Notes

ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা

List of Famous Sarees of Different States of India

ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন স্থানের বিখ্যাত শাড়ি তালিকা (List of Famous Sarees of Different States of India  ) নিয়ে। ভারতের কোন রাজ্যে কোন শাড়ি বিখ্যাত তার একটি সুস্পষ্ট ধারণা তোমার আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবে ।

ভারতের কোন রাজ্যে কোন শাড়ি বিখ্যাত

স্থানবিখ্যাত শাড়ি
পশ্চিমবঙ্গবালুচরি, কাঁথা স্টিচ, টাঙ্গাইল, তাঁত, ধূপছায়া, মুর্শিদাবাদ সিল্ক
উত্তর প্রদেশতংচই, জামদানি, জামাওয়ার (বারাণসী ), চিকনকারি
তামিলনাড়ুকাঞ্জিভরম
রাজস্থানবন্ধ্যেজ
ওড়িশাসম্বলপুরী, বোমকাই
মহারাষ্ট্রপৈঠানি, পুনে শাড়ি
মধ্যপ্রদেশচান্দেরি, মাহেশ্বরী
কর্ণাটকচিন্তমণি, কাসৌতি, কর্ণাটকি সিল্ক
ঝাড়খন্ডকাঁথা স্টিচ, কোসা সিল্ক
জম্মু কাশ্মীরছাপা সিল্ক
গুজরাটগাথজোড়া , পাটোলা, বন্ধনী
ছত্তিসগড়কাঁথা স্টিচ, ট্রাইবাল কাজ, কোসা সিল্ক
বিহারতসর,  কাঁথা স্টিচ, মধুবনী
অসমমুগা সিল্ক
অন্ধ্রপ্রদেশগাদোয়াল, ধর্মওয়ারাম, পচামপল্লী, উপ্পারা-জামদানি
কেরালাকাসভু
পাঞ্জাবফুলকারি
তেলেঙ্গানাপচামপল্লী

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button