General Knowledge Notes in Bengaliসাহিত্য
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ – PDF
Dedicated literary works of Rabindranath Tagore
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ নিয়ে। বাংলা সাহিত্যে অনেক গ্রন্থ, উপন্যাস, কাব্য রয়েছে যেগুলি সাহিত্যিক তাঁর পরিচিত কোনো ব্যক্তিকে, বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে বা অন্য কোনো সাহিত্যিককে সম্মান জানাতে উৎসর্গ করেছেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অবিস্মরণীয়। তাঁর রচনাও অসংখ্য। এর আগে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন সাহিত্যিকদের উল্লেখযোগ্য উৎসর্গীকৃত রচনা সমূহ নিয়ে। কিন্তু রবীন্দ্রনাথের রচিত সাহিত্যের সংখ্যা এতটাই বেশি যে রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ -এর একটি তালিকা আমরা আলাদা ভাবে দিয়ে রাখলাম।
দেখে নাও : বাংলা সাহিত্যের উৎসর্গীকৃত রচনা
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত উপন্যাস তালিকা
ক্রমঃ | উপন্যাস | যাকে উৎসর্গীকৃত |
---|---|---|
১ | দুইবোন | রাজশেখর বসু |
২ | ঘরে বাইরে | প্রমথ চৌধুরী |
৩ | বৌঠাকুরানীর হাট | সৌদামিনী দেবী |
৪ | গোরা | রথীন্দ্রনাথ ঠাকুর |
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত কাব্যের তালিকা
ক্রমঃ | কাব্য | যাকে উৎসর্গীকৃত |
---|---|---|
১ | বলাকা | উইলি পিয়ারসন |
২ | খেয়া | জগদীশচন্দ্র বসু |
৩ | নৈবেদ্য | দেবেন্দ্র নাথ ঠাকুর |
৪ | কাহিনী | রাধাকৃষ্ণ দেবমানিক্য |
৫ | ভগ্ন হৃদয় | কাদম্বরী দেবী |
৬ | প্রভাত সংগীত | ইন্দিরা দেবী |
৭ | শৈশব সংগীত | কাদম্বরী দেবী |
৮ | ভানুসিংহ ঠাকুরের পদাবলী | কাদম্বরী দেবী |
৯ | কড়ি ও কোমল | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
১০ | সোনার তরী | দেবেন্দ্রনাথ সেন |
১১ | কণিকা | প্রমথনাথ রায়চৌধুরী |
১২ | কল্পনা | শ্রীশচন্দ্র মজুমদার |
১৩ | নদী | বলেন্দ্রনাথ ঠাকুর |
১৪ | সেঁজুতি | নীলরতন সেন |
১৫ | আকাশপ্রদীপ | সুধীন্দ্রনাথ দত্ত |
১৬ | আরোগ্য | সুরেন্দ্রনাথ কর |
১৭ | পরিশেষে | অতুলপ্রসাদ সেন |
১৮ | শ্যামলী | রানী মহলানবীশ |
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত প্রবন্ধের তালিকা
ক্রমঃ | প্রবন্ধ | যাকে উৎসর্গীকৃত |
---|---|---|
১ | পঞ্চভূত | জগদীন্দ্রনাথ রায় |
২ | রাশিয়ার চিঠি | সুরেন্দ্রনাথ কর |
৩ | য়ুরোপে প্রবাসীর পত্র | জ্যোতিরিন্দ্রনাথ |
৪ | য়ুরোপে যাত্রীর ডায়েরি | লোকেন্দ্রনাথ পালিত |
৫ | পথে ও পথের প্রান্তে | রানী মহলানবীশ |
৬ | বিশ্বপরিচয় | সত্যেন্দ্রনাথ বসু |
৭ | জাপানে পারস্যে | রামানন্দ চট্টোপাধ্যায় |
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত নাটকের তালিকা
ক্রমঃ | নাটক | যাকে উৎসর্গীকৃত |
---|---|---|
১ | রাজা ও রানী | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
২ | অচলায়তন | যদুনাথ সরকার |
৩ | গোড়ায় গলদ | প্রিয়নাথ সেন |
৪ | মায়ার খেলা | সরলা রায় |
৫ | প্রকৃতির প্রতিশোধ | কাদম্বরী দেবী |
৬ | কালমৃগয়া | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
৭ | বিসর্জন | সুরেন্দ্রনাথ ঠাকুর |
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ – বাংলা কুইজ
- file Size : 1.5 MB
- No. of Pages : 03
- Format : PDF
আরও দেখে নাও :
- বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা ( PDF )
- বিদেশী সাহিত্য ( PDF )
- সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার ২০২০ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
- কমিক চরিত্র ও তাদের স্রষ্টা ( PDF )
- কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
- বিভিন্ন লেখক ও কবির ছদ্মনাম । Pseudonym of famous Bengali Writers
To check our latest Posts - Click Here