General Knowledge Notes in BengaliNotes

শক্তির রূপান্তর – সংরক্ষণশীলতা নীতি – উদাহরণ

The Law of Energy Conversion - Examples of Energy Conversion

শক্তির রূপান্তর – সংরক্ষণশীলতা নীতি – উদাহরণ

আজকে আমরা আলোচনা করবো শক্তির রূপান্তর , শক্তির সংরক্ষণশীলতা নীতি এবং এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তরের বিভিন্ন উদাহরণ নিয়ে।বিভিন্ন প্রকার শক্তির সকলেই পরস্পরের সাথে সম্পর্কিত। অর্থাৎ কোনো একটা থেকে অন্যটাতে পরিবর্তন সম্ভব। এ পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। আসলে প্রায় প্রত্যেক প্রাকৃতিক ঘটনাকেই শক্তির রূপান্তর হিসেবে ধরা যেতে পারে।

শক্তির সংরক্ষণশীলতা নীতি

শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের উদাহরণ –

যান্ত্রিক শক্তির রূপান্তর

যান্ত্রিক শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • যান্ত্রিক ➟ তাপশক্তি : হাতে হাত ঘষলে তালু গরম হয়, তুরপুন নিয়ে লোহায় ছিদ্র করলে প্রচুর তাপ উৎপন্ন হয়।
  • যান্ত্রিক ➟ শব্দশক্তি : সেতার, বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্রে যান্ত্রিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
  • যান্ত্রিক ➟  তড়িৎশক্তি : ডায়নামো যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
  • যান্ত্রিক ➟ রাসায়নিক ও তাপশক্তি : দেশলাই বাক্সে কাঠি ঘষে আগুন জ্বালানো হলে যান্ত্রিক শক্তি রাসায়নিক ও তাপশক্তিতে রূপান্তরিত হয়।
  • যান্ত্রিক ➟ চৌম্বকশক্তি : লোহার দণ্ডকে চুম্বক দ্বারা

তাপ শক্তির রূপান্তর

তাপ শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • তাপশক্তি যান্ত্রিক শক্তি : কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার সাহায্যে জলকে বাস্পে পরিণত করে বাষ্পচালিত ইঞ্জিন চালানো হয়। এক্ষেত্রে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
  • তাপশক্তি তড়িৎ শক্তি : একটি তামার তারের প্রান্ত ও লোহার তারের প্রান্ত যুক্ত করে একপ্রান্ত শীতল ও অপর প্রান্ত উত্তপ্ত করলে তার দুটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ হয়। এক্ষেত্রে তাপশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
  • তাপশক্তি আলোকশক্তি : একটি সরু প্ল্যাটিনাম তারকে উত্তপ্ত করলে তারটি উজ্জ্বল আলো বিকিরণ করে। এক্ষেত্রে তাপশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
  • তাপশক্তি শব্দশক্তি : খুব উত্তপ্ত করলে যে-কোনো তরল থেকে হিসহিস্ শব্দ শোনা যায়। এক্ষেত্রে তাপশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।

তড়িৎশক্তির রূপান্তর

তড়িৎ শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • তড়িৎশক্তি ➟ তাপ শক্তি : বৈদ্যুতিক হিটার, ইস্তিরি প্রভৃতি যন্ত্রে তড়িৎশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
  • তড়িৎশক্তি ➟ যান্ত্রিক শক্তি : বৈদ্যুতিক পাখায় তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
  • তড়িৎশক্তি ➟ আলোকশক্তি : বৈদ্যুতিকবাল্ব -এ তড়িৎশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
  • তড়িৎশক্তি ➟ রাসায়নিক শক্তি : তড়িদবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করলে পদার্থটি তড়িৎবিশ্লেষিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। এক্ষেত্রে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
  • তড়িৎশক্তি ➟ শব্দশক্তি : টেলিফোনের গ্রাহক যন্ত্র, টেলিভিশন, রেডিও, স্পিকার সিস্টেম প্রভৃতিতে তড়িৎ
    শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
  • তড়িৎশক্তি ➟চৌম্বক শক্তি : তড়িৎচুম্বকে তড়িৎশক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়।

আলোকশক্তির রূপান্তর

আলোক শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • আলোকশক্তি ➟ তাপ শক্তি : ফোটোগ্রাফিক প্লেট বা ফিল্মে আলো পড়লে, সালোকসংশ্লেষ পদ্ধতিতে আলোকশক্তি
    রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
  • আলোকশক্তি ➟ তড়িৎশক্তি : ফোটোইলেকট্রিক কোশে আলো পড়লে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়।এ ক্ষেত্রে আলোকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।

শব্দশক্তির রূপান্তর

  • শব্দশক্তি ➟ যান্ত্রিক শক্তি : প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জানলার কাচ ভেঙে যায়। এক্ষেত্রে শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে
    রূপান্তরিত হয়।
  • শব্দশক্তি ➟ রাসায়নিক শক্তি : অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে বিস্ফোরণ ঘটালে বিস্ফোরণের শব্দে গ্যাসটি বিশ্লিষ্ট হয়ে
    কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এক্ষেত্রে শব্দশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
  • শব্দশক্তি ➟ তড়িৎশক্তি : শব্দশক্তির প্রভাবে টেলিফোনের প্রেরক যন্ত্রে এবং মাইক্রোফোনে উপস্থিত ডায়াফ্রামে
    সৃষ্ট কম্পন তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।

চৌম্বক শক্তির রূপান্তর

চৌম্বক শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • চৌম্বক শক্তি ➟ তাপশক্তি : একটি লোহার দণ্ডকে বারবার চুম্বকিত ও বিচুম্বকিত করলে দণ্ডটি উত্তপ্ত হয়। এক্ষেত্রে
    চৌম্বকশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়।
  • চৌম্বক শক্তি ➟ তড়িৎশক্তি : কোনো চৌম্বক ক্ষেত্রে একটি পরিবাহী তারের কুণ্ডলীকে ঘােরালে কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে চৌম্বকশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
  • চৌম্বক শক্তি ➟ যান্ত্রিক শক্তি : কোনো দণ্ডচুম্বককে লৌহচূর্ণের কাছে আনলে লৌহচূর্ণগুলি দণ্ডচুম্বকের দিকে আকৃষ্ট
    হয়ে দণ্ডচুম্বকের গায়ে লেগে যায়। এক্ষেত্রে চৌম্বকশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

রাসায়নিক শক্তির রূপান্তর

রাসায়নিক শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • রাসায়নিক শক্তি ➟ তড়িৎশক্তি : ব্যাটারি (বৈদ্যুতিক কোশে)-তে রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়।
  • রাসায়নিক শক্তি ➟ তাপশক্তি : কয়লা, কেরোসিন, পেট্রোল প্রভৃতির দহনে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি
    তাপশক্তিতে রূপান্তরিত হয়।
  • রাসায়নিক শক্তি ➟ আলোকশক্তি :  ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে উজ্জ্বল আলো সৃষ্টি হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়।
  • রাসায়নিক শক্তি ➟ শব্দশক্তি : পটকা, বোমা প্রভৃতির বিস্ফোরণে রাসায়নিক শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
  • রাসায়নিক শক্তি ➟ যান্ত্রিক শক্তি :  কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে
    রূপান্তরিত হয়।

নিউক্লীয় শক্তির রূপান্তর

নিউক্লীয় শক্তি থেকে বিভিন্ন শক্তিতে রূপান্তরের উদাহরণ নিচে দেওয়া রইলো ।

  • নিউক্লীয় শক্তি ➟ যান্ত্রিক শক্তি :  নিউক্লীয় সাবমেরিনে নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়।

ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল অফলাইন পড়ার জন্য ডাউনলোড করে নাও ।

Download Section 

  • File Name : শক্তির রূপান্তর
  • File Size : 3MB
  • No. of Pages : 04
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Physical Science

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button