বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য – PDF
Important Facts about Different Elements
বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইলো।
বিশেষ বৈশিষ্ট্য | মৌল |
---|---|
স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু | পারদ (গলনাঙ্ক : -৩৮.৮৩ ডিগ্রী , গ্যালিয়াম (গলনাঙ্ক ২৯.৮ ডিগ্রী ) |
স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু | ব্রোমিন |
ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল | অক্সিজেন (৪৬.৫% ) সিলিকন (২৮.২% ) |
ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতু | অ্যালুমিনিয়াম |
বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল | নাইট্রোজেন |
লিথোস্ফিয়ারে সর্বাধিক উপস্থিত মৌল | অক্সিজেন |
মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল | হাইড্রোজেন |
দুষ্প্রাপ্য মৌল | অ্যাস্টাটিন |
সবচেয়ে হালকা ধাতু | লিথিয়াম |
সবচেয়ে হালকা গ্যাস | হাইড্রোজেন |
সবচেয়ে ভারী গ্যাস | রেডন |
কঠিনতম মৌলিক পদার্থ | হীরক (কার্বন ) |
অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেনের সাথে থেকে | হিলিয়াম |
তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু | গ্রাফাইট, গ্যাস কার্বন |
একটি তড়িৎ ধনাত্বক অধাতু | হাইড্রোজেন |
সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস | হিলিয়াম |
জলের চেয়ে হালকা ধাতু | সোডিয়াম, লিথিয়াম |
সর্বাপেক্ষা নমনীয় ধাতু | সোনা |
একটি ভঙ্গুর ধাতু | বিসমাথ |
ধাতু ও অধাতু – উভয় ধর্ম বর্তমান (ধাতুকল্প ) | আর্সেনিক, এন্টিমনি |
দুটি উজ্বল অধাতু | আয়োডিন, গ্রাফাইট |
সবচেয়ে ভারী অধাতু | আয়োডিন |
কযেকটি তড়িৎ ধনাত্বক মৌল | সোডিয়াম, পটাসিয়াম, হাইড্রোজেন প্রভৃতি |
কযেকটি তড়িৎ ঋনাত্বক মৌল | ফ্লুরিন, ক্লোরিন প্রভৃতি |
সবচেয়ে তড়িৎ ঋনাত্বক মৌল | ফ্লুরিন |
সবচেয়ে তড়িৎ ধনাত্বক মৌল | সিজিয়াম |
সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী ধাতু | রুপো |
মুদ্রা ধাতুর উদাহরণ | তামা, রুপা,সোনা |
নোবেল মেটাল বা বর ধাতুর উদাহরণ | সোনা, , প্ল্যাটিনাম, রুপা |
সন্ধিগত মৌলের উদাহরণ | লোহা, কোবাল্ট , তামা , নিকেল |
আদর্শ মৌলের উদাহরণ | সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম |
বিরল মৃত্তিকা মৌলের উদাহরণ | সিরিয়াম, লুটেসিয়াম |
নিষ্ক্রিয় গ্যাস (নোবেল গ্যাস ) | হিলিয়াম, নিয়ন, আর্গন , ক্রিপ্টন, জেনন, রেডন |
তেজস্ক্রিয় মৌল | রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম |
দুষ্ট মৌল | হাইড্রোজেন |
হ্যালোজেন মৌল | ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন |
ক্ষার ধাতু | লিথিয়াম, সোডিয়াম,পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রানসিয়াম |
যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি | টাংস্টেন |
বিভিন্ন মৌল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ?
পর্যায় সারণিতে H-এর স্থান বিতর্কমূলক। প্রথম শ্রেণিতে থাকা ক্ষারধাতু গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায়। ক্ষার ধাতু গুলির মতো হাইড্রোজেন একযােজী, ধনাত্মক তড়িৎ ধর্মী বিজারক; অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে এবং দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে।
অন্যদিকে, ১৭ নং শ্রেণিতে থাকা হ্যালোজেন মৌল গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায় ক্লোরিন বা ক্লোরিনের মতাে হাইড্রোজেনও গ্যাস এবং অধাতু; ধাতব হ্যালাইডের মতাে ধাতুর সঙ্গে হাইড্রাইড (NaH) উৎপন্ন করে। হ্যালাইড যেমন আয়নিত হলে অ্যানায়ন উৎপন্ন করে, সেইরকম হাইড্রাইড যৌগ আয়নিত হলে H (অ্যানায়ন) দেয়।
হাইড্রোজেনের এই দ্বৈত আচরণের জন্য একে ‘দুষ্ট মৌল বলে চিহ্নিত করা হয়।
সবচেয়ে ভারী ধাতুর নাম কি ?
অসমিয়াম
সবচেয়ে হালকা ধাতু কি ?
সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম।
পারদ ছাড়া তরল ধাতু কি ?
পারদ ছাড়া ঘরের উষ্ণতায় তরল ধাতু হল গ্যালিয়াম ।
এরকম আরও কিছু পোস্ট :
- বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
- ১১৮টি মৌলের পারমাণবিক সংখ্যা ও প্রতীক তালিকা
- পর্যায় সারণির মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ
- আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার
- বিভিন্ন ধরণের মৌল
Download Section
- File Name :
- File Size :
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Subject : Science
To check our latest Posts - Click Here