Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - June 2021 - PDF

Page 6 : কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২১

১০১. প্রতিবছর ১৫ই জুন পালিত হয় World Elder Abuse Awareness Day। ২০২১ সালে এই দিবসের থিম কি ছিল ?

(A) Understand and End Financial Abuse of Older People 4)
(B) Access to Justice
(C) Legal, Social and Economic Services for Elderly
(D) Moving from Awareness to Action

উত্তর :
(B) Access to Justice
২০২১ সালের World Elder Abuse Awareness Day এর থিম Access to Justice ।

১০২. কোন দেশ তার নতুন সংসদ ভবন নির্মাণের জন্য ভারত সরকারের কাছ থেকে ১০৮.২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লাইন অফ ক্রেডিট পেয়েছে?

(A) ইসওয়াতিনি
(B) মালদ্বীপ
(C) সেশেলস
(D) নেপাল

উত্তর :
(A) ইসওয়াতিনি
ইসওয়াতিনি আফ্রিকার ক্ষুদ্রতম দেশ। দেশটি পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।

১০৩. কোন দেশ ‘Shenzhou-12’ নামক একটি মানব মহাকাশ মিশনের পরিকল্পনা করছে ?

(A) চীন
(B) জাপান
(C) তাইওয়ান
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(A) চীন
গোবি মরুভূমি থেকে চীন ‘Shenzhou-12’ নামক একটি মানব মহাকাশ মিশন লঞ্চ করার পরিকল্পনা করেছে । ‘Shenzhou-12’ শব্দটির অর্থ হলো ‘Divine Vessel’ বা স্বর্গীয় জাহাজ ।

১০৪. ASEAN প্রতিবছর কোন দিনটিতে ডেঙ্গু দিবস পালন করে থাকে ?

(A) জুন ১৫
(B) জুন ১৬
(C) মে ১৬
(D) মে ১২

উত্তর :
(A) জুন ১৫
ASEAN (The Association of Southeast Asian Nations ) প্রতিবছর ১৫ই জুন ডেঙ্গু দিবস পালন করে থাকে । এবছর ASEAN কর্তৃক পালিত ডেঙ্গু দিবসের থিম ছিল – “ASEAN Unite Against Dengue Amidst the Pandemic” । প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত প্রতিবছর ১৬ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালন করে থাকে ।

১০৫. সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগীর পোল্যান্ড ওপেন-এ স্বর্ণ পদক জিতে নিয়েছেন ?

(A) ববিতা কুমারী
(B) সাক্ষী মালিক
(C) ভিনেশ ফোগাত
(D) অংশ মালিক

উত্তর :
(C) ভিনেশ ফোগাত
৫৩ কেজির বিভাগে পোল্যান্ড ওপেনে স্বর্ণ পদক জিতে নিয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাত।

১০৬. সম্প্রতি নিম্নোক্ত কোন দুটি দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement ) স্বাক্ষর করেছে ?

(A) ভারত ও সিঙ্গাপুর
(B) নিউজিল্যান্ড ও শ্রীলংকা
(C) ব্রিটেন ও অস্ট্রেলিয়া
(D) আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপান

উত্তর :
(C) ব্রিটেন ও অস্ট্রেলিয়া
ব্রিটেন ও অস্ট্রেলিয়া সম্প্রতি একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement ) স্বাক্ষর করেছে ।

১০৭. নভি মুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে নতুন নাম কার নামে রাখা হতে চলেছে ?

(A) বাল ঠাকরে
(B) শিবাজী মহারাজ
(C) উদ্ধব ঠাকরে
(D) বল্লভভাই প্যাটেল

উত্তর :
(A) বাল ঠাকরে
শিব সেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাম নভি মুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম রাখা হবে ।

১০৮. এবার থেকে কোন রাজ্যে রূপান্তরকামীরা পুলিশ ফোর্সে জয়েন করতে পারবে ?

(A) কেরালা
(B) গুজরাট
(C) ওড়িশা
(D) কর্ণাটক

উত্তর :
(C) ওড়িশা
ওড়িশা সরকার সম্প্রতি রূপান্তরকামীদের পুলিশ ফোর্সে জয়েন করার অনুমতি দিয়েছে ।

১০৯. বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরাটি কোন দেশ থেকে সম্প্রতি উত্তোলন করা হয়েছে ?

(A) বোতসোয়ানা
(B) অ্যাঙ্গোলা
(C) তানজানিয়া
(D) আফগানিস্তান

উত্তর :
(A) বোতসোয়ানা
দেবসওয়ানা ডায়মন্ড সংস্থাটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বোতসোয়ানা Jwaneng খনিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরাটি পেয়েছে। এটির ওজন ১০৯৮ ক্যারেট।

১১০. কোন দেশ একটি আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করছে?

(A) শ্রীলঙ্কা
(B) ভারত
(C) বাংলাদেশ
(D) পাকিস্তান

উত্তর :
(C) বাংলাদেশ
বাংলাদেশ কওআইডি -১১ সহ ভ্যাকসিন সহ বিভিন্ন রজার টিকা উৎপাদনের জন্য একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট স্থাপন করতে চলেছে । বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়ার সাথে ভ্যাকসিন ইনস্টিটিউট স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে ।

১১১. ২০২১ সালের বিশ্ব প্রতিযোগিতা সূচক (World Competitiveness Index ) -এ শীর্ষে রয়েছে কোন দেশ?

(A) সুইডেন
(B) সিঙ্গাপুর
(C) ডেনমার্ক
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(D) সুইজারল্যান্ড

IMD World Competitiveness Index 2021 -এ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় – সুইডেন , তৃতীয় – ডেনমার্ক , চতুর্থ – নেদারল্যান্ডস। ভারত রয়েছে ৪৩ নম্বর স্থানে।


১১২. ২০২১ সালের World Competitiveness Index এ ভারত কততম স্থানে রয়েছে ?

(A) ৩৪ তম
(B) ৪৩ তম
(C) ৭৩ তম
(D) ৩৭ তম

উত্তর :
(B) ৪৩ তম
IMD World Competitiveness Index 2021 -এ শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় – সুইডেন , তৃতীয় – ডেনমার্ক , চতুর্থ – নেদারল্যান্ডস। ভারত রয়েছে ৪৩ নম্বর স্থানে।

১১৩. কেনেথ কাউন্ডা কোন দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন?

(A) দক্ষিণ আফ্রিকা
(B) নামিবিয়া
(C) জিম্বাবুয়ে
(D) জাম্বিয়া

উত্তর :
(D) জাম্বিয়া
সম্প্রতি প্রয়াত কেনেথ কাউন্ডা জাম্বিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন । তিনি ১৯৬৪ থেকে ১৯৯১ পর্যন্ত জাম্বিয়ার রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। জাম্বিয়ার স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা অসামান্য ছিল।

১১৪. ২০২১ সালের মরুভূমি এবং খরা দিবস (Desertification and Drought Day ) কোন দিনটিতে পালন করা হলো ?

(A) ১৬ই জুন
(B) ১৭ই জুন
(C) ১৮ই জুন
(D) ১৯শে জুন

উত্তর :
(B) ১৭ই জুন
এই দিবসের লক্ষ্য হ’ল মরুভূমি ও খরা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মরুভূমি ও খরা প্রতিরোধে প্রাকৃতিক পদ্ধতি তুলে ধরা। এই প্রতিবছর জন্য, জাতিসংঘ বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ২০২১ সালে এই দিবসের থিম ছিল – “Restoration. Land. Recovery.” (

১১৫. বাংলাদেশের পেট্রোবাংলা এর সাথে কোন কোম্পানি ভারত থেকে LNG সরবরাহ করার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ?

(A) Essar Oil
(B) H-Energy
(C) Hindustan Petroleum
(D) Oil India

উত্তর :
(B) H-Energy
বাংলাদেশের পেট্রোবাংলা এর সাথে H-Energy কোম্পানি ভারত থেকে LNG সরবরাহ করার জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে । ২৫০ কিমি দীর্ঘ কানায় চত্ত – শ্রীরামপুর (বাংলাদেশ ) একটি গ্যাস লাইনের সাহায্যে এই গ্যাস সরবরাহ করা হবে। ২০২৩ সালে এই লাইনের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ।

১১৬. সৌর শক্তি খাতের উন্নয়নের জন্য কোন দেশকে সম্প্রতি ভারত সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার লাইন অফ ক্রেডিট দিয়েছে ?

(A) মালদ্বীপ
(B) সেশেলস
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা

উত্তর :
(D) শ্রীলঙ্কা

শ্রীলংকা

  • প্রেসিডেন্ট : গোটাবায়া রাজাপাকসে
  • রাজধানী : শ্রী জয়বর্ধনপুর কোট্টে

১১৭. কোন সিমেন্ট কোম্পানি NABARD-এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে ?

(A) Lafarge
(B) Dalmia
(C) Konark
(D) Ambuja

উত্তর :
(D) Ambuja
Ambuja সিমেন্ট কোম্পানি NABARD-এর সহযোগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে ।

NABARD – National Bank for Agriculture and Rural Development

  • হেড কোয়ার্টার- মুম্বাই
  • প্রতিষ্ঠা – ১৯৮২ সালের ১২ই জুলাই

১১৮. বিশ্বে প্রথম মাস্ক ফ্রি দেশ হলো –

(A) চীন
(B) ইজরায়েল
(C) কেনিয়া
(D) ইতালী

উত্তর :
(B) ইজরায়েল

ইজরায়েল

  • রাজধানী- জেরুজালেম
  • মুদ্রার – শেকেল

১১৯. Sustainable Development Solutions Network (SDSN) দ্বারা প্রকাশিত Sustainable Development Report 2021 -এ ভারতের স্থান কততম ?

(A) ১১৭
(B) ১২০
(C) ১২৮
(D) ১৩২

উত্তর :
(B) ১২০
এই রিপোর্টে ভারত রয়েছে ১২০ নম্বর স্থানে। শীর্ষে রয়েছে ফিনল্যাণ্ড ।

১২০. সম্প্রতি নিম্নোক্ত কোন সংস্থা “The race against time for smarter development” রিপোর্টিট প্রকাশ করেছে ?

(A) UNESCO
(B) UNDP
(C) NASA
(D) IMF

উত্তর :
(A) UNESCO
UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization ) সম্প্রতি এই রিপোর্টিট প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী ভারতের রিসার্চ এবং ডেভেলপমেন্ট খাতে বিনিয়োগ অসন্তোষজনক ।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9Next page
Telegram

Related Articles

Back to top button