Current Topics

আসামের সপ্তম জাতীয় উদ্যান – দিহিং পাটকাই জাতীয় উদ্যান

7th National Park of Assam - Dehing Patkai National Park

আসামের সপ্তম জাতীয় উদ্যান – দিহিং পাটকাই জাতীয় উদ্যান

একই মাসে আসাম পেতে চলেছে দুটি নতুন জাতীয় উদ্যান। কিছুদিন আগেই আসামের ষষ্ঠ জাতীয় উদ্যানের তকমা পেয়েসিল রায়মোনা জাতীয় উদ্যান। এবারে আসামের সপ্তম জাতীয় উদ্যানের তকমা পেলো দিহিং পাটকাই জাতীয় উদ্যান।

দেখে নাও ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকাClick Here 

দিহিং পাটকাই জাতীয় উদ্যানটি আসামের ডিব্রুগড়, তিনসুকিয়া এবং চরাইদেও জেলায় বিস্তৃত একটি রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য। এই জাতীয় উদ্যানের কিছু অংশ অরুণাচল প্রদেশেও রয়েছে। ২০০৪ সালের ১৩ই জানুয়ারি দিহিং পাটকাইকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছিল। যদিও ২০২০ সালের ১৩ই ডিসেম্বর থেকেই আসামে এটিকে জাতীয় উদ্যান হিসেবে মণ হয় কিন্তু  সরকারি ভাবে ২০২১ সালের ৯ই জানুয়ারি এটি জাতীয় উদ্যানের তকমা পেয়েছে।

জানো কি ?

দিহিং পাটকাইকে জাতীয় উদ্যানকে প্রাচ্যের আমাজান বলা হয়।

৪৭টির বেশি প্রজাতির স্তন্যপ্রানী প্রাণী, ৩৫০টিরও বেশি সরীসৃপ, ৪৭টিরও বেশি প্রজাতির সরীসৃপ ও বিভিন্ন প্রজাতির গাছের দেখা মেলে এই জাতীয় উদ্যানের। উল্লেখ্য যে এই জাতীয় উদ্যান কিন্তু ভারতীয় হস্তী প্রকল্পের একটি অংশ। এই জাতীয় উদ্যানের উল্লেখযোগ্য কিছু প্রাণী হলো – এশীয় হাতি, বেঙ্গল টাইগার, ভারতীয় লেপার্ড, গীবন, অসমীয় ম্যাকাও, হিমালয়ের কৃষ্ণ ভাল্লুক প্রভৃতি।

বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর দেখা মেলে এই জাতীয় উদ্যানে। তাই ফাকে, খামিয়ং, খাম্পতি, সিঙ্গফো, নটক, চুটিয়া, আহোম, কায়বার্তা, মুরান, মোটোক প্রভৃতি উপজাতির বসবাস এই জাতীয় উদ্যানে।

আসামের সাতটি জাতীয় উদ্যান – 

  • ডিব্রু-সাইখোয়া জাতীয় উদ্যান
  • কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
  • মানস জাতীয় উদ্যান
  • নামেই জাতীয় উদ্যান
  • রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান
  • রায়মোনা জাতীয় উদ্যান
  • দিহিং পাটকাই জাতীয় উদ্যান

দেখে নাও ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা – Click Here 

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button