Current Topics

বিশ্ব শান্তি সূচক ২০২১ তে ভারতের অবস্থান ১৩৫ তম

India ranks 135 in Global Peace Index 2021

বিশ্ব শান্তি সূচক ২০২১ তে ভারতের অবস্থান ১৩৫ তম

India climbed four spots to become the 135th ‘peaceful’ country on the Global Peace Index 2021 Institute for Economics and Peace (Sydney)

প্রকাশিত হল বিশ্ব শান্তি সূচকের তালিকা। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস (সিডনি) দ্বারা প্রকাশিত বিশ্ব শান্তি সূচক ২০২১ (Global Peace Index ২০২১) তে ২.৫৫৩৩ পয়েন্ট নিয়ে  ভারতের অবস্থান ১৩৫ তম।

১৬৩ টি দেশ নিয়ে তৈরী এই তালিকায় ১.১ পয়েন্ট নিয়ে পুনরায় শীর্ষ  স্থান অর্জন করেছে আইসল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। ২০০৯ সাল থেকে চালু হওয়া এই সূচকে প্রতিবারই প্রথম স্থান অর্জন করে আসছে আইসল্যান্ড।

অন্যদিকে,গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই হয়েছে আফগানিস্তান  এর। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভুটানের অবস্থান ২২ তম (দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ)। এই অঞ্চলের অন্য দেশ গুলির মধ্যে নেপাল ৭২ তম , বাংলাদেশ ৯১ তম,  শ্রীলংকা ৯৫ তম ও  পাকিস্তান ১৫০ তম স্থানে রয়েছে।

উদ্দেশ্য

বিশ্বের ১৬০+টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপন,নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের ওপর  ভিত্তি করে এই সূচক নির্ধারণ করে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস।২৩ টি পরিমাপের দরুন তৈরী বিশ্ব শান্তি সূচক বিশ্বের প্রায় ৯৯.৭% শতাংশ জনসংখ্যাকে কভার করে।

বিশেষ তথ্য

  • ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে ৮৭টি দেশ উন্নতি করেছে। অর্থা‍ৎ নাগরিকদের নিরাপত্তা,শান্তি  বাড়ানোর ক্ষেত্রে সফল হয়েছে । ৬৯টি দেশে পরিস্থিতির অবনমন হয়েছে। তার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ৯ টি অঞ্চলের মধ্যে কেবল ৩ টি অঞ্চলেই শান্তি সূচকে উন্নতি হয়েছে।
  • দক্ষিণ এশিয়ার ৭ টি দেশের মধ্যে ভারত ৫ ম স্থানে রয়েছে।

ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস (Institute for Economics and Peace)

প্রতিষ্ঠা : ২০০৮ সাল।

সভাপতি : স্টিভ কিলিলিয়া।

প্রধান কার্যালয় : সিডনি।

অন্যান্য কার্যালয় :  নিউ ইয়র্ক সিটি, মেক্সিকো সিটি এবং অক্সফোর্ডে।

আরো দেখে নাও :  বিভিন্ন সূচকে ভারতের র‌্যাঙ্কিং – ২০২০ । Rank of India

17th June Bengali Current Affairs 2021  – কারেন্ট অ্যাফেয়ার্স

২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান

ফ্রেঞ্চ ওপেন ২০২১ । ফরাসি ওপেন ২০২১

আসামের সপ্তম জাতীয় উদ্যান –  দিহিং পাটকাই জাতীয় উদ্যান

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২১ pdf । সাম্প্রতিকী

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button