Current TopicsCurrent Affairs

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ । SAFF Championship 2021

SAFF Championship 2021

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ । SAFF Championship 2021

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ জিতে নিলো ভারতীয় ফুটবল টিম। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অষ্টমবারের জন্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে ভারত।

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত সাফ চ্যাম্পিযনশিপের ১৩টম আসর ছিল এটি। ২০২০ সালে প্রথমে পাকিস্তানে হবার কথা হলেও করোনার কারণে সেটি বাংলাদেশে আয়োজন করার কথা হয়। কিন্তু বাংলাদেশেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আয়োজন করার দায়িত্ব পায় মালদ্বীপ।

এর আগে সাফ চ্যাম্পিয়নসপ আয়োজিত হয়েছিল ২০১৮ সালে। সেখানে ফাইনালে ভারতে হারিয়ে দিয়েছিলো মালদ্বীপ।

অংশগ্রহণকারী দল

দলসেরা সাফল্য
বাংলাদেশ চ্যাম্পিয়ন (২০০৩)
ভারত চ্যাম্পিয়ন (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ )
মালদ্বীপচ্যাম্পিয়ন (২০০৮, ২০১৮)
নেপালতৃতীয় স্থান (১৯৯৩)
শ্রীলঙ্কাচ্যাম্পিয়ন (১৯৯৫)
সাফ চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণকারী দল

আইপিএল ২০২১। IPL 2021 – Facts, Stats and More

একনজরে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১

আয়োজক দেশমালদ্বীপ
মোট দল সংখ্যা
মোট ম্যাচ সংখ্যা ১১
চ্যাম্পিয়নভারত ( এই নিয়ে ৮বার )
রানার্স – আপনেপাল
শীর্ষ গোলদাতাসুনীল ছেত্রী (৫টি গোল)
সেরা খেলোয়াড়সুনীল ছেত্রী
ফেয়ার প্লে পুরষ্কারমালদ্বীপ
একনজরে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১

ফাইনাল ম্যাচ

ফাইনাল ম্যাচটির আয়োজন করা হয়েছিল মালের জাতীয় ফুটবল স্টেডিয়াম -এ । রেফারি ছিলেন সৌদি আরবের – মজিদ মুহাম্মদ আল-শামরানি।

ফাইনালে ভারত নেপালকে ৩-০ গোলে হারিয়ে দেয়। ভারতের হয়ে গোল তিনটি করেন – সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়ানজাম এবং সাহাল আব্দুল সামাদ।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button