Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের ম্যানগ্রোভ অরণ্য তালিকা – PDF Download

List of Mangrove Forest in India

ভারতের ম্যানগ্রোভ অরণ্য তালিকা

আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো ভারতের ম্যানগ্রোভ অরণ্য তালিকা নিয়ে। ভারতীয় কোন উপকূলে কোন ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত এবং কোন রাজ্যে কোন ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত তার বিস্তারিত তথ্য আজকের এই পোস্টে দেওয়া রইলো।

ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে ?

নদীর বদ্বীপ অঞ্চল ও অন্যান্য নিচুস্থান, যেখানে সমুদ্রের লবনাক্ত জল প্রবেশ করে, সেইসব অঞ্চলে যে বিশেষ বনভুমির সৃষ্টি হয় তাকে ম্যানগ্রোভ বনভুমি  বা ম্যানগ্রোভ অরণ্য বলা হয়ে থাকে ।

ম্যানগ্রোভ (Mangrove) বা লবণাম্বুজ উদ্ভিদ সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা বা লবণাক্ত জলে জন্মায়। কিছু বহুল পরিচিত ম্যানগ্রোভ উদ্ভিদ হলো – সুন্দরী (Heritiera fomes), গরান, গেঁওয়া (Excoecaria agallocha), কেওড়া (Sonneratia apetala) ইত্যাদি।

ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য

  • শ্বাসমূল : এই সব গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাসপ্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে ওঠে, একে শ্বাসমূল বলে ।
  • ঠেসমূল : কান্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য এইসব গাছে ঠেসমূলও দেখা যায় ।
  • জরায়ুজ অঙ্কুরোদ্গম বা জরায়ুজ প্রজনন : এদের বীজ খসবার আগেই ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে থাকে। মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে।

পূর্ব উপকূলের ম্যানগ্রোভ অরণ্য

ভারতের পূর্ব উপকূলের ম্যানগ্রোভ অরণ্য তালিকা নিচে দেওয়া রইলো।

রাজ্যম্যানগ্রোভ অরণ্য
পশ্চিমবঙ্গসুন্দরবন
ওড়িশামহানদী, ভিতরকনিকা
অন্ধ্রপ্রদেশগোদাবরী ও কৃষ্ণ বদ্বীপ
তামিলনাড়ুপিচাভরম, মুথুপেট, ক্যালিমিয়ার বিন্দু
পূর্ব উপকূলের ম্যানগ্রোভ অরণ্য তালিকা

পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্য

ভারতের পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্য তালিকা নিচে দেওয়া রইলো।

রাজ্যম্যানগ্রোভ অরণ্য
গুজরাটকচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর
গোয়াগোয়া
কর্ণাটককুন্দাপুর
মহারাষ্ট্রআচরা, রত্নাগিরি
কেরালাভেম্বানাদ
পশ্চিম উপকূলের ম্যানগ্রোভ অরণ্য তালিকা

অন্যান্য ম্যানগ্রোভ অরণ্য

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত আন্দামান ও নিকোবর ম্যানগ্রোভ অরণ্য।

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপের সুন্দরবন

Download Section

  • File Name : ভারতের ম্যানগ্রোভ অরণ্য তালিকা – PDF Download – বাংলা কুইজ
  • File Size : 1.6 MB
  • Format : PDF
  • No. of Pages :  03
  • Language : Bengali
  • Subject : West Bengal Geography

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button