Polity NotesGeneral Knowledge Notes in Bengali

সংবিধানের মৌলিক অধিকার গুলি কি কি – Fundamental Rights of Indian Constitution

Fundamental Rights of Indian Citizens

সংবিধানের মৌলিক অধিকার গুলি কি কি

প্রিয় পাঠকরা, আজকে আমরা আলোচনা করবো সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ (Fundamental Rights of Indian Citizens ) নিয়ে। ভারতীয় সংবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই মৌলিক অধিকার। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মৌলিক অধিকার সমূহ থেকে প্রশ্ন এসেই থাকে। তাই আমরা সংক্ষেপে এই টপিকটি আজ তুলে ধরার চেষ্টা করলাম।  ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ

Table of Contents



মৌলিক অধিকার কাকে বলে ?

ভারতীয় সংবিধানের তৃতীয় অংশ ( Part III ) -এ ১২ থেকে ৩৫ ধারার মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে। কিন্তু মৌলিক অধিকার বলতে কি বোঝায়, তা এক কথায় বলা কষ্টসাধ্য। সাধারণ ভাবে বলা যায়, নাগরিকসমূহের অধিকারসমূহের মধ্যে যেগুলি নাগরিকদের স্বাধীনতা নিশ্চিন্ত করে এবং ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত অপরিহার্য বলে বিবেচিত হয় সেগুলিকে মৌলিক অধিকার বলে চিহ্নিত করা যেতে পারে। ভারতীয় ভূখন্ডের মধ্যে কোন ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা অথবা আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবার অধিকার অস্বীকার করবে না। নাগরিক ও রাজনৈতিক অধিকার ভোগে সর্বজনের সুযোগ থাকবে ।

প্রাকৃতিক অধিকারের মধ্যে যেসব অধিকারের উৎস নিহিত থাকে, সেগুলিকে মৌলিক অধিকার বলে।

– এম এম সিং

মৌলিক অধিকার কয়টি ও কি কি ?

মূল সংবিধানে মৌলিক অধিকার গুলিকে মোট ৭টি ভাবে ভাগ করা হয়েছিল। কিন্তু ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার ফলে বর্তমানে ভারতীয় নাগরিকরা মোট ৬ প্রকার মৌলিক অধিকার ভোগ করতে পারে। এগুলি হলো –

সাম্যের অধিকার১৪-১৮ নম্বর ধারা
স্বাধীনতার অধিকার১৯-২২ নম্বর ধারা
শোষণের বিরুদ্ধে অধিকার২৩-২৪ নম্বর ধারা
ধর্মীয় স্বাধীনতার অধিকার২৫-২৮ নম্বর ধারা
সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার২৯-৩০ নম্বর ধারা
সাংবিধানিক প্রতিবিধানের অধিকার৩২ নম্বর ধারা
ভারতীয় নাগরিকদের ৬ প্রকার মৌলিক অধিকার
মৌলিক অহিকের সমূহ
Fundamental Rights

১. সাম্যের অধিকার ( আর্টিকেল ১৪ – ১৮ ) – Right to Equality

সাম্য বলতে বোঝায় ধনী-নির্ধন, অভিজাত-অভাজন, স্ত্রী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি নির্বিশেষে প্রতিটি মানুষকে তার আত্মবিকাশের উপযোগী সমান সুযোগ-সুবিধা প্রদান। ভারতীয় সংবিধানের ১৪ থেকে ১৮ নম্বর ধারার মধ্যে সাম্যের অধিকারগুলি ঘোষিত ও স্বীকৃত হয়েছে।

ধারাবিষয়
১৪ভারতের সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে ‘আইনের দৃষ্টিতে সমতা’ বা ‘আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত’ হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
১৫জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে যে কোনো বৈষম্যকে নিষিদ্ধকরণ।
১৬সরকারি চাকুরিলাভেব ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ-সুবিধা প্রদান।
১৭অস্পৃশ্যতা দূরীকরণ
১৮পদবীগ্রহণ নিষিদ্ধকরণ।
সাম্যের অধিকারসমূহ

২. স্বাধীনতার অধিকার ( আর্টিকেল ১৯-২২ ) – Right to Freedom

স্বাধীনতার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। ভারতীয় সংবিধানে নাগরিকদের ব্যক্তি-স্বাধীনতার অধিকার স্বীকার ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর ধারায় স্বাধীনতার অধিকারগুলি স্বীকৃতি লাভ করেছে।

ধারাবিষয়
১৯ছয়টি স্বাধীনতার উল্লেখ রয়েছে –
[i] বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা
[ii] শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার
[iii] সমিতি বা সংঘ গঠনের অধিকার
[iv] ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার
[v] ভারতের যে কোনো অংশে বসবাস করার অধিকার
[vi] যে কোনও বৃত্তি অবলম্বন করা বা যে কোনো উপজীবিকা, ব্যবসা-বাণিজ্য চালানোর অধিকার
২০কোনও অপরাধের জন্য নাগরিকদের বিধিবহির্ভূত ও অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না।
২১জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ
২১ Aপ্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান
২২গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা। কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে।
স্বাধীনতার অধিকারসমূহ

৩. শোষণের বিরুদ্ধে অধিকার (আর্টিকেল ২৩-২৪ ) – Right against Exploitation

শোষণ, লাঞ্ছনা ও বঞ্চনা গণতন্ত্রের প্রধান শত্রু। ভারতীয় সংবিধানের ২৩ এবং ২৪ নম্বর ধারায় নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকারগুলি স্বীকৃতি লাভ করেছে।

ধারাবিষয়
২৩বলপ্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, বেগার খাটানো নিষিদ্ধকরণ
২৪১৪ বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ
শোষণের বিরুদ্ধে অধিকারসমূহ

৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার (আর্টিকেল ২৫-২৮) – Right to Freedom of Religion

ভারতিয় সংবিধানের ২৫ থেকে ২৮ নম্বর ধারাগুলি ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলিকে স্বীকৃতি দিয়েছে।

ধারাবিষয়
২৫সকল ব্যক্তিই সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মস্বীকার, ধর্মাচরণ এবং ধর্মপ্রচারের স্বাধীনতা ভোগ করবে।
২৬প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে।
২৭ধর্মীয় কারণে কোনও ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না।
২৮শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি তাদের ইচ্ছাধীন।
ধর্মীয় স্বাধীনতার অধিকারসমূহ

৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (আর্টিকেল ২৯-৩০ ) – Cultural and Educational Rights

ভারতীয় সংবিধানের ২৯ ও ৩০ নম্বর ধারায় সংস্কৃতি ও শিক্ষা-বিষয়ক অধিকার ঘোষিত হয়েছে ও সংখ্যালঘু সম্প্রদায়গুলির স্বার্থ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

ধারাবিষয়
২৯সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ ।
৩০সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দমত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।
সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারসমূহ

৩১ নম্বর ধারাটি বাতিল করা হয়েছে।

সাংবিধানিক প্রতিকারের অধিকার (আর্টিকেল ৩২ ) – Right to Constitutional Remedies

সংবিধানে কেবল লিপিবদ্ধ করলেই মৌলিক অধিকারগুলি সুরক্ষিত হবে সেটা নিশ্চিন্ত করা যায় না। তাই সাংবিধানিক প্রতিবিধানের মাধ্যমে অধিকারগুলি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা গণতান্ত্রিক রাষ্ট্রে একান্ত প্রয়োজন।

৩২ নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারগুলি বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে।

মৌলিক অধিকারগুলিকে বলবৎ করতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের ৩২ নম্বর ধারা অনুসারে সুপ্রিমকোর্ট ও ২২৬ নম্বর ধানের অনুযায়ী হাইকোর্ট ৫টি রিট বা লেখ জারি করতে পারে। দেখে নাও এই রিট বা লেখ সম্পর্কিত বিস্তারিত তথ্য ।

ড: বি আর আম্বেদকর সাংবিধানিক প্রতিকারের অধিকারকে “সংবিধানের আত্মা ও হৃদয়” বলে অভিহিত করেছেন।



মৌলিক অধিকার সম্পর্কিত অন্যান্য ধারা

ধারাবিষয়
৩৩সশস্ত্র বাহিনীর মৌলিক অধিকারসমূহ পার্লামেন্ট আইন প্রণয়ন দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে।
৩৪কোনও অঞ্চলে সামরিক আইন বলববৎ থাকাকালীন সময়ে সংশ্লিষ্ট অঞ্চলে মৌলিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপিত হতে পারে।
৩৫নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়ন।
মৌলিক অধিকার সম্পর্কিত অতিরিক্ত ধারা

মৌলিক অধিকার সম্পর্কিত কিছু অরিতিক্ত তথ্য

  • ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রাথমিক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ (ক) ধারার মাধ্যমে।
  • ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে আর্টিকেল ১৮ অনুসারে।
  • মৌলিক অধিনাকরগুলির মধ্যে সম্পত্তির অধিকার নিয়ে সবথেকে বেশি আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। যদিও বর্তমানে এটি মৌলিক অধিকার নয়।
  • মৌলিক অধিকারগুলি রদ করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। তবে ২০ ও ২১ নম্বর ধারায় উল্লিখিত মৌলিক অধিকারগুলি কোনও অবস্থাতেই রদ করা যায় না।
  • এই অধিকারগুলি বলবৎ করার জন্য আদালত রিট জারি করে।
  • মৌলিক অধিকারের ধারণাটি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে।


এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।

Download Section 

  • File Name : ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ – বাংলা কুইজ
  • File Size : 2.6 MB
  • Format : PDF 
  • No. of Pages : 05 
  • Language : Bengali
  • Subject : Indian Polity

মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর :

ভারতীয় সংবিধানে উল্লিখিত ভারতীয়দের মৌলিক অধিকার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া রইলো ।

ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারার বিষয়বস্তু হল –

স্বাধীনতার অধিকার

ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারায় উল্লেখ রয়েছে –

ধর্মীয় স্বাধীনতার অধিকার

মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন –

মন্ত্রিসভার অনুমোদনক্রমে  রাষ্ট্রপতি

মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল

৭ টি 

কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা ‘কৃপাণ’ বহন করতে পারে?

ধর্মীয় স্বাধীনতার অধিকার

ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে উল্লিখিত আছে

২৫-২৮ নম্বর ধারায় 

কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন ?

সাংবিধানিক প্রতিকারের অধিকার 

সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে?

৩০

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অঙ্গীকার করা হয়েছে?

১৯

ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে ?

১৮

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে

তৃতীয় পার্টে

মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হলো

ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা 

মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে

রিট 

বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কয়টি ?

কততম সংবিধান সংশোধনীর শিক্ষার অধিকার মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয় অনুচ্ছেদ ২১(এ) হিসেবে ?

৮৬

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব 

সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের

মৌলিক অধিকার রক্ষাকারী কতগুলি লেখ বা রিট রয়েছে ?

৫টি 

মৌলিক অধিকারের কোন কোন ধারাগুলি কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না ?

২০-২১

সংবিধান সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ পোস্ট –

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button