গৌতম বুদ্ধ কুইজ – Quiz on Gautama Buddha
প্রিয় পাঠকেরা, আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণক্ষনে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গৌতম বুদ্ধ কুইজ সেট (Quiz on Gautama Buddha ) ।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ প্রায় আড়াই হাজার বছর আগে (৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে ) আজকের এই তিথিতে নেপালের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। আবার অদ্ভুত সাদৃশ্য হলো এই বুদ্ধ পূর্ণিমার রাতেই তিনি ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় বোধিজ্ঞান লাভ করেছিলেন। আবার অলৌকিকভাবে তাঁর মৃত্যুও হয়েছিল এ রাতেই।
গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বুদ্ধ পূর্ণিমাকে ‘বৈশাখী পূর্ণিমা’ও বলা হয়ে থাকে।
দেখে নাও গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
১. গৌতম বুদ্ধ এর প্রকৃত নাম কী ছিল?
২. গৌতম বুদ্ধ কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন?
৩. গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল?
৪. গৌতম বুদ্ধের জন্ম প্রতীক কী ছিল?
৫. গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথের মৃগদেবা অরণ্যে পাঁচ জন শিষ্যকে নিয়ে। এই ৫ জন শিষ্য হলেন : বাষ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহামানা ও কৌন্দিন্য। এদের একত্রে কী বলা হয়?
৬. ২৯ বছর বয়সে সংসার জীবন থেকে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে এবং ৪ জনকে দেখে ব্যাথিত হয়ে গৃহত্যাগ করেন সিদ্ধার্থ গৌতম। কোন ৪ জনকে দেখে তিনি ব্যাথিত হয়েছিলেন?
৭. বোধি লাভের পর গৌতম বুদ্ধ উপাধি অর্জন করেন সিদ্ধার্থ গৌতম। এই বুদ্ধ শব্দের অর্থ কী?
৮. ৩৫ বছর বয়সে বিহারের গয়াই একটি অশ্বত্থ/পিপল গাছের নীচে বোধি (Nirava ) লাভ করেন গৌতম বুদ্ধ। কোন নদীর তীরে তিনি বোধি লাভ করেছিলেন?
৯. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্ট্যাচু হল গৌতম বুদ্ধের স্ট্যাচু Spring Temple Buddha (১২৮ মিটার) , এটি কোথায় অবস্থিত?
১০. প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন হয় ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দে রাজগীরে। এর সভাপতি কে ছিলেন?
আরও দেখে নাও :
- মহাবীর জয়ন্তী গুরুত্ব ও মহাবীর জৈন কুইজ
- গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম | Ancient Indian History
- ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
- অক্ষয় তৃতীয়া – কিছু জানা অজানা তথ্য
- দোলযাত্রা ক্যুইজ – Holi Special Quiz
To check our latest Posts - Click Here