General Knowledge Notes in BengaliPolity Notes
ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা – PDF
Important Permanent Commission of India
ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা
ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা, তাদের স্থাপনাকাল সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো।
উল্লেখযোগ্য স্থায়ী কমিশন তালিকা
কমিশনের নাম | স্থাপনাকাল | তথ্য |
---|---|---|
আইন কমিশন | ১৮৩৪ | আইন সংস্কারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার বিষয়ে জনগণের উৎসাহ বৃদ্ধি করতে এই কমিশন গঠন করা হয়। |
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন | ১৯২৬ | কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই কমিশন পরিচালনা করে |
চিফ লেবার কমিশন | ১৯৪৫ | শ্রম আইন কার্যকর ও শ্রম সংক্রান্ত্র সমস্যার সমাধান করে এই কমিশন |
সেন্ট্রাল ওয়াটার মিশন | ১৯৪৫ | সমস্ত দেশের জলসম্পদ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবহারের বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। |
ইলেকশন কমিশন | ১৯৫০ | নির্বাচন পরিচালনা করে। |
ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন | ১৯৫৬ | ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি প্রদান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতিতে তহবিল বিতরণ এবং শিক্ষার মান নিয়ন্ত্রণ করতে এই কমিশন কাজ করে। |
অর্থ কমিশন | ১৯৫১ | কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। |
অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া | ১৯৫৮ | ভারতে পারমাণবিক শক্তি সংক্রান্ত্র কাজকর্মের দিকে লক্ষ্য রাখে। |
খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিস কমিশন | ১৯৫৭ | গ্রামীণ অঞ্চলে খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রি স্থাপন , প্রচার, পরিকল্পনা এবং সহায়তায় এই কমিশন কাজ করে। |
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন | ১৯৬৪ | কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর, অফিসের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান |
কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইস | ১৯৬৫ | কৃষকদের জন্য যথোপযুক্ত আয়ের ব্যবস্থা করা এবং কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের সহায়তা করা। |
অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন | ১৯৬৬ | দেশের জন-প্রশাসনিক ব্যাপারে সুপারিশ প্রদান করা। |
ইলেকট্রনিক্স কমিশন | ১৯৭১ | ইলেকট্রনিক্স শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা। |
ইন্দো-বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশন | ১৯৭২ | ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ নদী ব্যবস্থা থেকে সর্বাধিক উপরকিতা পাওয়ার জন্য যোগাযোগ রক্ষা করতে কার্যকর যৌথ প্রচেষ্টা নিশ্চিত করা। |
স্টাফ সিলেকশন কমিশন | ১৯৭৬ | কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। |
ন্যাশনাল ফ্লাড কমিশন | ১৯৭৬ | দেশের বন্যা নিয়ন্ত্রণ সমস্যাগুলির জন্য সমন্বিত এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরী করা। |
কমিশন ফর এড্ডিশনাল সোর্স অফ এনার্জি | ১৯৮১ | নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নতি ও ব্যবহারের বিষয়ে নতুন পলিসি ও প্রোগ্রাম প্রণয়ন ও কার্যকর করা। |
টেলিকম কমিশন | ১৯৮৯ | টেলিকম্যুনিকেশন -এর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা। |
ন্যাশনাল কমিশন ফর ওমেন | ১৯৯২ | দেশে মহিলাদের স্বার্থ সুরক্ষিত করা এই কমিশনের কাজ। |
ন্যাশনাল হিউমান রাইটস কমিশন | ১৯৯৩ | মানবতা প্রচার ও মানবতা রক্ষা করা এই কমিশনের কাজ। |
ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস | ১৯৯৩ | সরকারি চাকরিতে সংরক্ষণের তালিকায় অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং বহিৰ্ভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সুপারিশ প্রদান করা এই কমিশনের কাজ। |
ন্যাশনাল কমিশন ও ক্যাটেল | ২০০২ | দেশে গবাদি পশুর উন্নতিকরণের জন্য সুপারিশ করা। |
ন্যাশনাল ফরেস্ট কমিশন | ২০০৩ | বিদ্যমান অরণ্য নীতির পর্যালোচনা ও মূল্যায়ন করা। |
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া | ২০০৩ | সমগ্র দেশে ২০০২ সালের কম্পিটিশন আইন বলবৎ করা। |
ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্ট | ২০০৪ | দেশে তপসীলি জাতিদের স্বার্থ সুরক্ষা করা এবং অবস্থার উন্নয়ন করা। |
ন্যাশনাল কমিশন ফর সিডিউল ট্রাইব | ২০০৪ | দেশে তপসীলি উপজাতিদের স্বার্থ সুরক্ষা করা এবং অবস্থার উন্নয়ন করা। |
ন্যাশনাল কমিশন ফর এন্টারপ্রাইজেস ইন দ্য আনঅর্গানাইজড সেক্টর | ২০০৪ | অসংগঠিত ক্ষেত্রে কার্য উদ্যোগগুলি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় তার সমাধানে এই কমিশন গঠন করা হয়। |
ন্যাশনাল স্ট্যাটিসটিকাল কমিশন | ২০০৫ | তথ্য সংগ্রহের সময় স্ট্যাটিসটিকাল সংস্থাগুলি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয় তা হ্রাস করতে এই কমিশন কাজ করে। |
সেন্ট্রাল ইনফরমেশন কমিশন | ২০০৫ | অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে অভিযোগ গ্রহণ ও তদন্ত করা। |
এরকম আরও কিছু পোস্ট :
গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন । Important Committees and Commissions
ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ (২০২১ ) – PDF
Download Section
- File Name : ভারতের বিভিন্ন স্থায়ী কমিশন তালিকা – বাংলা কুইজ
- File Size : 1.3 MB
- No. of Pages : 03
- Formar : PDF
- Language : Bengali
- Subject : Indian Polity
To check our latest Posts - Click Here