General Knowledge Notes in BengaliPolity Notes

ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা – PDF

Important Permanent Commission of India

ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা

ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা, তাদের স্থাপনাকাল সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো।

উল্লেখযোগ্য স্থায়ী কমিশন তালিকা

কমিশনের নামস্থাপনাকালতথ্য
আইন কমিশন১৮৩৪আইন সংস্কারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার বিষয়ে জনগণের উৎসাহ বৃদ্ধি করতে এই কমিশন গঠন করা হয়।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন১৯২৬কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই কমিশন পরিচালনা করে
চিফ লেবার কমিশন১৯৪৫শ্রম আইন কার্যকর ও শ্রম সংক্রান্ত্র সমস্যার সমাধান করে এই কমিশন
সেন্ট্রাল ওয়াটার মিশন১৯৪৫সমস্ত দেশের জলসম্পদ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবহারের বিভিন্ন প্রকল্প পরিচালনা করে।
ইলেকশন কমিশন ১৯৫০নির্বাচন পরিচালনা করে।
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন১৯৫৬ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি প্রদান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতিতে তহবিল বিতরণ এবং শিক্ষার মান নিয়ন্ত্রণ করতে এই কমিশন কাজ করে।
অর্থ কমিশন১৯৫১কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে।
অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া১৯৫৮ভারতে পারমাণবিক শক্তি সংক্রান্ত্র কাজকর্মের দিকে লক্ষ্য রাখে।
খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিস কমিশন১৯৫৭গ্রামীণ অঞ্চলে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি স্থাপন , প্রচার, পরিকল্পনা এবং সহায়তায় এই কমিশন কাজ করে।
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন১৯৬৪কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর, অফিসের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান
কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইস১৯৬৫কৃষকদের জন্য যথোপযুক্ত আয়ের ব্যবস্থা করা এবং কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সহায়তা করা।
অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন১৯৬৬দেশের জন-প্রশাসনিক ব্যাপারে সুপারিশ প্রদান করা।
ইলেকট্রনিক্স কমিশন১৯৭১ইলেকট্রনিক্স শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা।
ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশন১৯৭২ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ নদী ব্যবস্থা থেকে সর্বাধিক উপরকিতা পাওয়ার জন্য যোগাযোগ রক্ষা করতে কার্যকর যৌথ প্রচেষ্টা নিশ্চিত করা।
স্টাফ সিলেকশন কমিশন১৯৭৬কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ।
ন্যাশনাল ফ্লাড কমিশন১৯৭৬দেশের বন্যা নিয়ন্ত্রণ সমস্যাগুলির জন্য সমন্বিত এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরী করা।
কমিশন ফর এড্ডিশনাল সোর্স অফ এনার্জি১৯৮১নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নতি ও ব্যবহারের বিষয়ে নতুন পলিসি ও প্রোগ্রাম প্রণয়ন ও কার্যকর করা।
টেলিকম কমিশন১৯৮৯টেলিকম্যুনিকেশন -এর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা।
ন্যাশনাল কমিশন ফর ওমেন১৯৯২দেশে মহিলাদের স্বার্থ সুরক্ষিত করা এই কমিশনের কাজ।
ন্যাশনাল হিউমান রাইটস কমিশন১৯৯৩মানবতা প্রচার ও মানবতা রক্ষা করা এই কমিশনের কাজ।
ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস১৯৯৩সরকারি চাকরিতে সংরক্ষণের তালিকায় অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং বহিৰ্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সুপারিশ প্রদান করা এই কমিশনের কাজ।
ন্যাশনাল কমিশন ও ক্যাটেল২০০২দেশে গবাদি পশুর উন্নতিকরণের জন্য সুপারিশ করা।
ন্যাশনাল ফরেস্ট কমিশন২০০৩বিদ্যমান অরণ্য নীতির পর্যালোচনা ও মূল্যায়ন করা।
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া২০০৩সমগ্র দেশে ২০০২ সালের কম্পিটিশন আইন বলবৎ করা।
ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট২০০৪দেশে তপসীলি জাতিদের স্বার্থ সুরক্ষা করা এবং অবস্থার উন্নয়ন করা।
ন্যাশনাল কমিশন ফর সিডিউল ট্রাইব২০০৪ দেশে তপসীলি উপজাতিদের স্বার্থ সুরক্ষা করা এবং অবস্থার উন্নয়ন করা।
ন্যাশনাল কমিশন ফর এন্টারপ্রাইজেস ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর২০০৪অসংগঠিত ক্ষেত্রে কার্য উদ্যোগগুলি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় তার সমাধানে এই কমিশন গঠন করা হয়।
ন্যাশনাল স্ট্যাটিসটিকাল কমিশন২০০৫তথ্য সংগ্রহের সময় স্ট্যাটিসটিকাল সংস্থাগুলি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় তা হ্রাস করতে এই কমিশন কাজ করে।
সেন্ট্রাল ইনফরমেশন কমিশন২০০৫অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে অভিযোগ গ্রহণ ও তদন্ত করা।
উল্লেখযোগ্য স্থায়ী কমিশন তালিকা

এরকম আরও কিছু পোস্ট :

গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন । Important Committees and Commissions

পাবলিক অ্যাকাউন্টস কমিটি – Public Accounts Committee

ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ (২০২১ ) – PDF

ভারতের অর্থ কমিশন । Finance Commission in India

Download Section

  • File Name : ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা – বাংলা কুইজ
  • File Size : 1.3 MB
  • No. of Pages : 03
  • Formar : PDF
  • Language : Bengali
  • Subject : Indian Polity

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button