NotesCurrent TopicsGeneral Knowledge Notes in Bengali

ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India

List of Blue Flag Certified Beaches in India

ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা

২০২১ সালের ২২শে সেপ্টেম্বর ভারতের আরও দুটি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাওয়ার পরে ভারতের মোট ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকতের সংখ্যা হলে দাঁড়ালো ১০টি। আজকে আমরা ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে দেখে দিয়ে ব্লু ফ্ল্যাগ সম্পর্কিত কিছু তথ্য।

ব্লু ফ্ল্যাগ কি ?

সমুদ্র সৈকতের দূষণমুক্তি, নান্দনিকতা, সুরক্ষা, পরিচ্ছন্নতার মতো ৩৩ টি শর্তের ওপরে ভিত্তি করে ডেনমার্কের ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতকে সার্টিফিকেশন দিয়ে থাকে। এই সার্টিফিকেশন ব্লু ফ্ল্যাগ নামে পরিচিত।

ভারতে বর্তমানে ১০টি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ (Blue Flag ) স্বীকৃতি পেয়েছে।

ভারতের রাজ্যভিত্তিক সমুদ্র সৈকতের তালিকা – PDF Download

ব্লু ফ্ল্যাগ স্বীকৃত ভারতীয় সমুদ্র সৈকত তালিকা

ক্রমসমুদ্র সৈকতরাজ্য / কেন্দ্র শাসিত অঞ্চলেস্বীকৃতি সাল
গোল্ডেন (পুরী )ওড়িশা২০২০
শিবরাজপুরগুজরাট ২০২০
ঘোঘলাদিউ ২০২০
কাসারকোডকর্ণাটক ২০২০
পাদুবিদ্রিকর্ণাটক ২০২০
কাপ্পাদকেরালা ২০২০
রুশিকোণ্ডাঅন্ধ্রপ্রদেশ ২০২০
রাধানগরআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্ ২০২০
কোভালামতামিলনাড়ু২০২১
১০ইডেনপুদুচেরি২০২১
১১থুন্ডিলক্ষদ্বীপ২০২২
১২কদমতলক্ষদ্বীপ২০২২
ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button