বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ – PDF
Disease Related to Metals and Minerals
বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ সম্পর্কে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই জানতে চাওয়া হয় কোন ধাতুর অভাবে কোন রোগ হয় বা কোনো রোগের নাম দিয়ে জানতে চাওয়া হয় সেই রোগটি কোন ধাতুর জন্য হয়।
নং | যার প্রভাবে ঘটে | রোগ |
---|---|---|
১ | সীসা | প্লাম্বিসম (Plumbism ) |
২ | সীসা | ডিসলেক্সিয়া (Dyslexia) |
৩ | ক্যাডমিয়াম | ইটাই ইটাই (Itai Itai ) |
৪ | পারদ | ম্যাড হেটার্স রোগ (Mad Hatter’s Disease ) |
৫ | পারদ | মিনামাটা (Minamata ) |
৬ | তুলাতন্তুর ধুলা | বিসিনোসিস – Byssinosis (Brown Lung ) |
৭ | অ্যাসবেসটস | মেসোথেলিওমা (Mesothelioma ) |
৮ | অ্যাসবেসটস | সাদা ফুসফুস রোগ (White Lung ) |
৯ | কয়লার কণা | কালো ফুসফুস রোগ (Black Lung ) |
১০ | সিলিকা ধুলা | সিলিকোসিস (Silicosis ) |
১১ | লোহার ধুলা | সিডিরোসিস (Siderosis ) |
১২ | আর্সেনিক | ব্ল্যাক ফুট রোগ (Black foot disease) |
১৩ | নাইট্রেটস | ব্লু বেবি সিনড্রোম (Blue Baby Syndrome) |
বিভিন্ন ধাতু ও খনিজের অভাবজনিত রোগ
বিভিন্ন ধাতু ও খনিজের অভাবজনিত রোগ তালিকা দেওয়া রইলো।
নং | যার অভাবে ঘটে | রোগ |
---|---|---|
১ | লোহা | এনিমিয়া বা রক্তাল্পতা |
২ | ক্যালসিয়াম | হাইপোক্যালসেমিয়া |
৩ | আয়োডিন | গয়টার |
৪ | পটাসিয়াম | হাইপোক্যালেমিয়া |
৫ | ম্যাগনেসিয়াম | হাইপোম্যাগনেসিমিয়া |
বিভিন্ন ধাতু ও খনিজ সম্পর্কিত রোগ – প্রশ্ন ও উত্তর
১. আয়োডিনের অভাবে কোন রোগ হয় ?
উত্তর : গলগণ্ড বা গয়টার
২. মিনামাটা রোগ কিসের জন্য হয়?
উত্তর : মিনামাটা রোগ এটি একটি স্নায়বিক সিন্ড্রোম যা পারদের (মিথাইল মার্কারি) বিষক্রিয়ার ফলে হয়।
৩. ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম কি?
উত্তর : ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয়।
৪. ডিসলেক্সিয়া রোগের কারণ কোন ধাতু?
উত্তর : ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী ভারী ধাতুগুলি, বিশেষত সীসা।
৫. ব্ল্যাক ফুট রোগের কারণ কি ?
উত্তর : আর্সেনিক । পানীয় জলের মাধ্যমে আর্সেনিকের সংস্পর্শে রক্তনালীগুলির একটি মারাত্মক রোগএই ব্ল্যাক ফুট।
Download Section
File Name : বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ – বাংলা কুইজ
File Size : 1.7 MB
No. of Pages : 02
Format : PDF
আরও দেখে নাও :
- মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
- রোগ ও তাদের জীবাণু
- মানব চক্ষুর বিভিন্ন রোগ সমূহ । চোখের বিভিন্ন রোগের নাম
- ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
To check our latest Posts - Click Here