General Knowledge Notes in BengaliMixedNotes
আইসিসি টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা | T20 Cricket World Cup Winners
List of ICC T20 Cricket World Cup Winners
টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা : প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো আইসিসি টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা । ২০০৭ সালে প্রথম বার পুরুষদের আইসিসি টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের চালু হয়। প্রথমবার অনুষ্ঠিত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনি এর ভারত। ২০ ওভারের এই বিশ্বকাপ এখনো পর্যন্ত মোট ৬ বার অনুষ্ঠিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের দল সর্বাধিক ২ বার এই আইসিসি আয়োজিত টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের চ্যাম্পিয়ন হয়েছে। দেখে নাও টি-২০ বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
List of ICC T20 Cricket World Cup Winners
সাল | বিজয়ী দল | বিজয়ী দলের অধিনায়ক | রানার্স আপ দল |
২০০৭ | ভারত | মহেন্দ্র সিং ধোনি | পাকিস্তান |
২০০৯ | পাকিস্তান | ইউনিস খান | শ্রীলঙ্কা |
২০১০ | ইংল্যান্ড | পল কলিংউড | অস্ট্রেলিয়া |
২০১২ | ওয়েস্ট ইন্ডিজ | ড্যারেন স্যামি | শ্রীলঙ্কা |
২০১৪ | শ্রীলঙ্কা | লাসিথ মালিঙ্গা | ভারত |
২০১৬ | ওয়েস্ট ইন্ডিজ | ড্যারেন স্যামি | ইংল্যান্ড |
২০২১ | অস্ট্রেলিয়া | অ্যারন ফিঞ্চ | নিউজিল্যান্ড |
আরো দেখে নাও :
ICC দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড।The ICC Awards of the Decade
To check our latest Posts - Click Here