ক্যুইজ সেট -২০০
প্রিয় পাঠকরা তোমাদের জন্য বাংলা কুইজের তরফ থেকে দেওয়া রইল একটি ক্যুইজ সেট। তোমাদের সকলের ভালোবাসার ফলে আজ আমরা আমাদের ২০০ তম কুইজ সেট প্রকাশ করছি। আমাদের সমস্ত কুইজ সেটগুলি একসাথে দেখতে ক্লিক করুন https://www.banglaquiz.in/category/quiz/quiz-questions/ .
দেখে নিন ক্যুইজ এর কিছু প্রশ্ন ও উত্তর।
১. নেতাজী সুভাষচন্দ্র বসু রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত?
২. জাপানিজ এ ‘Benzaiten’ ,চাইনিজ এ ‘Biancaitian’ এবং মেদাও ভাষায় ‘Tipitaka’ নামে পরিচিত। আমাদের কাছে কী নামে পরিচিত?
৩. সম্প্রতি একটি দেশ তাদের দেশের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন “For we are young and free” থেকে পরিবর্তন করে “For we are one and free ” করেছে। কোন দেশ?
৪. কামদারঞ্জন রায় কে আমরা কী নামে চিনি?
আরো দেখে নাও : বাংলা কুইজ সেট ১৮৮ খেলাধূলা কুইজ
৫. আমাদের খুব পরিচিত একটি ফলের ৪ টি প্রজাতির নাম হল – রাম, সীতা,লক্ষণ ও হনুমান। কোন ফল?
৬. দরিদ্র কৃষকদের সাহায্য করার জন্য পতিসর (কালীগ্রাম) কৃষি সমবায় ব্যাংক কে চালু করেন?
৭. স্পেনের জাতীয় নাচের নামে মাহিন্দ্রা কোম্পানি একটি গাড়ি তৈরি করেছে। নাচটির নাম কী?
আরো দেখে নাও : বাংলায় কুইজের প্রশ্ন-উত্তর সেট – ১৮৩
৮. মহারাষ্ট্রের কোহলাপুর জেলায় Argyreia Sharadchandrajii নামে একটি নতুন গাছের প্রজাতি পাওয়া গিয়েছে। এটির নাম কার নামে রাখা হয়েছে?
৯. কুন্তক কোন বিখ্যাত লেখক/কবি এর ছদ্মনাম ?
১০. ভোট শব্দটি ল্যাটিন শব্দ ভোটাম থেকে এসেছে,এর অর্থ কী?
আরো দেখে নাও : বাংলা কুইজ সেট -১৪৬
বাংলা কুইজ – সেট ১৭০ – কুইজ প্রতিযোগিতার প্রশ্ন
To check our latest Posts - Click Here