লা লিগা চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো মাদ্রিদ
Atletico Madrid won the 2020-21 La Liga title
লা লিগা চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো মাদ্রিদ
২-১ গোলে রিয়াল ভালাদোলিদকে (Real Valladolid) কে তাদের ঘরের মাঠ হোসে জোরিলা স্টেডিয়ামে হারিয়ে ২০২০/২১ মরসুমে লা লিগা চ্যাম্পিয়ন হল অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। সাত বছর পর স্পেনের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা জিতে নিল দিয়েগো সিমেওনে এর দল অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার ইতিহাসে এটি তাদের একাদশ শিরোপা।
চলতি মরসুমের শেষ ম্যাচে এদিন ভালাদোলিদ এর বিরুদ্ধে ১৮ মিনিটেই অস্কার প্লানোর গোলে পিছিয়ে পরে অ্যাটলেটিকো । কিন্তু দ্বিতীয়ার্ধে অ্যানহেল কোরেয়া (৫৭’) ও লুইস সুয়ারেজের (৬৭’) গোলের দরুন জয় লাভ করে আতলেতিকো। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্টে গোলে শেষ করে লা লিগ জিতল অ্যাটলেটিকো। তাদের থেকে দু পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলো মাদ্রিদ শহরের আরেক দল ,রিয়াল মাদ্রিদ (৩৮ ম্যাচে ৮৪)।
ম্যাচের আগে লিগ জয়ের দৌড়ে ছিল দুই মাদ্রিদ ই। ট্রফি ঘরে তোলার জন্য দুই ক্লাবকেই ম্যাচ জিততে হতো। অ্যাটলেটিকো ড্র করলে বা হারলে জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু করিম বেঞ্জেমা এবং লুকা মদ্রিচের গোলের সৌজন্যে ভিলেরিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে জিতেও পয়েন্ট টেবিলের খেলায় পিছিয়ে গেল রিয়েল মাদ্রিদ। অন্যদিকে ,আঁতোয়া গ্রিজম্যানের ৮১ মিনিটের গোলে এইবারের কে হারিয়ে তৃতীয় স্থানে লীগ শেষ করলো বার্সেলোনা (৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট) .
লা লিগা(২০২০-২১) চ্যাম্পিয়ন : অ্যাটলেটিকো মাদ্রিদ এফসি।
দ্বিতীয় স্থান : রিয়াল মাদ্রিদ এফসি।
তৃতীয় স্থান : এফসি বার্সেলোনা।
সর্বোচ্চ গোল স্কোরার : লিওনেল মেসি -৩০ (এফসি বার্সেলোনা ) .
জেরার্ত মোরেনো – ২৩(ভিলেরিয়ালের ) .
করিম বেঞ্জিমা – ২৩ (রিয়াল মাদ্রিদ ) .
আরো দেখে নাও : ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা PDF
ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
To check our latest Posts - Click Here