History NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহ / আন্দোলন / বৈপ্লবিক ঘটনাসমূহ ও নেতৃবৃন্দ
Important Historical Movements of India
ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহ / আন্দোলন / বৈপ্লবিক ঘটনাসমূহ ও নেতৃবৃন্দ
ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহ / আন্দোলন / বৈপ্লবিক ঘটনাসমূহ ও নেতৃবৃন্দ তালিকা নিচে দেওয়া রইলো ।
ঘটনা | স্থান | সাল | নেতৃবৃন্দ |
---|---|---|---|
চুয়াড় বিদ্রোহ | মেদিনীপুর বাঁকুড়া সিংভূম মানভূম ধলভূম (জঙ্গলমহল ) | ১৭৬৮-১৭৯৯ ১৮২০- ১৮৩৭ | রাজা জগন্নাথ |
সন্ন্যাসী বিদ্রোহ | বাংলা | ১৭৬৩-১৮০০ | দেবী চৌধুরানী মজনু শাহ মুসা শাহ ভবানী পাঠক |
রংপুর বিদ্রোহ | বাংলা | ১৭৮৩ | নুরুলউদ্দিন দির্জি নারায়ণ |
পাইক বিদ্রোহ | ওড়িশা | ১৮১৭-১৮ | বিদ্যাধর মহাপাত্র |
কোল বিদ্রোহ | বিহার | ১৮৩১-৩২ | বুধু ভগৎ |
ভিল বিদ্রোহ | পশ্চিম ভারত | ১৮১৮-৪৬ | গোবিন্দ গুরু |
ফরাজী আন্দোলন | বাংলা | ১৮৩৮-৪৮ | হাজি শরিয়ৎউল্লাহ দুদু মিয়া |
কুকা বিদ্রোহ | পাঞ্জাব | ১৮৪০ | ভগৎ জওহর মাল |
সাঁওতাল বিদ্রোহ | বাংলা বিহার | ১৮৫৫-৫৬ | সিধু কানু |
সিপাহী বিদ্রোহ | মিরাটে শুরু ধীরে ধীরে উত্তর, মধ্য ও পশ্চিম ভারত | ১৮৫৭ | দ্বিতীয় বাহাদুর শাহ মঙ্গল পান্ডে বেগম হজরত মহল রানী লক্ষ্মীবাঈ নানা সাহেব তাঁতিয়া টোপি প্রমুখেরা |
নীল বিদ্রোহ | বাংলা | ১৮৫৯-৬০ | বিষ্ণু বিশ্বাস দিগম্বর বিশ্বাস |
ওয়াহাবি আন্দোলন | বেরিলি (উত্তর প্রদেশ ) বাংলা | ১৮৬৩-৬৫ | সৈয়দ আহমেদ তিতুমীর |
রামোসি আন্দোলন | মহারাষ্ট্র | ১৮৭৯ | বাসুদেব বলবন্ত ফাদকে |
রান্ড ও আর্মহাস্ট হত্যা | পুনে | ১৮৯৭ | চাপেকর ভ্রাতৃদ্বয় |
বয়কট ও স্বদেশী আন্দোলন | বাংলা ও পরবর্তী কালে সমগ্র ভারত | ১৯০৫-০৮ | লাল-বাল-পাল অরবিন্দ ঘোষ সাভারকার |
কিংসফোর্ড হত্যার চেষ্টা | মুজাফ্ফরপুর | ১৯০৮ | ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি |
আলিপুর বোমা ষড়যন্ত্র | কলকাতা | ১৯০৮ | অরবিন্দ ঘোষ |
কার্জন উইলি হত্যা | লন্ডন | ১৯০৯ | মদন লাল ধিংড়া |
দিল্লি বোমা ষড়যন্ত্র | দিল্লি | ১৯১২ | রাসবিহারী বসু বসন্ত কুমার |
লাহোর ষড়যন্ত্র | লাহোর পাঞ্জাব | ১৯১৫ | রাসবিহারী বসু |
বুড়িবালামের যুদ্ধ | বুড়িবালাম (ওড়িশা ) | ১৯১৫ | যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় |
হোমরুল আন্দোলন | পুনে ও পরবর্তীকালে পুরো ভারত | ১৯১৬-১৮ | অ্যানি বেসান্ত বাল গঙ্গাধর তিলক |
চম্পারণ সত্যাগ্রহ | বিহার | ১৯১৭ | মহাত্মা গান্ধী |
খেদা সত্যাগ্রহ | গুজরাট | ১৯১৮ | মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল |
খিলাফত আন্দোলন | পুরো ভারতে | ১৯১৯-২৪ | মোহাম্মদ আলি সওকত আলি মৌলানা আবুল কালাম আজাদ হাকিম আজমল খান হাসরাত মোহানী |
অসহযোগ আন্দোলন | পুরো ভারতে | ১৯২০-২২ | মহাত্মা গান্ধী |
আকালি আন্দোলন | পাঞ্জাব | ১৯২০-২৫ | শিখ সম্প্রদায় |
মোপলা বিদ্রোহ | কেরালা | ১৯২১ | সৈয়দ আলি সৈয়দ ফজল |
চৌরিচৌরা ঘটনা | গোরক্ষপুর, উত্তরপ্রদেশ | ১৯২২ | অসহযোগ আন্দোলনকারী |
কাকোরি ট্রেন ডাকাতি | কাকোরি , উত্তরপ্রদেশ | ১৯২৫ | রামপ্রসাদ বিসমিল আসফাকুল্লাহ |
স্যান্ডার্স হত্যা | লাহোর | ১৯২৭ | ভগৎ সিং |
বরদলুই আন্দোলন | গুজরাট | ১৯২৮ | সর্দার বল্লভভাই প্যাটেল |
আইনসভা বোমা ষড়যন্ত্র | দিল্লি | ১৯২৯ | ভগৎ সিং বটুকেশ্বর দত্ত |
খুদাই খিদমতগার আন্দোলন | উত্তর-পশ্চিম আন্দোলন | ১৯২৯ | খান আব্দুর গফ্ফর খান |
আইন অমান্য আন্দোলন | পুরো ভারতে | ১৯২৯-৩১ | মহাত্মা গান্ধী |
লবন সত্যাগ্রহ | সবরমতি আশ্রম | ১২ই মার্চ ১৯৩০ | মহাত্মা গান্ধী |
চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন | চট্টগ্রাম, বাংলাদেশ | ১৯৩০ | সূর্যসেন |
সর্বভারতীয় কৃষাণ সভা | লখনৌ | ১৯৩৬ | সহজানন্দ সরস্বতী |
ব্যক্তিগত সত্যাগ্রহ | পুরো ভারত | ১৯৪০ | বিনোবা ভাবে জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেল |
জেনারেল ডায়ার হত্যা | লন্ডনে | ১৯৪০ | উধম সিং |
ভারত ছাড়ো আন্দোলন | পুরো ভারত | ১৯৪২-৪৫ | মহাত্মা গান্ধী মাতঙ্গিনী হাজরা অরুণা আসফ আলি প্রমুখেরা |
তেভাগা আন্দোলন | বাংলা | ১৯৪৬ | নিয়ামত আলি কম্পারণ সিং |
নৌবিদ্রোহ | বোম্বাই | ১৯৪৬ | রয়্যাল ইন্ডিয়ান নেভি |
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহের তালিকা
- ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
- ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা – PDF Download
- কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
- ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
- ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা
Download Section
- File Name : ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহ _ আন্দোলন _ বৈপ্লবিক ঘটনাসমূহ ও নেতৃবৃন্দ
- File Size : 3 MB
- Format: PDF
- No. of Pages: 04
- Language: Bengali
- Subject: History
Covere Topics : ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের নেতাগণ তালিকা, বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের তালিকা, বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনের তালিকা, আন্দোলন ও বিদ্রোহের নেতাগণ, বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন PDF, ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ, কে কোন বিদ্রোহের নেতা
To check our latest Posts - Click Here