Polity NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের রাজনৈতিক দল – জাতীয় দল ও রাজ্যস্তরের দল হওয়ার যোগ্যতা

Important Political Parties of India

ভারতের রাজনৈতিক দল – জাতীয় দল ও রাজ্যস্তরের দল হওয়ার যোগ্যতা

আজকে আমরা দেখে নেবো ভারতের রাজনৈতিক দল – জাতীয় দল ও রাজ্যস্তরের দল হওয়ার যোগ্যতা সংক্রান্ত তথ্যাবলী।

ভারতের জাতীয় ও রাজ্য ও জেলা পর্যায়ের দলগুলির স্বীকৃতি সহ একটি বহুদলীয় ব্যবস্থা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে প্রতিটি দলকেই ভারতের নির্বাচন কমিশন -এর কাছে রেজিস্টার করতে হবে। প্রতিটি দলের একটি নিৰ্দিষ্ট নাম ও প্রতীক থাকে। তবে রাজনৈতিক দল হিসেবে ভারতের নির্বাচন কমিশনের কাছে নাম লেখালেই সেই দল জাতীয় বা রাজ্য স্তরের দলে পরিণত হয় না। জাতীয় দল বা রাজ্যস্তরের দল হিসেবে স্বীকৃতি পেতে হলে সেই দলকে কতগুলি যোগ্যতা অর্জন করতে হয়।

ভারতের কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক দল
ভারতের কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক দল

জাতীয় দল হিসেবে স্বীকৃতির শর্ত

একটি নিবন্ধিত দল শুধুমাত্র একটি জাতীয় দল হিসেবে স্বীকৃত হয় যদি এটি নিম্নলিখিত তিনটি শর্তের যে কোন একটি পূরণ করে:

  • দলটিকে অন্তত তিনটি ভিন্ন রাজ্য থেকে লোকসভায় ২% আসন জিততে হবে। অথবা,
  • দলটিকে লোকসভা বা বিধানসভার নির্বাচনে যে কোন চার বা ততোধিক রাজ্যে ৬% ভোট এবং উপরন্তু চারটি লোকসভা আসনে জয়লাভ করতে হবে। অথবা
  • দলটিকে চারটি রাজ্যে একটি রাজ্য দল হিসেবে স্বীকৃতি পেতে হবে।

ভারতের জাতীয় দলগুলির তালিকা

দলপ্রতিষ্ঠাপ্রতিষ্ঠাতাপ্রতীক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস১৯৯৮মমতা বন্দ্যোপাধ্যায়জোড়া ফুল
বহুজন সমাজ পার্টি১৯৮৪কংসি রামহাতি
ভারতীয় জনতা পার্টি১৯৮০শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
অটল বিহারী বাজপেয়ী
লালকৃষ্ণ আডবাণী
পদ্ম
ভারতের কমিউনিস্ট পার্টি১৯২৫এম এন রয়
অবনী মুখার্জী
চারু মজুমদার
মোহামেদ আলী
রফিক আহমেদ
প্রমুখেরা
কাস্তে ও ধানের শিষ
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)১৯৬৪জ্যোতিবসু
ই এম এস নাম্বুদুরীপাদ
কাস্তে,হাতুড়ী ও তারা
ভারতীয় জাতীয় কংগ্রেস১৮৮৫এলান অক্টাভিয়ান হিউমহাত
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি১৯৯৯শরদ পাওয়ার
পি এ সাংমা
টেবিল ঘড়ি
ন্যাশনাল পিউপিলস পার্টি২০১৩পি এ সাংমাপুস্তক

রাজ্য স্বীকৃত দলের শর্ত

একটি রাজনৈতিক দল রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল হতে পারে যদি নিম্নলিখিত (ক) বা (খ)-এর উপধারা বর্ণিত শর্তাবলি পূরণ করতে পারে।

(ক) এই দলকে নিরবচ্ছিন্ন ভাবে অন্তত পাঁচ বছরের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে।
শেষ লােকসভা বা বিধানসভা নির্বাচনে

  • প্রতি ২৫ জন সাংসদের মধ্যে অন্তত ১ জন সাংসদ ওই দলের হতে হবে অথবা এই সংখ্যার ভগ্নাংশ উক্ত রাজ্য থেকে হতে হবে।
  • অন্তত ১ জন বিধায়ক প্রতি ৩০ জন সাংসদের মধ্যে ওই দলের হতে হবে অথবা এই সংখ্যার ভগ্নাংশ উক্ত রাজ্য থেকে হতে হবে।

(খ ) রাজ্যে হওয়া শেষ লােকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে কোনাে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমস্ত প্রার্থী মিলিয়ে মােট প্রদত্ত ভােটের ছয় শতাংশ পেতেই হবে।

যদি কোনাে সাংসদ বা বিধায়ক নির্বাচিত হবার পর কোনাে রাজনৈতিক দলের সদস্য হন তাহলে (ক) বা (খ)-এর উপধারা পূরণ হয়েছে বলে ধরা হবে না।

এখানে রাজ্য বলতে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরী-কেও গণ্য করা হয়।

কোনাে রাজনৈতিক দল যদি চারটির কম রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হয় তাহলে উক্ত রাজ্যগুলিতে তাকে রাজ্য রাজনৈতিক দল’ বলা হয়। তবে উক্ত ‘ রাজ্য রাজনৈতিক দল’-এর মর্যাদা ততদিনই থাকবে যতদিন উক্ত রাজ্যে হওয়া বিধানসভা বা লােকসভা নির্বাচনে পূর্বে উল্লেখিত শর্ত পূরণ করবে।

যদি কোনাে রাজনৈতিক দল জাতীয় বা রাজ্য দল হিসাবে মর্যাদা হারিয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গেই তার বরাদ্দ প্রতীক চিহ্ন কেড়ে নেওয়া হয়না। তারা পূর্বের মোর্জাতে উত্তীর্ণ হবার জন্য ছয় বছর সময় পায় ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button