নোবেল পুরস্কার ২০২১ তালিকা | Nobel Prize 2021 । PDF
List of Nobel Prize Winners 2021
নোবেল পুরস্কার ২০২১ তালিকা
নোবেল পুরস্কার ২০২১ তালিকা : প্রিয় পাঠকেরা, নোবেল পুরস্কার ২০২১ সম্পর্কে আলোচনার আগে দেখে নিয়ে নোবেল সম্পর্কিত কিছু শুরুত্বপূর্ণ তথ্য ।
নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ।
- “এ মার্চেন্ট অব ডেথ হু ডেড” নামক এক ফরাসি পত্রিকায় তাঁর আবিষ্কারের কারণে মৃত ব্যক্তিদের তালিকা দেখে আলফ্রেড নোবেল বিস্মিত ও দুঃখী হন ।
- আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয় ।
- প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯০১ সালে ( অর্থনীতি ছাড়া )।
- অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৯ সালে ।
- নোবেল শান্তি পুরুস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো শহর থেকে।
- নোবেল শান্তি ছাড়া অন্য পুরস্কারগুলো প্রদান করা হয় স্টকহোম কনসার্ট হল(সুইডেন) থেকে।
- মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হল:
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- চিকিৎসা শাস্ত্র
- অর্থনীতি
- সাহিত্য এবং
- শান্তি ।
২০২১ সালের নোবেল প্রাপকদের তালিকা
চিকিৎসা বিজ্ঞান
২০২১ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাতাপাউশিয়ান।
চিকিৎসা বিজ্ঞান | |
ডেভিড জুলিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র | আর্দেম পাতাপাউশিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র |
তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য আমেরিকার ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাতাপাউশিয়ান ফিজিওলজি বা মেডিসিনে এবারের নোবেল পুরস্কার অর্জন করলেন। |
পদার্থ বিজ্ঞান
২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি।
পদার্থ বিজ্ঞান | ||
ক্লাউস হাসেলম্যান জার্মানি | জর্জিও পারিসি ইতালি | সাইকুরো মানাবে জাপান |
পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য। |
রসায়ন
২০২১ সালে রসায়নে নোবেল পেলেন বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।
রসায়ন | |
বেঞ্জামিন লিস্ট জার্মানি | ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান স্কটল্যান্ড |
অণু তৈরির একধরনের নতুন কৌশল অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালিসিস’ আবিষ্কারের জন্য। |
সাহিত্য
২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তাঞ্জানিয়ার আব্দুলরজাক গুরনাহ ।
সাহিত্য | |
আব্দুলরজাক গুরনাহ্ (সাহিত্যিক ) তাঞ্জানিয়া | |
ঔপনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রাম এবং সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে উদ্বাস্তু মানুষের কণ্ঠস্বরকে সাহসের সঙ্গে তুলে ধরার জন্য। |
শান্তি
২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করলেন ডেভিড এডওয়ার্ড কার্ড,জোশুয়া ডেভিড অ্যাংরিস্ট এবং গুইডো উইলহেলমাস ইম্বেন্স।
অর্থনীতি | ||
ডেভিড এডওয়ার্ড কার্ড মার্কিন যুক্তরাষ্ট্র | জোশুয়া ডেভিড অ্যাংরিস্ট মার্কিন যুক্তরাষ্ট্র | গুইডো উইলহেলমাস ইম্বেন্স মার্কিন যুক্তরাষ্ট্র |
ডেভিড কার্ড শ্রম অর্থশাস্ত্র এ অনবদ্য অবদানের জন্য নোবেল পুরস্কারের অর্ধেক ভাগ এবং ডেভিড অ্যাংরিস্ট ও গুইডো ইম্বেন্স কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে তাদের পদ্ধতিগত অবদানের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কারের বাকি অর্ধেকভাগ যৌথভাবে পেয়েছেন। |
সংক্ষেপে ২০২১ নোবেল বিজেতাদের তালিকা
বিভাগ | দেশ | নোবেল প্রাপক |
---|---|---|
চিকিৎসা বিজ্ঞান | মার্কিন যুক্তরাষ্ট্র | ডেভিড জুলিয়াস |
মার্কিন যুক্তরাষ্ট্র | আর্দেম পাতাপাউশিয়ান | |
পদার্থ বিজ্ঞান | জার্মানি | ক্লাউস হাসেলম্যান |
ইতালি | জর্জিও পারিসি | |
জাপান | সাইকুরো মানাবে | |
রসায়ন | জার্মানি | বেঞ্জামিন লিস্ট |
স্কটল্যান্ড | ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান | |
সাহিত্য | তাঞ্জানিয়া | আব্দুলরজাক গুরনাহ্ |
শান্তি | ফিলিপিন্স | মারিয়া রেসা |
রাশিয়া | দ্মিত্রি মুরাতভ | |
অর্থনীতি | মার্কিন যুক্তরাষ্ট্র | ডেভিড এডওয়ার্ড কার্ড |
মার্কিন যুক্তরাষ্ট্র | জোশুয়া ডেভিড অ্যাংরিস্ট | |
মার্কিন যুক্তরাষ্ট্র | গুইডো উইলহেলমাস ইম্বেন্স |
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : নোবেল পুরস্কার ২০২১ তালিকা _ Nobel Prize 2021 । PDF – বাংলা কুইজ
- File Size : 2.8 MB
- No. of Pages : 05
- Format : PDF
- Language : Bengali
- Topic : Nobel 2021 Winner List
আরো দেখে নাও:
নোবেল পুরস্কার ২০২০ তালিকা | Nobel Prize 2020 । PDF
নোবেল পুরস্কার সম্পর্কিত বিভিন্ন তথ্য
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here