History NotesCurrent TopicsGeneral Knowledge Notes in Bengali
ধোলাভিরা – ভারতের নতুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
Dholavira Gets World Heritage Tag
ধোলাভিরা – ভারতের নতুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
ভারতের নতুন নতুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেলো ধোলাভিরা। এই নিয়ে ভারতে মোট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা হলো – ৪০টি ।
https://twitter.com/UNESCO/status/1419956677579886592
দেখে নাও : ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সমূহ ( PDF )
কিছুদিন আগেই তেলেঙ্গানার রামাপ্পা মন্দিরটি ভারতের ৩৯তম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছিলো ।
দেখে নাও : তেলেঙ্গানার রামাপ্পা মন্দির – ভারতের নতুন UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
হরপ্পা সভ্যতার এই ধোলাভিরা সাইটটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সংক্ষেপে দেখে নেওয়া যাক ধোলাভিরা সম্পর্কিত কিছু তথ্য ।
ধোলাভিরা
- বর্তমান অবস্থান : গুজরাটের কচ্ছের রণের অংশ খাদির বেট দ্বীপে অবস্থিত।
- আবিস্কারক : জে পি জোশি
- আবিষ্কারের সময় : ১৯৬৭ সাল
ধোলাভিরার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- ধোলাভিরার জলনিকাশী ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের ছিল।
- এখানে অনেকগুলি ( ১৬টিরও বেশি ) বড়ো জলাধার (Reservoirs ) পাওয়া গিয়েছে।
- সম্পূর্ণ পাথর দিয়ে তৈরী জলাধার ও উন্নত মানের ক্যানাল সিস্টেম দ্বারা জল সরবরাহের প্রাচীনতম নিদর্শন এই ধোলাভিরাতে পাওয়া যায়।
- ২০১৪ সালে খননকার্য চালানোর সময় মহেঞ্জোদারোর বিখ্যাত স্নানাগারের প্রায় ৩গুন বড় একটি বিশালকার ধাপযুক্ত কুয়ো ( stepwell ) ধোলাভিরাতে পাওয়া গিয়েছে।
- সীল তৈরির নিদর্শন এখানে পাওয়া গিয়েছে। তবে এই সীলগুলির বেশিরভাই ছিল বিভিন্ন পশুর প্রতিরূপ ।
- মৃৎশিল্পের টুকরা, টেরাকোটা সীল, চুড়ি, রিং, পুঁতি প্রভৃতির নিদর্শন এখানে পাওয়া গিয়েছে।
- অনেকগুলি কবরের নিদর্শন পাওয়া গেলেও শুধুমাত্র একটিতে মৃতদেহের হাড়ের অস্তিত্ব পাওয়া যায়। সাথে একটি তামার আয়নাও এই কবরটি থেকে উদ্ধার হয়।
- একটি বিশালাকার ( ৩ মিটার দীর্ঘ ) সাইনবোর্ডের নিদর্শন পাওয়া গিয়েছে।
To check our latest Posts - Click Here