ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা (List of Famous Sarees of Different States of India ) নিয়ে। ভারতের কোন রাজ্যে কোন শাড়ি বিখ্যাত তার একটি সুস্পষ্ট ধারণা তোমার আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবে ।
ভারতের কোন রাজ্যে কোন শাড়ি বিখ্যাত
স্থান | বিখ্যাত শাড়ি |
---|---|
পশ্চিমবঙ্গ | বালুচরি, কাঁথা স্টিচ, টাঙ্গাইল, তাঁত, ধূপছায়া, মুর্শিদাবাদ সিল্ক |
উত্তর প্রদেশ | তংচই, জামদানি, জামাওয়ার (বারাণসী ), চিকনকারি |
তামিলনাড়ু | কাঞ্জিভরম |
রাজস্থান | বন্ধ্যেজ |
ওড়িশা | সম্বলপুরী, বোমকাই |
মহারাষ্ট্র | পৈঠানি, পুনে শাড়ি |
মধ্যপ্রদেশ | চান্দেরি, মাহেশ্বরী |
কর্ণাটক | চিন্তমণি, কাসৌতি, কর্ণাটকি সিল্ক |
ঝাড়খন্ড | কাঁথা স্টিচ, কোসা সিল্ক |
জম্মু কাশ্মীর | ছাপা সিল্ক |
গুজরাট | গাথজোড়া , পাটোলা, বন্ধনী |
ছত্তিসগড় | কাঁথা স্টিচ, ট্রাইবাল কাজ, কোসা সিল্ক |
বিহার | তসর, কাঁথা স্টিচ, মধুবনী |
অসম | মুগা সিল্ক |
অন্ধ্রপ্রদেশ | গাদোয়াল, ধর্মওয়ারাম, পচামপল্লী, উপ্পারা-জামদানি |
কেরালা | কাসভু |
পাঞ্জাব | ফুলকারি |
তেলেঙ্গানা | পচামপল্লী |
আরও দেখে নাও :
To check our latest Posts - Click Here