Polity NotesGeneral Knowledge Notes in Bengali

বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা – PDF

List of Independence Days of various Countries

বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা (List of Independence Days of various Countries ) নিয়ে। কোন দেশ কবে স্বাধীনতা দিবস পালন করেছিল সেটা আমাদের সকলের জেনে রাখা দরকার। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও কোন দেশ কবে স্বাধীনতা দিবস পালন করা থাকে জানতে চাওয়া হয়।

কোন দেশের স্বাধীনতা দিবস কবে

দেশস্বাধীনতা দিবসসালযাদের থেকে স্বাধীনতা পেয়েছিল
ইকুইডর১০ই আগস্ট১৮০৯স্পেন  
মেক্সিকো১৬ই সেপ্টেম্বর১৮১০স্পেন  
প্যারাগুয়ে১৫ই মার্চ১৮১১স্পেন  
ভেনেজুয়েলা৫ম জুলাই১৮১১স্পেন  
আর্জেন্টিনা ৯ই জুলাই১৮১৬স্পেন  
কোষ্টারিকা১৫ই সেপ্টেম্বর১৮২১স্পেন  
পেরু২৮ শে জুলাই১৮২১স্পেন  
ব্রাজিল৭ই সেপ্টেম্বর১৮২২পর্তুগাল  
বলিভিয়া৬ই আগস্ট১৮২৫স্পেন  
কানাডা১লা জুলাই১৮৬৭ইংল্যান্ড    
তাইওয়ান১০ই অক্টোবর১৯১১চিন  
ফিনল্যান্ড৬ই ডিসেম্বর১৯১৭রাশিয়া  
আফগানিস্তান১৯শে আগস্ট১৯১৯ইংল্যান্ড  
বেলজিয়াম২১শে জুলাই১৯৩১নেদারল্যান্ড  
দক্ষিণ আফ্রিকা ১১ই ডিসেম্বর১৯৩১ইংল্যান্ড  
ইরাক৩রা অক্টোবর১৯৩২ইংল্যান্ড  
আইসল্যান্ড ১৭ই জুন১৯৪৪ডেনমার্ক
দক্ষিণ কোরিয়া ১৫ই আগস্ট১৯৮৫জাপান
ইন্দোনেশিয়া১৭ই আগস্ট১৯৪৫নেদারল্যান্ড  
ভিয়েতনাম২রা সেপ্টেম্বর১৯৪৫জাপান & ফ্রান্স  
জর্ডন২৫শে মে১৯৪৬ইংল্যান্ড  
সিরিয়া১৭ই এপ্রিল১৯৪৬ফ্রান্স  
ভারত১৫ই আগস্ট১৯৪৭ইংল্যান্ড  
পাকিস্তান১৪ই আগস্ট১৯৪৭ইংল্যান্ড  
মায়ানমায়ার৪ঠা জানুয়ারী১৯৪৮ইংল্যান্ড  
শ্রীলংকা ৪ঠা ফেব্রুয়ারি১৯৪৮ইংল্যান্ড  
কম্বোডিয়া৯ই নভেম্বর১৯৫৩ফ্রান্স  
মরোক্কো১৮ই নভেম্বর১৯৫৬ফ্রান্স  ও স্পেন  
তিউনিশিয়া২০শে মার্চ১৯৫৬ফ্রান্স  
ঘানা৬ই মার্চ১৯৫৭ইংল্যান্ড  
মালয়েশিয়া৩১শে আগস্ট১৯৫৭ইংল্যান্ড  
কিউবা১লা জানুয়ারী১৯৫৯স্পেন  
ক্যামেরুন১লা জানুয়ারী১৯৬০ফ্রান্স  & ইংল্যান্ড    
মাদাগাস্কার ২৬শে জুন১৯৬০ফ্রান্স
নাইজেরিয়া১ম অক্টোবর১৯৬০ইংল্যান্ড  
সেনেগাল৪ই এপ্রিল১৯৬০স্পেন  
কুয়েত২৫শে ফেব্রুয়ারী১৯৬১ইংল্যান্ড  
তাঞ্জানিয়া৯ই ডিসেম্বর১৯৬১ইংল্যান্ড  
আলজেরিয়া৫ই জুলাই১৯৬২ফ্রান্স  
জামাইকা৬ই আগস্ট১৯৬২ইংল্যান্ড  
উগান্ডা৯ই অক্টোবর১৯৬২ইংল্যান্ড  
কেনিয়া১২ই জুলাই১৯৬৩ইংল্যান্ড  
জাম্বিয়া২৪শে অক্টোবর১৯৬৪ইংল্যান্ড  
মালদ্বীপ২৬শে জুলাই১৯৬৫ইংল্যান্ড  
সিঙ্গাপুর৯ই আগস্ট১৯৬৫মালয়েশিয়া  
ফিজি১০ই অক্টোবর১৯৭০ইংল্যান্ড  
বাহারিন২৬ই ডিসেম্বর১৯৭১ইংল্যান্ড  
বাংলাদেশ২৬শে মার্চ১৯৭১পাকিস্তান  
সংযুক্ত আরব আমিরাত ২রা ডিসেম্বর১৯৭১ইংল্যান্ড  
বাহামা ১০ই জুলাই১৯৭৩ইংল্যান্ড  
আমেরিকা৪র্থ জুলাই১৯৭৬ইংল্যান্ড  
জিম্বাবোয়ে১৮ই এপ্রিল১৯৮০ইংল্যান্ড  
প্যালেস্টাইন১৫ই নভেম্বর১৯৮৮ইজরাইল  
উজবেকিস্তান১ম সেপ্টেম্বর১৯৯১সোভিয়েত ইউনিয়ন  
আর্মেনিয়া ২১শে সেপ্টেম্বর১৯৯১সোভিয়েত ইউনিয়ন  
ক্রোয়েশিয়া অক্টোবর ৮১৯৯১যুগোশ্লাভাকিয়া
কাজাকিস্তান ১৬ই ডিসেম্বর১৯৯১সোভিয়েত ইউনিয়ন  
হংকং১লা জুলাই১৯৯৭চিন  
বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস

প্রশ্নোত্তরে বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস

১. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ?

বাংলাদেশে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

২. ভারত কবে স্বাধীনতা লাভ করে ?

১৯৪৭ সালের ১৫ই আগস্ট

৩. পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে ?

১৯৪৭ সালের ১৪ই আগস্ট

৪. ভারত ছাড়াও কোন কোন দেশ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ?

ভারত ছাড়া আরও ৪টি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। এগুলি হলো – দক্ষিণ কোরিয়া, কঙ্গো, লিচটেনস্টাইন ও বাহরিন।

আরও দেখে নাও : 

Download Section :

File Name : বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা – PDF – বাংলা কুইজ
File Size : 3 MB
No. of Pages : 04
Format : PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button