Indian Constitution Questions And Answers In Bengali
Indian Constitution & Polity MCQ in Bengali
ভারতের সংবিধান প্রশ্ন ও উত্তর : ৩১ – ৬০
৩১. কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব বিধানসভা না থাকার কারণে তাদের আইন পাশ হয়–
(A) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা
(B) সংসদের দ্বারা
(C) রাষ্ট্রপতির দ্বারা
(D) মুখাপ্রশাসকের দ্বারা
৩২. নীচের কোনটি ভারতের 28 (২৮) তম অঙ্গরাজ্য ?
(A) ঝাড়খণ্ড
(B) ছত্তিশগড়
(C) উত্তরাঞ্চল (বর্তমান উত্তরাখণ্ড)
(D) কোনোটিই নয়
৩৩. নীচের কোনটি পুনঃঅঙ্গরাজ্য হিসাবে গৃহীত হওয়ার আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল?
(A) হিমাচল প্রদেশ
(B) ত্রিপুরা
(C) মনিপুর
(D) উপরের সবকটি
৩৪. নীচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় ?
(A) চণ্ডীগড়
(B) পণ্ডিচেরী
(C) ত্রিপুরা
(D) এদের কোনোটিই নয়
৩৫. ভারতীয় সংবিধানে নাগরিকত্ব ধরন হচ্ছে –
(A) একক নাগরিকত্ব
(B) দ্বৈত নাগরিকত্ব
(C) নাগরিকত্বের ব্যাপারে নিশ্চুপ
(D) বহু নাগরিকত্ব
৩৬. ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জনের বিস্তারিত উল্লেখ আছে-
(A) ভারত স্বাধীনতা আইন, 1947
(B) প্রাদেশিক গভর দ্বারা প্রকাশিত নির্দেশ, 1946
(C) ভারতীয় সংসদ দ্বারা প্রণীত 1955 সালের আইন
(D) ভারতীয় সংবিধানের সপ্তম অংশে
৩৭. নীচের কোনটি ভারতীয় নাগরিক হওয়ার শর্ত নয় ?
(A) জন্মগতভাবে
(B) উত্তরাধিকার সূত্রে
(C) সম্পদ সংগ্রহের মাধ্যমে
(D) প্রকৃতিগত কারণে
৩৮. নাগরিকত্ব অর্জন শর্ত কে নির্দেশ করেন ?
(A) নির্বাচন কমিশন
(B) সংসদ
(C) রাষ্ট্রপতি
(D) সংসদ ও রাজ্য বিধানসভা যৌথভালে
৩৯. সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন?
(A) তিন বছর
(B) পাঁচ বছর
(C) সাত বছর
(D) দশ বছর
৪০. মৌলিক অধিকার সংবিধানের যেখানে বর্ণিত আছে?
(A) অংশ III
(B) অংশ IV
(C) সপ্তম তপশীলে
(D) ওপরের কোনোটি নয়
৪১. ভারতের মূল সংবিধান সাতটি মৌলিক অধিকারের কথা বললেও বর্তমানে আছে-
(A) তিনটি মৌলিক অধিকার
(B) চারটি মৌলিক অধিকার
(C) পাঁচটি মৌলিক অধিকার
(D) ছয়টি মৌলিক অধিকার
৪২. নীচের কোনটি মূল মৌলিক অধিকারে উল্লেখ তাখলেও পরে সেটিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে ?
(A) সম্পত্তির অধিকার
(B) সাংবিধানিক প্রতিকারের অধিকার
(C) ধর্মের স্বাধীনতার অধিকার
(D) ওপরের কোনোটি নয়
৪৩. নীচের কোনটি মৌলিক অধিকার নয় ?
(A) ধর্মঘট করার অধিকার
(B) শোষিত না হওয়ার অধিকার
(C) সাম্যের অধিকার
(D) ধর্মাচরণের স্বাধীনতার অধিকার
৪৪. নীচের কোনটি এখন আর মৌলিক অধিকার নয় ?
(A) সাংবিধানিক প্রতিকারের অধিকার
(B) সম্পত্তির অধিকার
(C) বাক স্বাধীনতার অধিকার
(D) উপরের সবকটিই
৪৫. সংবিধান চালু হওয়ার পর যে মৌলিক অধিকার নিয়ে সব থেকে বেশী মামলা হয়েছে বা বিরোধ হয়েছে?
(A) সাংবিধানিক প্রতিকারের অধিকার
(B) বাক স্বাধীনতার অধিকার
(C) সম্পত্তির অধিকার
(D) শোষিত না হওয়ার অধিকার
৪৬. ব্যক্তিগত সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে?
(A) 42তম সংশোধন
(B) 44 তম সংশোধন
(C) 52 তম সংশোধন
(D) ওপরের কোনোটি নয়
৪৭. ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংস্থান রাখা হয়-
(A) মূল সংবিধানে
(B) 1952তে সংসদীয় আইনের পরিকাঠামোয়
(C) 42 তম সংশোধনের মাধ্যমে
(D) 44 তম সংশোধনের মাধ্যমে
৪৮. নীচের কোন্টিকে ডাঃ বি. আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন?
(A) সাম্যের অধিকার
(B) ধর্মের অধিকার
(C) সাংবিধানিক প্রতিকার অধিকার
(D) উপরের সবকটি
৪৯. সাম্যের অধিকার হল—
(A) মহিলা, শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠীকে বিশেষ সুবিধা দানের জন্য রাষ্ট্রকে অনুমতি দেওয়া
(B) বাসস্থানের ভিত্তিতে আলাদা সংস্থান করার জন্য রাষ্ট্রকে অনুমতি দান
(C) মহিলা, শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠিকে বিশেষ সুবিধা দানের থেকে রাষ্ট্রকে বিরত করা
(D) রাষ্ট্রকে সকল ধরনের উৎপাদন ও বণ্টনের জাতীয়করণের অনুমতি দান
৫০. স্বাধীনতার অধিকার কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
(A) রাষ্ট্রের নিরাপত্তার জন্য
(B) বিদেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য
(C) রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য
(D) উপরের সবকটির জন্য
৫১. সংবিধানের 19 অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকার যা এখন আর বলবৎ নয় –
(A) অস্ত্রহীনভাবে শান্তিপূর্ণ জমায়েত হওয়ার স্বাধীনতা
(B) দেশের যে কোন অংশে বসবাস বা স্থায়ীভাবে থাকার স্বাধীনতা
(C) সম্পত্তি অর্জন, দখল রাখার বা বিক্রয় করার স্বাধীনতা
(D) যে কোনো পেশা, ব্যবসা বা জীবিকা গ্রহণের স্বাধীনতা
৫২. শোষিত না হওয়ার অধিকার অর্থাৎ যেটা প্রতিহত করে—
(A) মানুষের পাচার
(B) ভিক্ষা
(C) 14 বছরের নীচের শিশুদের কারখানায় বা খনিতে কাজ করা
(D) ওপরের সবকটি
৫৩. ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার –
(A) রাষ্ট্রের জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি দ্বারা রদ করা যায়
(B) সমস্ত ধরণের জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি দ্বারা রদ করা যায়
(C) সুপ্রীম কোর্টের অনুমতিক্রমে যেকোনো সময়ে রাষ্ট্রপতি দ্বারা রদ করা যায়
(D) কোনো অবস্থাতেই রদ করা যায় না
৫৪. ভারতীয় নাগরিকগণের মৌলিক অধিকারকে যে কারণে সমালোচনা করা হয়
(A) নানা শর্ত দ্বারা তা সংকুচিত
(B) ভাষার এমন কূটকাচালি যা সাধারণ নাগরিকের বোধগম্য নয়
(C) এগুলো চূড়ান্ত (They are absolute)
(D) (A) ও (B) উভয়েই
৫৫. নীচের কোন মৌলিক অধিকার Preventive Detention Act দ্বারা রদ করা হয় ?
(A) ধর্মের অধিকার
(B) সাংবিধানিক অধিকার
(C) স্বাধীনতার অধিকার
(D) সাম্যের অধিকার
৫৬. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার যুক্তিগ্রাহ্যভাবে খর্ব করার অধিকার কার উপর বর্তায় ?
(A) সুপ্রীম কোর্ট
(B) সংসদ
(C) রাষ্ট্রপতি
(D) ওপরের সবকটি
৫৭. মৌলিক অধিকার খর্ব করা হলে তা যুক্তিসঙ্গত কিনা সেই সিধান্ত নেওয়ার অধিকার, হলেন-
(A) সংসদ
(B) রাষ্ট্রপতি
(C) আদালত
(D) এদের ওপরের কোনোটি নয়
৫৮. ভারত সরকারের ‘ভারতরত্ন’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কারের সংস্থাপন রয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে (Article) ?
(A) 14 অনুচ্ছেদে
(B) 18 অনুচ্ছেদে
(C) 25 অনুচ্ছেদে
(D) ওপরের কোনোটিই নয়
৫৯. সংবিধান দ্বারা বর্ণিত কোন্ অধিকার ভারতীয় নাগরিক নয় – তাদের জন্যও প্রযোজ্য?
(A) জমায়েত হওয়ার, সংগঠন করার ও বাক স্বাধীনতার অধিকার
(B) ভারতের যেকোন অংশে যাওয়ার ,বসবাস করার ও স্থায়ীভাবে থাকার অধিকার
(C) সম্পত্তি অর্জন এবং যেকোনো পেশা, ব্যবস্থা বা জীবিকা গ্রহণের অধিকার
(D) সাংবিধানিক প্রতিকার
৬০. নীচের কোনটি ভারতীয় সংবিধানের ভূলে মৌলিক অধিকারের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে উল্লেখিত?
(A) মৌলিক অধিকার সাধারণ আইন দ্বারা প্রদেয় অধিকারের থেকে বেশী শক্তিশালী (Sacro sanct)
(B) মৌলিক অধিকারকে যুক্তিগ্রাহ্য কারণে খর্ব করা যায়
(C) মৌলিক অধিকার সুপ্রিমকোর্ট দ্বারা বিচার্য এবং বলবৎযোগ্য
(D) ওপরের কোনোটি নয়
To check our latest Posts - Click Here