬প্রভঞ্জন (Prabhanjan)ভারত
১০৭আরসাম (Arsham)ইরান
১০৮কুরাঙ্গি (Kurangi)মালদ্বীপ
১০৯পিংকু (Pinku/Pinnku)মায়ানমার
১১০রুকাম (Rukam/Roukaam)ওমান
১১১সারসার (Sarsar)পাকিস্তান
১১২আনবার (Anbar)কাতার
১১৩নাখিল (Nakheel)সৌদি আরব
১১৪ভিদুলী (Viduli)শ্রীলংকা
১১৫মাচা/মাটচা (Matcha/Mat-Cha)থাইল্যান্ড
১১৬খুব (Khubb)সংযুক্ত আরব আমিরশাহী
১১৭ব্রম (Brom)ইয়েমেন
১১৮সমীরণ (Samiron)বাংলাদেশ
১১৯ঘুর্ণি (Ghurni)ভারত
১২০হেনগেম (Hengame)ইরান
১২১কুরেধী (Kuredhi)মালদ্বীপ
১২২ইনকাঊং/ জিন গাউ (Yinkaung/ Jin Gaun)মায়ানমার
১২৩ওয়াটাড (Watad)ওমান
১২৪বাদ বান (Badban)পাকিস্তান
১২৫আউদ (Oud)কাতার
১২৬হাবুব (Haboob)সৌদি আরব
১২৭অঘা (Ogha)শ্রীলংকা
১২৮মাহিংসা (Mahingsa)থাইল্যান্ড
১২৯দেগল (Degl)সংযুক্ত আরব আমিরশাহী
১৩০শুখরা (Shuqra)ইয়েমেন
১৩১প্রতিকূল (Pratikul)বাংলাদেশ
১৩২অম্বুদ (Ambud)ভারত
১৩৩সাভাস (Savas)ইরান
১৩৪হোরাঙ্গু (Horangu)মালদ্বীপ
১৩৫লিনজৌন (Linyone/Lin Joun)মায়ানমার
১৩৬আল- জারজ/আল- জারৌজ (Al-jarz/Al-Jarouz)ওমান
১৩৭সারাব (Sarrab)পাকিস্তান
১৩৮বাহার (Bahar)কাতার
১৩৯বারেক/বারীক (Bareq/ Bariq)সৌদি আরব
১৪০সালিথা (Salitha)শ্রীলংকা
১৪১ফ্রায়েওয়া (Phraewa)থাইল্যান্ড
১৪২আথমাদ (Athmad)সংযুক্ত আরব আমিরশাহী
১৪৩ফারতাক (Fartak)ইয়েমেন
১৪৪সরোবর (Sarobor)বাংলাদেশ
১৪৫জলধী (Jaladhi)ভারত
১৪৬তাহামতান (Tahamtan)ইরান
১৪৭ঠান্ডী (Thundi)মালদ্বীপ
১৪৮কায়িকান/ ইগান (Kyeekan/ Kji Gan)মায়ানমার
১৪৯রাবাব (Rabab)ওমান
১৫০গুলনার (Gulnar)পাকিস্তান
১৫১সীফ (Seef)কাতার
১৫২আলরীম /অরিম (Alreem)সৌদি আরব
১৫৩রিভি (Rivi)শ্রীলংকা
১৫৪আসুরী (Asuri)থাইল্যান্ড
১৫৫বুম (Boom)সংযুক্ত আরব আমিরশাহী
১৫৬দার্শাহ (Darsah)ইয়েমেন
১৫৭মহানিশা (Mahanisha)বাংলাদেশ
১৫৮বেগ (Vega)ভারত
১৫৯তুফান (Toofan)ইরান
১৬০ফানা (Faana)মালদ্বীপ
১৬১বাউতফাট/বাহুপা (Bautphat/Bau’hpa )মায়ানমার
১৬২রাদ (Raad)ওমান
১৬৩ওয়াসেক (Waseq)পাকিস্তান
১৬৪ফানার (Fanar)কাতার
১৬৫ওবিল (Wabil)সৌদি আরব
১৬৬রুদু (Rudu)শ্রীলংকা
১৬৭থারা (Thara)থাইল্যান্ড
১৬৮সাফার (Saffar)সংযুক্ত আরব আমিরশাহী
১৬৯সামহা (Samhah)ইয়েমেন
বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ কারী দেশের তালিকা

বছরভিত্তিক বিভিন্ন ঘূর্ণিঝড় সম্পর্কিত বিস্তারিত তালিকা আমরা প্রকাশ করতে থাকবো । বিস্তারিত জানতে দেখে নাও –

২০২১ সালের গুরুত্বপূর্ণ সাইক্লোন / ঘূর্ণিঝড়ের তালিকা
২০২০ সালের গুরুত্বপূর্ণ কিছু সাইক্লোন / ঘূর্ণিঝড়ের তালিকা

Download Section

  • File Name : বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ তালিকা – বাংলা কুইজ
  • File Size: 2.2 MB
  • No. of Pages : 09
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Geography

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button