৯১ বছর বয়সে প্রয়াত ‘উড়ন্ত শিখ’ – মিলখা সিং
Flying Sikh - Milkha Singh dies of COVID-19 complications
৯১ বছর বয়সে প্রয়াত ‘উড়ন্ত শিখ’ – মিলখা সিং
৯১ বছর বয়সে প্রয়াত ‘উড়ন্ত শিখ’ – মিলখা সিং। শেষ পর্যন্ত করোনা (COVID-19) যুদ্ধে হেরে গেলেন ভারতের কিংবদন্তী দৌড়বিদ মিলখা সিং। ৯১ বছর বয়সে করোনা আক্রান্ত হবার ৩০ দিন পর তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করলেন চন্ডিগড়ে।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে করোনা তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছিল তাঁর পত্নী নির্মল কৌরকে। বাড়ির এক পরিচালিকার মাধ্যমে সংক্রমিত হন মিলখা সিং এবং তাঁর স্ত্রী। পোস্ট কোভিড সংক্রমণে চন্ডিগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ১৮ই জুন ২০২১ এ প্রয়াত হন মিলখা সিং।
আসুন দেখে নিয়ে এই কিংবদন্তি স্প্রিন্টার সম্পর্কে কিছু তথ্য ।
মিলখা সিং :
১৯২৯ সালের ২০ই নভেম্বর, ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের গোবিন্দপুরাতে জন্ম মিলখা সিং-এর । ভারত ভাগের সময় তাঁর পিতা, ভাই ও দুই বোন সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হন। কোনোক্রমে দিল্লিতে পালিয়ে আসেন মিলখা সিং। শেখ কিছুদিন কাটান পুরানা কিলার রিফিউজি ক্যাম্পে। এর পরে চার বারের চেষ্টায় তিনি ভারতীয় সেনাতে নিযুক্ত হন।
বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করার জন্য মিলখা সিং এক সময় তিহার জেলে বন্দী ছিলেন ।
মিলখা সিং -এর পত্নী নির্মল কৌর ছিলেন ভারতীয় মহিলা ভলিবল দলের প্রাক্তন ক্যাপ্টেন। ছেলে জিভ মিলখা সিং ভারতের এখন প্রখ্যাত গল্ফার।
মিলখা সিং এর মেডেল ও পুরস্কার তালিকা
- ১৯৫৮ খ্রিস্টাব্দে কমনওয়েলথ গেমসের ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতে নেন।
- ১৯৫৮ খ্রিস্টাব্দে টোকিওতে আয়োজিত এশিয়ান গেমসে ২০০ মিটার বিভাগে স্বর্ণপদক জিতে নেন।
- ১৯৫৮ খ্রিস্টাব্দে টোকিওতে আয়োজিত এশিয়ান গেমসে ৪০০ মিটার বিভাগে স্বর্ণপদক জিতে নেন।
- ১৯৫৮ খ্রিস্টাব্দে ওড়িশার কটকে আয়োজিত ন্যাশনাল গেমসে ২০০ ও ৪০০ মিটার বিভাগে স্বর্ণপদক জিতে নেন।
- ১৯৬২ খ্রিস্টাব্দে জাকার্তাতে আয়োজিত এশিয়ান গেমসে ৪০০ মিটার বিভাগে স্বর্ণপদক জিতে নেন।
- ১৯৬২ খ্রিস্টাব্দে জাকার্তাতে আয়োজিত এশিয়ান গেমসে ৪ × ৪০০ মিটার রিলে রেসে স্বর্ণপদক জিতে নেন।
- ১৯৬৪ খ্রিস্টাব্দে কলকাতায় আয়োজিত ন্যাশনাল গেমসে ৪০০ মিটার বিভাগে রৌপ্য পদক জিতে নেন।
‘In the passing away of Shri Milkha Singh Ji, we have lost a colossal sportsperson, who captured the nation’s imagination and had a special place in the hearts of countless Indians. His inspiring personality endeared himself to millions. Anguished by his passing away
‘ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
১৯৫৯ সালে মিলখা সিংকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে ভারত সরকার। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্স, ১৯৬০ সালে রোম অলিম্পিক্স ও ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মিলখা সিং।
মিলখা সিং সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য :
- মিলখা সিংকে Flying Sikh বা উড়ন্ত শিখ বলে প্রথম অভিহিত করেছিলেন পাকিস্তানের পূর্ব রাষ্ট্রপতি আইয়ুব খান ।
- মিলখা সিং এর পিতার মৃত্যুর আগে শেষ কথা ছিল “ভাগ মিলখা ভাগ”। সাম্প্রদায়িকতায় অন্ধ কিছু অমানুষ যখন মিলখা সিং এর পিতাকে হত্যা করতে উদ্যত হয়েছিল সেই সময় ছেলের প্রাণ বাঁচাতে ছেলেকে পালিয়ে যাবার নির্দেশ দিয়েছিলেন মিলখা সিং এর পিতা।
- মিলখা সিং এর আত্মজীবনী – “The Race of My Life” ।
আরও দেখে নাও :
- প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
- সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য
- ইরফান খান স্পেশাল কুইজ-বাংলা কুইজ – সেট ১২৮
- ফিরে দেখো ২০২০ । Throw Back to 2020
- বিশ্ব শান্তি সূচক ২০২১ তে ভারতের অবস্থান ১৩৫ তম
To check our latest Posts - Click Here