কাঁচকে রঙিন করতে প্রয়োজনীয় রাসায়নিক তালিকা
আজকে আমরা আলোচনা করবো কাঁচকে রঙিন করতে প্রয়োজনীয় রাসায়নিক তালিকা নিয়ে। কোন রঙের কাঁচ তৈরী করতে তার সাথে কোন রাসায়নিক মেশানোর প্রয়োজন তার একটি তালিকা এই পোস্টে দেওয়া রইলো।
তবে তার আগে আমরা দেখে নিয় কাঁচ কাকে বলে।
সাধারণ কাঁচ হলো সিলিকা ( SiO2 ), সোডিয়াম সিলিকেট (Na2SiO3 ) এবং ক্যালসিয়াম সিলিকেট (CaSiO3 ) – এর কঠিন মিশ্রণ। কাঁচ কিন্তু আসলে একটি অত্যধিক শীতল তরল পদার্থ এবং এর কোনো নির্দিষ্ট স্ট্রাকচার বা মেল্টিং পয়েন্ট নেই। কাঁচ কিন্তু কোনো যৌগ নয়, এটি একধরণের মিক্সচার বা মিশ্রণ।
রঙিন কাঁচ করতে প্রয়োজনীয় দ্রব্যাদি
নং | মিশ্রিত রাসায়নিক | কাঁচের রং |
---|---|---|
১ | কোবাল্ট অক্সাইড | ঘন নীল |
২ | সোডিয়াম ক্রোমেট ফেরাস অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড | সবুজ |
৩ | সিলেনিয়াম অক্সাইড | লালচে কমলা |
৪ | ফেরিক সল্ট সোডিয়াম ইউরেট | হলুদ |
৫ | গোল্ড ক্লোরাইড পার্পল অফ কসিয়াস | রুবির ন্যায় লাল |
৬ | কিউপ্রাস ক্লোরাইড ক্যাডমিয়াম সালফাইড | টকটকে লাল |
৭ | কিউপ্রিক সল্ট | ময়ূরের ন্যায় নীল |
৮ | পটাসিয়াম ডাই-ক্রোমেট | হলদে সবুজ |
৯ | কার্বন | বাদামি কালো |
আরও দেখে নাও :
- বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
- বিভিন্ন যৌগের সাধারণ নাম – রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত
- খাদ্য সংরক্ষণ ও সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি
- গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
To check our latest Posts - Click Here