Current TopicsGeneral Knowledge Notes in Bengali

জাতীয় ক্রীড়া দিবস – National Sports Day

Interesting Facts About Hockey Legend Major Dhyan Chand

জাতীয় ক্রীড়া দিবস

প্রিয় পাঠকেরা, আজ ২৯ শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস । সারা ভারত জুড়ে পালিত হয় হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন এবং  জাতীয় ক্রীড়া দিবস। ১৯০৫ সালে এই দিনটিতেই জন্মেছিলেন হকির জাদুকর মেজর ধ্যান চাঁদ । দেশের হয়ে অলিম্পিকের (১৯২৮, ১৯৩৪, ১৯৩৬) আসর থেকে তিনবার স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন ধ্যান চাঁদ। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ২৯ শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়।

ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান হল মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন)।

ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষ্যে দেখে নেওয়া যাক, ভারতে ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদান এবং তাঁর সম্পর্কিত কিছু তথ্য।

  • ১৯০৫ সালের ২৯ অগাস্ট ,উত্তরপ্রদেশের প্রয়াগরাজে  জন্ম গ্রহণ করেন  ধ্য়ান সিং নামে জন্মগ্রহণ করেন ধ্য়ানচাঁদ । ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে হকি খেলেছিলেন ধ্যানচাঁদের পরিবারের সদস্যরা।
  • মাত্র ১৬ বছর বয়সে ১৯২২ সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন মেজর ধ্যানচাঁদ। সময়ের অভাবে রাতের দিকে হকি  অনুশীলন করতেন তিনি তাই তাঁর সতীর্থরা ‘চাঁদ’ নামে সম্বোধন করতেন ধ্যানচাঁদকে। তিনি পঞ্জাব রেজিমেন্টের মেজর পদে উন্নিত হয়েছিলেন।
  • একদম ছোটবেলায় কুস্তিতে মূলত আগ্রহ ছিল ধ্যানচাঁদের। যদিও সেনা যোগ করার পর  হকিতে মনোনিবেশ করেন তিনি ।
  • ১৯২৬ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত ধ্যানচাঁদ তাঁর পুরো কেরিয়ারে ৪০০-র উপরে গোল করেছেন।
  • ইংরেজদের অধীনস্ত ভারতীয় হকি দলের হয়ে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিক এ অংশ নেন মেজর ধ্যানচাঁদ । প্রতিবারই দেশকে স্বর্ণ পদক  এনে দিয়েছিলেন তিনি।
  • ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে  সর্বোচ্চ গোলদাতা ছিলেন ধ্যানচাঁদ। এরপর তাঁকে  হকির জাদুকর হিসেবে আখ্যা দেওয়া হয় ।
  • ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের একটি ম্যাচে আমেরিকাকে ২৪-১ গোলে হারিয়েছিল ভারত। সেই  ম্যাচে ৮ গোল করেছিলেন ধ্যানচাঁদ।
  •  ১৯৩৪ সালের নিউজিল্যান্ড সফরে অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন ধ্যানচাঁদ। সেই সফরে তিনি  ২৩ ম্যাচ রেকর্ড  ২০১ টি গোল করেন।
  • ধ্যানচাঁদ নিজের জীবনের শেষ ম্যাচ খেলেন  বাংলার বিরুদ্ধে। অবশিষ্ট ভারতের হয়ে খেলেছিলেন ১৯৪৮ সালে সেই ম্যাচ। ১৯৫৬ সাল ৫১ বছর বয়সে অবসর গ্রহণ করেন  ধ্যানচাঁদ ।
  • ক্রীড়া ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ১৯৫৬ সালে তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।

আরো দেখে নাও : জাতীয় ক্রীড়া দিবস – National Sports Day । কুইজ সেট – ১৫৩

ভারতের স্বাধীনতা দিবস স্পেশাল ক্যুইজ সেট

মিলখা সিং কুইজ – জানা অজানা তথ্য

টোকিও অলিম্পিকে ভারত – India at Tokyo Olympics

ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব – PDF

জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button