Geography NotesGeneral Knowledge Notes in Bengali
ভারতের বিভিন্ন স্টিল প্লান্টের তালিকা – PDF
List of Important Steel Plants in India
ভারতের বিভিন্ন স্টিল প্লান্টের তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন স্টিল প্লান্টের তালিকা ( List of Steel Plants in India ) নিয়ে। কোন স্টিল প্লান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত, বা কোন স্টিল প্লান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরী হয়েছিল বা কোন স্টিল প্ল্যান কোন দেশের সহায়তায় তৈরী হয়েছিল এই সমস্ত তথ্য একসাথে দেওয়া রইলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
স্টিল প্লান্ট | অবস্থান | অপারেটর |
---|---|---|
অ্যালয় স্টিল | দুর্গাপুর, পশ্চিমবঙ্গ | SAIL |
ভিলাই স্টিল প্লান্ট | ভিলাই, ছত্তিসগড় | SAIL |
বোকারো স্টিল প্লান্ট | বোকারো, ছত্তিসগড় | SAIL |
চন্দ্রপুর ফেরো অ্যালয় প্লান্ট | চন্দ্রপুর, মহারাষ্ট্র | SAIL |
দুর্গাপুর স্টিল প্লান্ট | দুর্গাপুর, পশ্চিমবঙ্গ | SAIL |
এশার স্টিল ইন্ডিয়া লিমিটেড | হাজিরা, গুজরাট | ArcelorMittal |
ইস্কো স্টিল প্লান্ট | আসানসোল, পশ্চিমবঙ্গ | SAIL |
জিন্দাল স্টিল এন্ড পাওয়ার লিমিটেড | রায়গড়, ছত্তিসগড় | Jindal Steel and Power |
জিন্দাল স্টিল এন্ড পাওয়ার লিমিটেড | আঙ্গুল, ওড়িশা | Jindal Steel and Power |
JSW স্টিল | হসপেট, কর্নাটক | JSW Steel |
JSW স্টিল | তারাপুর, মহারাষ্ট্র | JSW Steel |
JSW স্টিল | ধারামতার, মহারাষ্ট্র | JSW Steel |
রৌরকেলা স্টিল প্লান্ট | রৌরকেলা, ওড়িশা | SAIL |
সালেম স্টিল প্লান্ট | সালেম তামিলনাড়ু | SAIL |
টাটা স্টিল লিমিটেড | জামশেদপুর, ঝাড়খন্ড | Tata Steel |
টাটা স্টিল লিমিটেড | কলিঙ্গনগর, ওড়িশা | Tata Steel |
বিশাখাপত্তনম স্টিল প্লান্ট | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ | Rashtriya Ispat Nigam Ltd. |
বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল | ভদ্রাবতী, কর্ণাটক | SAIL |
দেখে নাও কোন স্টিল প্লান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরী
স্টিল প্লান্ট | পঞ্চবার্ষিকী পরিকল্পনা |
---|---|
ভিলাই স্টিল প্লান্ট | দ্বিতীয় |
দুর্গাপুর স্টিল প্লান্ট | দ্বিতীয় |
রাউরকেল্লা স্টিল প্লান্ট | দ্বিতীয় |
বোকারো স্টিল প্লান্ট | তৃতীয় |
বিজয়নগর স্টিল প্লান্ট | চতুর্থ |
সালেম স্টিল প্লান্ট | চতুর্থ |
বিশাখাপত্তনম স্টিল প্লান্ট | চতুর্থ |
বিভিন্ন স্টিল প্লান্ট নির্মাণে সহায়ক দেশ
স্টিল প্লান্ট | সহায়ক দেশ |
---|---|
ভিলাই স্টিল প্লান্ট | রাশিয়া |
দুর্গাপুর স্টিল প্লান্ট | ব্রিটেন |
রাউরকেল্লা স্টিল প্লান্ট | জার্মানি |
বোকারো স্টিল প্লান্ট | রাশিয়া |
বিশাখাপত্তনম স্টিল প্লান্ট | জার্মানি |
স্টিল প্লান্ট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
১. বোকারো স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?
২. ভিলাই স্টিল প্লান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে ?
১৯৫৫ সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায় প্রতিষ্ঠিত হয়
৩. কোন দেশের সহায়তায় দূর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে?
ব্রিটেনের সহায়তায়
৪. রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
পশ্চিম জার্মানি
৫. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত ?
ওড়িশার সম্বলপুর জেলার ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানাটি অবস্থিত
আরও দেখে নাও :
- ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ -PDF
- ভারতের বিভিন্ন নদ-নদী – তাদের উপনদী, শাখানদী ও অন্যান্য তথ্য
- পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা – সম্পূর্ণ তালিকা (২০২১) – PDF
- ভূগোলের ৫০০ টি MCQ প্রশ্ন ও উত্তর – PDF ডাউনলোড
PDF Download Link is given below.
Download Section :
File Name : ভারতের বিভিন্ন স্টিল প্লান্টের তালিকা – PDF – বাংলা কুইজ
File Size : 2 MB
Format : PDF
No. of Pages : 03
To check our latest Posts - Click Here