Current TopicsCurrent Affairs
৬৩তম রমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ – বিজয়ীদের তালিকা
Ramon Magsaysay Award 2021 - List of Winners
রমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ – বিজয়ীদের তালিকা
সম্প্রতি প্রকাশিত হয়েছে ৬৩তম রমান ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের তালিকা (রমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ )। এবারে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে ৫ জনের হাতে ।
৬৩তম রমন ম্যাগসেসে পুরস্কার বিজেতাদের তালিকা | |
দেশ | বিজয়ী |
---|---|
বাংলাদেশ | ফিরদৌসী কাদরী |
পাকিস্তান | মহম্মদ আমজাদ সাকিব |
ফিলিপিন্স | রবার্তো ব্যালন |
মার্কিন যুক্তরাষ্ট্র | স্টিভেন মানসি |
ইন্দোনেশিয়া | ওয়াচডক |
রমন ম্যাগসাসাই পুরস্কার পেয়েছেন
- বাংলাদেশের ভ্যাকসিন প্রস্তুতকারক বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী
- পাকিস্তানের অর্থনীতিবিদ মহম্মদ আমজাদ সাকিব
- ফিলিপাইনের মাছ ও সম্প্রদায়ের পরিবেশবিদ রবার্তো ব্যালন
- মানবিক কাজ ও শরণার্থী সহায়তার ক্ষেত্রে কর্মরত মার্কিন নাগরিক স্টিভেন মানসি
- ইন্দোনেশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ওয়াচডক।
রমন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য –
- ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের সম্মানে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
- জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- এই পুরস্কারকে ‘এশিয়ার নোবেল’ ও বলা হয়ে থাকে।
- প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় ১৮৫৮ সালে।
- প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার পান আচার্য বিনোদ ভাবে ।
- ২০১৯ সালের ভারতের সাংবাদিক রাভিস কুমার এই পুরস্কার পেয়েছিলেন।
আরও দেখে নাও :
- ২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান
- রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার – বিজয়ীদের তালিকা – PDF
- অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ
- ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ । ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস – PDF
- সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
- বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
To check our latest Posts - Click Here