কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ pdf । সাম্প্রতিকী
Current Affairs - June 2021 - PDF

Page 8 : কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১
১৪১. WWF ইন্ডিয়া কর্তৃক ফরেস্ট ফ্রন্টলাইন হিরোস এর অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ?
(A) উপাসনা কামিনীণী
(B) আমালা আক্কেনিণী
(C) শ্রুতি হাসান
(D) সামান্থা আক্কেনিণী
উপাসনা কামিনীণী হলেন অ্যাপোলো হাসপাতালের ডিরেক্টর । তাঁর অন্য একটি পরিচয় হলো তিনি অভিনেতা রাম চরণের পত্নী ।
১৪২. The Nutmeg’s Curse শীর্ষক বইটি লিখেছেন –
(A) কবিতা পাল
(B) অমিতাভ ঘোষ
(C) ঝুম্পা লাহিড়ী
(D) অরুন্ধতী রায়
The Nutmeg’s Curse: Parables for a Planet in Crisis – শীর্ষক বইটি লিখেছেন অমিতাভ ঘোষ।
অমিতাভ ঘোষ :
- ১৯৯০ সালে রচিত দ্য শ্যাডো লাইন উপন্যাসের জন্য তিনি ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
- ১৯৯৫ সালে রচিত ক্যালকাটা ক্রোমোজোম-এর জন্য পান আর্থার সি ক্লার্ক পুরস্কার।
- ২০০৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
- ডিসেম্বর ২০১৮ সালে তিনি ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানে ভূষিত হন।
১৪৩. সম্প্রতি BCCI কোন ক্রিকেটারের জীবনভর নিষেধাজ্ঞা তুলে নিলো ?
(A) অঙ্কিত চাভান
(B) অজিত চান্ডিলা
(C) শান্তা কুমারন শ্রিসন্থ
(D) এদের কেউ নন
২০১৩ মরশুমে IPL স্পট ফিক্সিং এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড শান্তাকুমারন শ্রীসন্থ, অঙ্কিত চৌহান এবং অজিত চান্ডিলা কে আজীবন নির্বাসনে পাঠিয়ে দেয়। সম্প্রতি অঙ্কিত চাভান এর ওপর BCCI জীবনভর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ।
১৪৪. কোন আমেরিকান অভিনেতা সম্প্রতি ‘Will’ শিরোনামে তার আত্মজীবনী প্রকাশ করার কথা ঘোষণা করেছেন ?
(A) Robert Downey
(B) Brad Pitt
(C) Will Smith
(D) Leonardo DiCaprio
সম্প্রতি উইল স্মিথ ‘Will’ শিরোনামে তার আত্মজীবনী প্রকাশ করার কথা ঘোষণা করেছেন।
১৪৫. ‘The 7 Sins of Being A Mother’ নামক বইটি কে লিখেছেন ?
(A) ঝুম্পা লাহিড়ী
(B) অরুন্ধতী রায়
(C) তাহিরা কাশ্যপ খুরানা
(D) তসলিমা নাসরিন
বইটি লিখেছেন তাহিরা কাশ্যপ খুরানা। অভিনেতা আয়ুষ্মান খুরানার ধর্মপত্নী তিনি ।
১৪৬. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা রসায়নবিদ সম্প্রতি ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড জিতেছেন ?
(A) সুমিত্রা মহাজন
(B) সুমিতা মিত্র
(C) কৃষ্ণা রেড্ডি
(D) ঐন্দ্রিলা সেন
ভারতীয় বংশোদ্ভূত রসায়নবিদ সুমিতা মিত্র ন্যানো প্রযুক্তিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন।
১৪৭. গত শতাব্দীর বিশ্বব্যাপী জনহিতৈষী কাজের তালিকার শীর্ষে রয়েছেন নিম্নোক্ত কোন বিখ্যাত ব্যক্তিত্ব ?
(A) জামসেদজি টাটা
(B) আজিম প্রেমজি
(C) বিল গেটস
(D) ওয়ারেন বুফেট
হুরুন রিপোর্ট এবং এডেলগাইভ ফাউন্ডেশন দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত শতাব্দীতে সবচেয়ে বেশি দান করেছেন জামসেদজি টাটা। জামসেদজি টাটা মোট ১০২ বিলিয়ন মার্কিন ডলার অনুদান করেছেন গত শতাব্দীতে।
শীর্ষ দশের তালিকায় একমাত্র ভারতিয় হিসেবে রয়েছেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজি টাটা।
১৪৮. আন্তর্জাতিক পুরুষদের ফুটবলে সবচেয়ে বেশি গোলদাতা হলেন ইতালীয় ফুটবলার আলী দাঈ। সম্প্রতি কোন ফুটবলার তার এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন ?
(A) লিওনেল মেসি
(B) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(C) নেইমার
(D) সুনীল ছেত্রী
আন্তর্জাতিক ফুটবলে ১৭৬টি ম্যাচে ১০৯টি গোল করে সম্প্রতি ইতালীয় ফুটবলার আলী দাঈ এর রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
১৪৯. কোন ভারতীয় বিমানবন্দরটি সম্প্রতি এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের রোল অফ এক্সিলেন্স সম্মান জিতেছে?
(A) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(B) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কেম্পেগৌডা আন্তর্জাতিক বিমানবন্দর
(D) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
২৩শে জুন ২০২১, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর এই সম্মান জিতে নিয়েছে ।
১৫০. টোকিও অলিম্পিকের জন্য ভারতের অফিসিয়াল অলিম্পিক থিম সংগীতটি কে রচনা করেছেন?
(A) মোহিত চৌহান
(B) অরিজিৎ সিং
(C) এ আর রহমান
(D) শঙ্কর মহাদেবন
গানটির হলো ‘লক্ষ্য তেরা সামনে হ্যায়’। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন গায়ক মোহিত চৌহান।
১৫১. সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিলো কোন দেশের ক্রিকেট দল?
(A) ভারত
(B) নিউজিল্যান্ড
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া
ভারতে ৮ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিলো নিউজিল্যান্ড ।
বিশদে জানতে – Click Here
১৫২. ভারত সরকার কোন রাজ্যে স্বাস্থ্যসেবা উন্নত করতে বিশ্বব্যাংকের সাথে ৩২ মিলিয়ন ডলারের একটি লোনে স্বাক্ষর করেছে?
(A) অরুণাচল প্রদেশ
(B) মেঘালয়
(C) মিজোরাম
(D) ত্রিপুরা
১৫৩. ২০২১ সালের ২৮ শে জুন ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর ১০০ তম জন্মবার্ষিকী পালন করা হলো ?
(A) লাল বাহাদুর শাস্ত্রী
(B) মোরারজি দেশাই
(C) পি ভি নরসিমহা রাও
(D) অটল বিহারী বাজপেয়ী
পামুলাপর্তি ভেঙ্কট নরসিংহ রাও (২৮ জুন, ১৯২১ – ২৩ ডিসেম্বর, ২০০৪) (সাধারণভাবে পি ভি নরসিংহ রাও নামে পরিচিত) ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের দশম প্রধানমন্ত্রী। মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেন।
দেখে নাও ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
১৫৪. সব ফরম্যাটে খেলা কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার কে ?
(A) স্নেহ রানা
(B) স্মৃতি মান্ধনা
(C) তানিয়া ভাটিয়া
(D) শাফালি ভার্মা
সবথেকে কম বয়সে তিন ধরনের ক্রিকেটে অভিষেকের ভারতীয় রেকর্ড করলেন শাফালি ভার্মা। ১৭ বছর ১৫০ দিনে পঞ্চম কম বয়সী ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সব ফর্ম্যাটে অভিষেক করলেন। মহিলাদের মধ্যে তৃতীয় কনিষ্ঠ হিসেবে এই রেকর্ড করলেন তিনি।
১৫৫. হকি ইন্ডিয়া ২০২১ সালের রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের জন্য কাদের নাম সুপারিশ করেছে ?
(A) পি আর শ্রীজেশ, দীপিকা
(B) হারমানপ্রীত সিং, বন্দনা কাটারিয়া
(C) আরপি সিং, এম চি সাংগাই ইবেমহল
(D) বি জে করিয়াপ্পা, সি আর কুমার
২০২১ সালের ২৬শে জুন হকি ইন্ডিয়া মর্যাদাপূর্ণ রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কার এর জন্য ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক পি আর শ্রীজেশ এবং প্রাক্তন মহিলা হকি দলের খেলোয়াড় দীপিকাকে মনোনীত করেছে ।
দেখে নাও রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা – Click Here
১৫৬. ভারতের প্রথম জলাতঙ্ক মুক্ত রাজ্যে পরিণত হয়েছে –
(A) দিল্লি
(B) গোয়া
(C) কেরালা
(D) মহারাষ্ট্র
ভারতের প্রথম জলাতঙ্ক বা রেবিস মুক্ত রাজ্য হলো গোয়া । বিগত তিন বছরে গোয়াতে একটিও জলাতঙ্কের কেস ধরা পরেনি।
১৫৭. আসন্ন টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় সাঁতারু কে?
(A) অভিষেক ভার্মা
(B) সাজান প্রকাশ
(C) শ্রীহরি নটরাজ
(D) পিআর শ্রীজেশ
প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সাজান প্রকাশআসন্ন টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) যোগ্যতা অর্জন করলেন ।
১৫৮. টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছর কোন দেশে অনুষ্ঠিত হবে?
(A) শ্রীলঙ্কা
(B) ইংল্যান্ড
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) ভারত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ ২৮ শে জুন, ২০২১ এ এই ঘোষণাটি করেছেন।
১৫৯. কোন রাজ্য সরকার গৃহ খাদ্য ও পুষ্টির সুরক্ষা উন্নয়নে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে সহযোগিতা করেছে?
(A) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) ওড়িশা
(D) ছত্তিসগড়
১৬০. কোন কোম্পানিকে সম্প্রতি মর্ডানার COVID-19 ভ্যাকসিন আমদানির অনুমতি দেওয়া হয়েছে?
(A) Cipla
(B) SII
(C) Dr. Reddy’s Laboratories
(D) Sanofi
জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারতে স্বীকৃত হল মর্ডানা। করোনা প্রতিষেধক হিসেবে ভারতে যেকটি ভ্যাক্সিন অনুমোদন পেয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হল মর্ডানার নাম। নীতি আয়োগের ডক্টর ভি কে পাল একটি সাংবাদিক সম্মেলন করে সম্প্রতি এই খবর প্রকাশ করেন।
To check our latest Posts - Click Here