8th – 9th August Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th – 9th August Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৮ থেকে ৯ই আগস্ট – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th – 9th August Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও –
- 6th- 7th August Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
- 1st – 5th August Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
- 30th – 31st July Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
- 29th July Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
- 25th – 28th July Current Affairs Quiz 2021 – Bengali- কারেন্ট অ্যাফেয়ার্স
- টোকিও অলিম্পিকে ভারত – India at Tokyo Olympics
- নীরজ চোপড়া নিয়ে এলেন টোকিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা
- টোকিও অলিম্পিকে প্রথম পদক ভারতের
- ইংল্যান্ডকে কে টাই ব্রেকারে হারিয়ে ইউরো ২০২০ জিতল ইতালি
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রথম ভারতীয় মহিলা বৈমানিক কে ছিলেন?
(A) বন্দনা ঠকরাল
(B) সরলা ঠকরাল
(C) লাভলিনা বোরগোহেন
(D) সুনীতা ভার্মা
ভারতবর্ষের প্রথম মহিলা পাইলট ছিলেন সরলা ঠকরাল। ১৯৩৬ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে পাইলটের ‘এ’ লাইসেন্স পান তিনি। সম্প্রতি তার ১০৭তম জন্মবার্ষিকী পালিত হল ৮ই আগস্ট ২০২১ সালে ।
২. বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) বিশ্বের সর্বোচ্চ যানবাহন যাতায়াতকারী রাস্তা কোন কেন্দ্রশাসিত অঞ্চল / রাজ্যে নির্মাণ করেছে?
(A) লাদাখ
(B) জম্মু ও কাশ্মীর
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ
বর্ডার রোডস অর্গানাইজেশন পূর্ব লাদাখে উমলিংলা পশে এই রাস্তাটি নির্মাণ করেছে। রাস্তাটি ১৯,৩০০ ফুট উচ্চতায় নির্মিত হয়েছে যা এভারেস্টের বেস ক্যাম্পের চেয়েও উঁচুতে অবস্থিত ।
৩. প্রতিবছর নাগাসাকি দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ৮ই আগস্ট
(B) ৯ই আগস্ট
(C) ১০ই আগস্ট
(D) ১১ই আগস্ট
ইতিহাস অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৯ আগস্ট তিনিয়ন দ্বীপ থেকে বি-টোয়েন্টি নামের একটি মার্কিন বোমারু বিমান ‘ফ্যাট ম্যান’ নামের একটি মারাত্মক পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে রওনা হয় জাপানের নাগাসাকির উদ্দেশ্যে। বেলা ১১ টা ২ মিনিটে মাটি থেকে প্রায় ৫০০ মিটার ওপরে বিস্ফারিত হয় বোমাটি। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় প্রায় ৭৪ হাজার মানুষের। আহত হন প্রায় লক্ষাধিক মানুষ।
এই মর্মান্তিক দিনটির স্মরণে প্রতিবছর ৯ই অগাস্ট নাগাসাকি দিবস পালন করা হয় ।
৪. বিশ্ব আদিবাসী দিবস(World Tribal Day ) কবে পালিত হয়?
(A) আগস্ট ৮
(B) আগস্ট ৯
(C) আগস্ট ১০
(D) আগস্ট ১১
আন্তর্জাতিক/ বিশ্ব আদিবাসী দিবস প্রতিবছর ৯ আগস্ট পালন করা একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি।
৫. কোন বছর কাকোরি ট্রেন ডাকাতি হয়েছিল?
(A) ১৯২৫
(B) ১৯২৯
(C) ১৯৩১
(D) ১৯৪৭
কাকোরি ট্রেন ডাকাতি হয়েছিল ১৯২৫ সালের ৯ই আগস্ট । সম্প্রতি উত্তর প্রদেশ সরকার কাকড়ি ষড়যন্ত্র (“Kakori Train Conspiracy” )এর নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে “Kakori Train Action”।
৬. কোন অলিম্পিক্স গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য ICC প্রস্তাব দিতে চলেছে ?
(A) ২০২৪ প্যারিস অলিম্পিক
(B) ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক
(C) ২০৩২ ব্রিসবেন অলিম্পিক
(D) ২০৩৬ অলিম্পিক
২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক এ ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য ICC প্রস্তাব দিতে চলেছে ।
৭. বিশ্ব সিংহ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) আগস্ট ৮
(B) আগস্ট ৯
(C) আগস্ট ১০
(D) আগস্ট ১১
১০ই অগাস্ট আন্তর্জাতিক / বিশ্ব সিংহ দিবস।
দেখে নাও গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা – Click Here
৮. কোন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতির জন্মবার্ষিকী ১০ই আগস্ট পালন করা হয় ?
(A) স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন
(B) জাকির হোসেন
(C) ভি ভি গিরি
(D) নীলম সঞ্জীব রেড্ডি
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বরাহগীরি ভেঙ্কট গিরি ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন ।
দেখে নাও ভারতের সমস্ত রাষ্ট্রপতির তালিকা – Click Here
আরো দেখে নাও
To check our latest Posts - Click Here