Geography NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের মহানগর তালিকা – মেট্রোপলিটন শহর – মেট্রোপলিস
List of Metropolitan Cities in India
ভারতের মহানগর তালিকা – মেট্রোপলিটন শহর – মেট্রোপলিস
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের মহানগর তালিকা নিয়ে। মহানগরকে মেট্রোপলিটন শহর, মেট্রোপলিস বা মিলিয়ন সিটিও বলা হয়ে থাকে।
ভারতের যে সকল শহরের জনসংখ্যা ১ লক্ষের বেশি সেগুলিকে বলা হয় নগর বা City । আর যে সকল শহরের জনসংখ্যা ১০ লক্ষের বেশি সেগুলিকে বলা হয় মহানগর বা মেট্রোপলিটন শহর বা মেট্রোপলিস বা মিলিয়ন সিটি
২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা ৫৩টি ।
দেখে নাও : সেনসাস ২০১১ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য – আদমশুমারি ২০১১ – PDF
ভারতের ৫৩টি মহানগরের তালিকা দেওয়া রইলো ।
ক্রম | মহানগর | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল |
---|---|---|
১ | মুম্বাই | মহারাষ্ট্র |
২ | দিল্লি | দিল্লি |
৩ | কলকাতা | পশ্চিমবঙ্গ |
৪ | চেন্নাই | তামিলনাড়ু |
৫ | বেঙ্গালুরু | কর্ণাটক |
৬ | হায়দ্রাবাদ | তেলঙ্গানা |
৭ | আহমেদাবাদ | গুজরাত |
৮ | পুনে | মহারাষ্ট্র |
৯ | সুরাট | গুজরাত |
১০ | জয়পুর | রাজস্থান |
১১ | কানপুর | উত্তরপ্রদেশ |
১২ | লখনউ | উত্তরপ্রদেশ |
১৩ | নাগপুর | মহারাষ্ট্র |
১৪ | গাজিয়াবাদ | উত্তরপ্রদেশ |
১৫ | ইন্দোর | মধ্যপ্রদেশ |
১৬ | কোয়েম্বাটুর | তামিলনাড়ু |
১৭ | কোচি | কেরল |
১৮ | পাটনা | বিহার |
১৯ | কোঝিকোড় | কেরল |
২০ | ভোপাল | মধ্যপ্রদেশ |
২১ | ত্রিশূর | কেরল |
২২ | বড়োদরা | গুজরাত |
২৩ | আগ্রা | উত্তরপ্রদেশ |
২৪ | বিশাখাপত্তনম | অন্ধ্রপ্রদেশ |
২৫ | মালাপ্পুরম | কেরল |
২৬ | তিরুবনন্তপুরম | কেরল |
২৭ | কন্নুর | কেরল |
২৮ | লুধিয়ানা | পাঞ্জাব, ভারত |
২৯ | নাশিক | মহারাষ্ট্র |
৩০ | বিজয়বারা | অন্ধ্রপ্রদেশ |
৩১ | মাদুরাই | তামিলনাড়ু |
৩২ | বারাণসী | উত্তরপ্রদেশ |
৩৩ | মেরুট | উত্তরপ্রদেশ |
৩৪ | ফরিদাবাদ | হরিয়াণা |
৩৫ | রাজকোট | গুজরাত |
৩৬ | জামশেদপুর | ঝাড়খণ্ড |
৩৭ | জবলপুর | মধ্যপ্রদেশ |
৩৮ | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর | জম্মু ও কাশ্মীর |
৩৯ | আসানসোল | পশ্চিমবঙ্গ |
৪০ | ওয়াসাই | মহারাষ্ট্র |
৪১ | এলাহাবাদ | উত্তরপ্রদেশ |
৪২ | ধানবাদ | ঝাড়খণ্ড |
৪৩ | আওরঙ্গাবাদ | মহারাষ্ট্র |
৪৪ | অমৃতসর | Punjab |
৪৫ | যোধপুর | রাজস্থান |
৪৬ | রায়পুর | ছত্তীসগঢ় |
৪৭ | রাঁচি | ঝাড়খণ্ড |
৪৮ | গওয়ালিয়র | মধ্যপ্রদেশ |
৪৯ | কোল্লম | কেরল |
৫০ | ভিলাই নগর | ছত্তীসগঢ় |
৫১ | চণ্ডীগড় | চণ্ডীগড় |
৫২ | তিরুচিরাপল্লী | তামিলনাড়ু |
৫৩ | কোটা | রাজস্থান |
Download Section :
- File Name : ভারতের মহানগর তালিকা – মেট্রোপলিটন শহর – মেট্রোপলিস – বাংলা কুইজ
- File Size : 1.4 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
আরও দেখে নাও :
- ভারতের ম্যানগ্রোভ অরণ্য তালিকা – PDF Download
- ভারতের রাজ্যভিত্তিক সমুদ্র সৈকতের তালিকা – PDF Download
- ২০২১ সালের গুরুত্বপূর্ণ সাইক্লোন / ঘূর্ণিঝড়ের তালিকা
- ভারতে সর্বাধিক প্রচলিত ১০০টি সংবাদপত্রের তালিকা – PDF
To check our latest Posts - Click Here