QuizQuiz

গৌতম বুদ্ধ কুইজ – Quiz on Gautama Buddha

Quiz on Gautama Buddha

গৌতম বুদ্ধ কুইজ – Quiz on Gautama Buddha

প্রিয় পাঠকেরা, আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণক্ষনে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গৌতম বুদ্ধ কুইজ সেট (Quiz on Gautama Buddha ) ।

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রায় আড়াই হাজার বছর আগে (৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে ) আজকের এই তিথিতে নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। আবার অদ্ভুত সাদৃশ্য হলো এই বুদ্ধ পূর্ণিমার রাতেই তিনি ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় বোধিজ্ঞান লাভ করেছিলেন। আবার অলৌকিকভাবে তাঁর মৃত্যুও হয়েছিল এ রাতেই।

গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বুদ্ধ পূর্ণিমাকে ‘বৈশাখী পূর্ণিমা’ও বলা হয়ে থাকে।

দেখে নাও গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিস্তারিত তথ্য Click Here 

১. গৌতম বুদ্ধ এর প্রকৃত নাম কী ছিল?

উত্তর :
সিদ্ধার্থ গৌতম।

২. গৌতম বুদ্ধ কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন?

উত্তর :
শাক্য ক্ষত্রিয় বংশ।

৩. গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল?

উত্তর :
মায়া দেবী ।

৪. গৌতম বুদ্ধের জন্ম প্রতীক কী ছিল?

উত্তর :
পদ্মফুল ও ষাড় ।

৫. গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথের মৃগদেবা অরণ্যে পাঁচ জন শিষ্যকে নিয়ে। এই ৫ জন শিষ্য হলেন : বাষ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহামানা ও কৌন্দিন্য। এদের একত্রে কী বলা হয়?

উত্তর :
পঞ্চভিক্ষু।

৬. ২৯ বছর বয়সে সংসার জীবন থেকে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে এবং ৪ জনকে দেখে ব্যাথিত হয়ে গৃহত্যাগ করেন সিদ্ধার্থ গৌতম। কোন ৪ জনকে দেখে তিনি ব্যাথিত হয়েছিলেন?

উত্তর :
একজন বৃদ্ধ, একজন রোগী, একজন তপস্বী, একটি মৃতদেহ।

৭. বোধি লাভের পর গৌতম বুদ্ধ উপাধি অর্জন করেন সিদ্ধার্থ গৌতম। এই বুদ্ধ শব্দের অর্থ কী?

উত্তর :
যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন’।

৮. ৩৫ বছর বয়সে বিহারের গয়াই একটি অশ্বত্থ/পিপল গাছের নীচে বোধি (Nirava ) লাভ করেন গৌতম বুদ্ধ। কোন নদীর তীরে তিনি বোধি লাভ করেছিলেন?

উত্তর :
নিরঞ্জনা ।

৯. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্ট্যাচু হল গৌতম বুদ্ধের স্ট্যাচু Spring Temple Buddha (১২৮ মিটার) , এটি কোথায় অবস্থিত?

উত্তর :
হেনান, চীন ।

১০. প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন হয় ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে রাজগীরে। এর সভাপতি কে ছিলেন?

উত্তর :
মহাকাশ্যপ।

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button