প্রশ্নোত্তর জিএসটি। GST- Question and Answer
প্রশ্নোত্তর জিএসটি :২০১৭ সালে ভারতের রাজ্য সভা এবং লোকসভায় পাশ হয় জিএসটি বিল। এরপর ১ লা জুলাই ২০১৭ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি এর কার্যকালে ভারতে কর ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চালু হয় জিএসটি (GST) অর্থাৎ গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স।বর্তমানে পৃথিবীর প্রায় ১৪০ টির বেশি দেশে জিএসটি কার্যকর করা হয়েছে। জিএসটি হল একক অভিন্ন প্রত্যক্ষ কর(Indirect Tax) যা পন্য (Prouct) বা সেবা (Service) সবধরণের ব্যাবসার উপর প্রযোজ্য।
জিএসটি চারটি স্তরের ট্যাক্স কাঠামো যা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পণ্য ও সেবাগুলির ক্ষেত্রে ৫%, ১২ % ১৮% এবং ২৮% হিসাবে ধার্য্য করা হয়েছে। কিছু প্রয়োজনীয় দ্রব্য গুলির জন্য ট্যাক্স রেট ০% রাখা হয়েছে।দেখে নেওয়া যাক প্রশ্নোত্তর জিএসটি।
১. GST কথার পুরো অর্থ কী?
২ .পৃথিবীর কোন দেশে প্রথম GST চালু হয়?
৩. কততম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয়?
৪. জিএসটি এর মোট কতগুলি ভাগ ?
আরো দেখে নাও : বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ – আম্বেদকর জয়ন্তী
৫. IGST এর ক্ষেত্রে I অক্ষরটি কোন শব্দকে নির্দেশিত করে?
৬. কোন কমিটির পরামর্শে ভারতে জিএসটি চালু হয়?
৭. জিএসটি বিল তৈরি সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
৮. জিএসটি কাউন্সিল মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
আরো দেখে নাও : অটল বিহারী বাজপেয়ী কুইজ – জানা অজানা তথ্য
৯. ভারতের কোন রাজ্যে সর্বশেষ জিএসটি বিল পাস হয়?
১০. GST নম্বর একটি আলফা নিউমেরিক ব্যাবস্থা। এতে মোট কতগুলি অক্ষর ও সংখ্যা থাকে?
আরো দেখে নাও :
- ভারতের অর্থ কমিশন ।Finance Commission in India
- বিভিন্ন ধরণের অর্থনৈতিক ক্ষেত্র Sectors of Economics
- কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ । Union Budget 2021-22
- নির্বাচন কুইজ । Elections Quiz
- ভারতীয় রেল কুইজ
- গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস – কুইজ সেট প্রশ্নোত্তর
To check our latest Posts - Click Here